Quotes

ভালোবাসা দিবস ফেসবুক স্ট্যাটাস, SMS, উক্তি, কবিতা

১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এই প্রজন্মের যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে ভালোবাসা দিবসের দিন প্রেমিকাকে যেভাবেই হোক ভালোবাসা দিবসের উপহার দিতে হবে। প্রতিদিনের মতো আজ গুড মর্নিং বললে চলবে না। কারণ আজ বলতে হবে হ্যাপি ভ্যালেন্টাইনস ডে। এই দিনে তারা প্রেমিকাকে কত ভালবাসে তা প্রকাশ করে। একে অন্যের প্রতি কি রকম ভালোবাসা প্রকাশ করেন ওইদিন ভিন্ন মাত্রায়। প্রেমিক-প্রেমিকারা এই দিনটিকে ঘিরে বছরজুড়ে কল্পনার জগত সাজাতে থাকেন। বাংলাদেশের দিবসটি পালন করা শুরু হয় ১৯৯৩ সালে ১৪ই ফেব্রুয়ারি থেকে। যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রহমান দেশে এই দিবসের আমদানি কারোক। তার ব্যাপক ক্যাম্পেইনের ফলে টিএসসির কিছু ছাত্রদের সহায়তা এটি প্রথম চালু হয়। মিডিয়াকর্মীরা এর ব্যাপক বিস্তার ঘটায়। এই থেকেই শুরু হয় ভালোবাসা দিবসের সূচনা। তবে চলুন আজ দেখে নেই নেই ভালোবাসা দিবস স্ট্যাটাস, উক্তি ও বাণী সম্পর্কিত একটি বিস্তারিত পোস্ট। এখানে আপনি পাবেন,

 

  • ভালোবাসা দিবস ফেসবুক স্ট্যাটাস
  • ভালোবাসা দিবস কবিতা
  • ৩০ টি ভিন্ন ভাষায় ভালোবাসা প্রকাশ
  • ভালোবাসা দিবস সম্পর্কে ফানি স্ট্যাটাস:
  • ভালোবাসা দিবসের রোমান্টিক SMS

 

 

ভালোবাসা দিবস ফেসবুক স্ট্যাটাস (Valentines Day Facebook Status )

ভালোবাসার কোনো নির্দিষ্ট বয়স নেই এটা যে কোন সময় হতে পারে একটা মানুষের জীবনে। ভালোবাসা প্রকাশের একটা নির্দিষ্ট দিন রয়েছে এই বিশ্বে সেটি হল ১৪ই ফেব্রুয়ারি। এই দিনে প্রেমিক-প্রেমিকারা একে অপরকে ভালোবাসার শুভেচ্ছা জানায়। চলুন দেখে নেই এমনি কিছু ফেসবুক স্ট্যাটাস।

 

০১. ভালোবাসা দিবস ফেসবুক স্ট্যাটাস ১  (Bangla Valentines Facebook Status 1)

এই মন শুধু তোমাকেই চাই  তোমাকে আরো কাছে পেতে চাই  এই মন চাই শুধু তোমার মিষ্টি হাসি দেখতে  সারাজীবন শুধু এইভাবেই পাশে থাকতে।  Happy Valentines Day প্রিয়তম। 

 

০২. ভালোবাসা দিবস ফেসবুক স্ট্যাটাস ২ (Bangla Valentines Facebook Status 2)

মনটা দিলাম তোমার নামে  তাকে যত্ন করে রেখো  স্বপ্ন গুলো গুছিয়ে নিয়ে  মধুর করে তুলো।  Happy Valentines Day প্রিয়তমা।   

 

০৩. ভালোবাসা দিবস ফেসবুক স্ট্যাটাস ৩  (Bangla Valentines Facebook Status 3)

 

তোমায় আমি ভালোবাসি  ভালোবেসেই যাবো  শুধু তুমি পাশে থেকো  ভালোবাসার মর্যাদা টুকু দিও।  Happy Valentines Day প্রিয়তম। 

 

০৪. ভালোবাসা দিবস ফেসবুক স্ট্যাটাস ৪  (Bangla Valentines Facebook Status 4)

তুমি শুধু আমার  আর তো কারো নয়।  আজকের এই বিশেষ দিনে  জীবন হয়ে উঠুক ভালোবাসাময়।  আমি যে ভালোবাসি শুধু তোমায়।  শুভ ভেলেন্টাইন ডে প্রিয়। 

 

০৫. ভালোবাসা দিবস ফেসবুক স্ট্যাটাস ৫  (Bangla Valentines Facebook Status 5)

 

জীবন পথে চলতে চলতে  এক ঘেয়েমি যখন চলে আসে  ভালোবাসার মানুষকে খুঁজে তখন পেলে   তার হাত দুটিকে শক্ত করে রেখো তখন ধরে।  ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা প্রিয়তম। 

 

০৬. ভালোবাসা দিবস ফেসবুক স্ট্যাটাস ৬ (Bangla Valentines Facebook Status 6)

তুমি দিয়েছো আমায় যতটা ভালোবাসা  এই মন যে চায় আরো বেশি পেতে  তুমি কাছে আছো জানি  তবুও মন যে চায় তোমায় আরও কাছে পেতে। 

 

০৭. ভালোবাসা দিবস ফেসবুক স্ট্যাটাস ৭  (Bangla Valentines Facebook Status 7)

সূর্যের কদর দিনটুকু পর্যন্ত  চাঁদের কদর রাতটুক পর্যন্ত  কিন্তু তোমার কদর থাকবে আমার কাছে  শেষ নিঃশ্বাস টুকু পর্যন্ত। 

 

০৮. ভালোবাসা দিবস ফেসবুক স্ট্যাটাস ৮  (Bangla Valentines Facebook Status 8)

ভালোবাসার হয়না তো বিশেষ কোনো দিন  ভালোবাসা বেঁচে থাকুক প্রতিটা দিন।  ভালোবাসে যাবো তোমায় আমি  আজীবন কাল।  শুধু তুমি পাশে থেকো বন্ধু হয়ে চিরকাল। 

 

০৯. ভালোবাসা দিবস ফেসবুক স্ট্যাটাস ৯  (Bangla Valentines Facebook Status 9)

তুমি আমার ভালোবাসা তুমি আমার সব  তুমিই আমার জীবন, জীবনের প্রতিটা রং।  আমি যে শুধু ভালোবাসি তোমায়। 

 

১০. ভালোবাসা দিবস ফেসবুক স্ট্যাটাস ১০  (Bangla Valentines Facebook Status 10)

সব কিছু দিয়ে দেব, শুধু তোমাকে ছাড়া  কারণ একটাই  তোকে যে খুব ভালোবাসি সোনা। 

 

১১. ভালোবাসা দিবস ফেসবুক স্ট্যাটাস ১১  (Bangla Valentines Facebook Status 11)

একটু কাছে এসো  পাশে আমার বসো  চোখে চোখ রেখে  একটা কথা বলো  তুমি আমায় সত্য ভালোবাসো। 

 

১২. ভালোবাসা দিবস ফেসবুক স্ট্যাটাস ১২  (Bangla Valentines Facebook Status 12)

আমি তোমায় ভালোবাসি  মুখে বলব না তো আর  হৃদয় দিয়ে বুঝিয়ে দেবো  তুমি যে শুধুই আমার। 

 

১৩. ভালোবাসা দিবস ফেসবুক স্ট্যাটাস ১৩  (Bangla Valentines Facebook Status 13)

কী করে থাকবো তোমায় ছেড়ে  শুধু তোমার ভালোবাসায় আছি সব সয়ে  পাশে থেকো তুমি সারাটা জীবন  এভাবেই হাতে হাতটা ধরে। 

 

১৪. ভালোবাসা দিবস ফেসবুক স্ট্যাটাস ১৪  (Bangla Valentines Facebook Status 14)

কাড়লে মন চোখে চেয়েছিল যখন  বিঁধেছিল বুকে তীরের মতন  লাজুক রাঙা ঠোঁটে হেসেছিল যখন , ভালোবাসি কথাটা বলতে পারেনি তখন। 

 

১৫. ভালোবাসা দিবস ফেসবুক স্ট্যাটাস ১৫  (Bangla Valentines Facebook Status 15)

ভালোবাসার হয় না তো কোনো বিশেষ দিন  ভালোবাসা যায় প্রতিটি মুহূর্তে,প্রতিটা ক্ষনে  ভালোবাসা ব্যক্ত করতে লাগেনা কোনো সন,তারিখ  মন থেকে ভালোবেসে যেও ভালোবাসার মানুষকে প্রতিটি দিন। 

 

১৬. ভালোবাসা দিবস ফেসবুক স্ট্যাটাস ১৬  (Bangla Valentines Facebook Status 16)

প্রেম করতে লাগেনা তো কোনো বয়স  দুটি মানুষের মনের মিলেই হয়ে যায় এই মিলন।  ভালোবাসা পূর্ণতা পাক প্রতিটি প্রেমিক যুগলের।  এই শুভকামনা জানাই ভালোবাসার বিশেষ দিনে। 

 

READ MORE:  জীবন নিয়ে উক্তি সেরা ১০০+ কালেকশন | Quotes on life

১৭. ভালোবাসা দিবস ফেসবুক স্ট্যাটাস ১৭  (Bangla Valentines Facebook Status 17)

ভ্যালেন্টাইনস ডে নয়তো শুধু প্রেমিক যুগলের দিন এই দিন তো প্রতিটি কাছের মানুষকে ভালোবাসা জানানোর দিন।  ভালোবাসা জানানো যায় মা -বাবাকে ,ভাই -বোনকে , কাছের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকেও  ভালোবাসা দিবসে ভালোবাসা বেঁচে থাকুক প্রতিটি মানুষের মধ্যে। 

 

১৮. ভালোবাসা দিবস ফেসবুক স্ট্যাটাস ১৮  (Bangla Valentines Facebook Status 18)

তুমি আমার যান  তুমিই আমার প্রাণ  তুমি আমার মান  তুমি আমার সম্মান। 

 

১৯. ভালোবাসা দিবস ফেসবুক স্ট্যাটাস ১৯  (Bangla Valentines Facebook Status 19)

তুমি আমার বেঁচে থাকার শেষ নিঃশ্বাস  তোমার প্রতি আছে আমার অগাধ বিশ্বাস।  তুমি থেকো চিরটা কাল এভাবেই আমার পাশে, তোমায় ভালোবেসেই যাবো আমি চিরকাল এভাবেই। 

 

২০. ভালোবাসা দিবস ফেসবুক স্ট্যাটাস ২০  (Bangla Valentines Facebook Status 20)

বাইরে যখন বৃষ্টি পড়ে  তোমার কথা তখন মনে পড়ে।  তোমার সঙ্গ পেতে মন চায়  তুই যেমন করে হোক আমার কাছে আয়। 

 

 

ভালোবাসা দিবস কবিতা (Valentines Day Kobita )

ভালোবাসার মানুষ গুলোকে তো সব সময় ভালোবাসার কবিতা শোনানো হয়ই। তবে দিনটি যখন আসছে ভালোবাসা দিবস তখন তো কবিতা গুলোও স্পেশাল হতে হয়। তাই আজকে আপনার এই স্পেশাল দিনে স্পেশাল কবিতার ঝুড়ি নিয়ে বসেছে প্রকাশিকা.কম। 

জোনাকির আলো জেলে ইচ্ছের ডানা মেলে.

মন চায় হারিয়ে যাই.

কোনো এক দুর অজানায়.

 যেখানে আকাশ মিশে হবে একাকার.

আর তুমি ”রাজকুমারী“ হবে শুধু আমার. 

কি আছে তোর মাঝে বুঝি না……

.শুধু অনন্ত কাল তোর দিকে তাকিয়েথাকতে ইচ্ছে করে……

.ইচ্ছে করে সারা জীবন তোকেদেখি…….

কি অদ্ভুত ভালবাসা ……..

কি অদ্ভুত সম্পর্ক …….

সব কিছু ভুলে যাই যখন তোর ঐ মায়াভরা মুখেরদিকে তাকাই …….

আমি আমার নিজেকে হারিয়েফেলি তোর মাঝে……..সত্যি রে..!    

………………………………………………..

চোখের আড়াল হতে পার মনের আড়াল নয়,

মন যে আমার সব সময় তোমার কথা কয়,

মনকে যদি প্রশ্ন কর তোমার আপন কে ?

মন বলে এখন তোমার লেখা পড়ছে যে !  

……………………………………………………….

তুমি আমাকে যতই কষ্ট দাও…….

আমি তোমাকে আপন করে নেবো,

 তুমি আমাকে যতই দুঃখ দাও……

আমি সেই দুঃখকেই সুখ ভেবে নেবো,

তুমি যদি আমাকে ভালোবাসা দাও…..

 তোমাকে এই বুকে জড়িয়ে নেবো,

আর কখনও যদি তুমি আমাকে ভুলে যাও,

আমি তোমাকে সারাটি জীবন…….

 নিরবে ভালোবেসে যাবো……. 

…………………………………………………………

ভালবাসা মানে আবেগের পাগলামি,,

 ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি ।

ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা,,

 ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা 

……………………………………………………..

শীতের চাদর জড়িযে,

কুয়াশার মাঝে দাড়িয়ে,

 হাত দুটো দাও বাড়িয়ে,

শিশিরের শীতল স্পর্শে যদি,

শিহরিত হয় মন।

বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ।  

এক পৃথিবীতে চেয়েছি তোমাকে,

এক সাগর ভালবাসা রয়েছে এ বুকে ,

যদি কাছে আসতে দাও,

 যদি ভালবাসতে দাও,

এক জনম নয় লক্ষ জনম ভালবাসব তোমাকে.  

………………………………………………………………………………………………………………..

তুমি আমার রঙিন স্বপ্ন,

শিল্পীর রঙ্গে ছবি.

 তুমি আমার চাঁদের আলো,

সকাল বেলার রবি..

তুমি আমর নদীর মাঝে একটি মাত্র কূল,

 তুমি আমার ভালবাসার শিউলি বকুল ফুল……. 

………………………………………………….

দিন যায় দিন আসে,

সময়ের স্রোতে ভাসে.

কেউ কাঁদে কেউ হাঁসে,

তাতে কি যায় আসে.

খুঁজে দেখো আশে পাশে,

 কেউ তোমায় তার জীবনের চেয়ে বেশি ভালবাসে……. 

…………………………………………………

আমার শোকে ছড়িয়ে দিও ,

 জবা ফুলের লাল,

 বন্ধু আমি তোমার নিশী,

 জাগবো চির কাল…….

………………………………………….

  বন্ধুত্ব হলো,

হাত এবং চোখের মধ্যে সম্পর্কের মতন.

যখন হাতে কোনো আঘাত লাগে,

তখন চোখের অশ্রু ঝরে.

আবার, যখন চোখের অশ্রু ঝরে,

তখন হাত টা মুছে দেয়…..   

রাতের আকাশে তাকালে দেখি লক্ষ্য তারার মেলা,

 এক চাঁদকে ঘিরেই যেন তাদের যত খেলা..

 বন্ধু অনেক পাওয়া যায় বাড়ালেই হাত,

 আমার কাছে তুই যে বন্ধু ..

ওই আকাশের চাঁদ…..!

…………………১০………………

  আবার যদি রৌদ্র উঠে,

 মেঘ কেটে যায় মনের..

 আমি তোমার সঙ্গী হবো,

 বন ফুলো বনের….

……………………১১…………………………

সারা শহর খুঁজে বেড়াই,

 তোমার যদি দেখা পাই,

 চোখ বুজলেই তোমায় দেখি,

 খুললে দেখি তুমি নাই……

………………………১২………………………

রোজ সকালে রোদ পোহাতে,

 তোমার বাড়ি যাই.

 ধর বন্ধু আমার ঘরে,

 শীতের কাঁথা নাই…..

………………………১৩………………………

তুমি আমার রঙিন স্বপ্ন,

শিল্পীর রঙ্গে ছবি.

 তুমি আমার চাঁদের আলো,

সকাল বেলার রবি..

তুমি আমর নদীর মাঝে একটি মাত্র কূল,

 তুমি আমার ভালবাসার শিউলি বকুল ফুল……. 

আবার যদি বৃষ্টি নামে —

আমিই তোমার প্রথম হবো…

 লেপ্টে যাওয়া শাড়ির মতো —

 অঙ্গে তোমার জড়িয়ে রবো ……..

………………………১৪…………………………

মন বলে কিছু কথা,

 হৃদয়ে আছে গাঁথা,

 মনের মাঝে লুকিয়ে আছে না বলা অনেক বেথা,

 যদি সময় থাকে শুনে নিও আমার কিছু কথা..

READ MORE:  সেরা বাছাইকৃত ৫০+ মোটিভেশনাল উক্তি । Motivational Quotes

 আমি এখন বড্ড একা……

……………………………১৫…………………………….

  সবুজ বনের ছোট্ট পাখি,

 অবুঝ তার মন.

 কেউ জানেনা জগৎ জুড়ে

 কে তার আপনজন.

 আপন মনে ঘুরে বেড়ায়

 নীল্ আকাশের বুকে.

 তাইতো নিজে দুখী হয়েও,

 সুখী সবার চোখে………..

…………………………………১৬………………………………….

 আজকের এই দিন গুলো কাল সৃতি হয়ে যাবে,

 মনের খাতায় কোনো পাতায় লেখা হয়ে রবে।

 কালকে এই পাতা গুলো একটু উল্টে দেখো,

 আবছা সব সৃতির মাঝে আমায় খুঁজে পাবে…..

 …………………………১৭…………………………..

হারিয়ে গেছে অনেক কিছু –

সকাল থেকে রাত,

 হারিয়ে গেছে পাশা পাশি আঁকড়ে ধরা হাত.

 হারিয়ে গেছে প্রথম প্রেমে টুকরো হওয়া মন,

 চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু কতোজন।

কিছু স্বপ্ন চিরকাল থেকে যায়,

কিছু উত্তর আজো মেলেনা,

 কিছু কথা আজো মনে পড়ে,

 কিছু সৃতি চোখে জল আনে,

 মরেও মরে না কিছু আশা,

এরই নাম ভালবাসা…….  

……………………………১৮……………………………….

যতো দুরে যাও না কেন আছি তোমার পাশে,

 তাকিয়ে দেখো আকাশ পানে ঘুম যদি না আসে।

 কাছে আমায় পাবে তুমি হাত বাড়াবে যেই,

 যদি না পাও জানবে সেদিন আমি যে আর নেই…….

  ………………………………১৯…………………………………

রাতে চাঁদ, দিনে আলো.

 কেন তোমায় লাগে ভালো ?

 গোলাপ লাল, কোকিল কালো

 সবার চেয়ে তুমি ভালো.

 আকাশ নীল, মেঘ সাদা.

 গোয়াল ঘরে,তুমি …..বাধা.

 ……………………………………২০……………………………………

  আমার স্বপ্ন জলধারায় তুমি,

 রিমঝিম সুরে ঝরা বৃষ্টি.

 আমার হৃদয় canvus জুড়ে,

 তুমি আমারি অপূর্ব সৃষ্টি.

……………………………..২১……………………………..

“যখন কেউ তোমাকে ভালোবাসে
তুমি তা বুঝতে পারো না;
তুমি যখন বুঝতে পারো, তখন অনেক দেরি হয়ে গেছে।”
“যে তোমাকে ছেড়ে চলে যায় তাকে সবসময় ভালোবাসো
এবং যে তোমাকে ভালোবাসে তাকে ছেড়ে দাও।”

যতো ভালবাসা পেয়েছি,

 তোমার কাছ থেকে।দুষ্টু এই মন চায়,

 আরো বেশি পেতে।কি জানি,

তোমার মধ্যে কি আছে।কেনো যে এ মন চায়,

 তোমাকে আরো বেশি করে কাছে পেতে॥

……………………২২…………………………

পুরো পৃথিবীকে ব্রেকআপ দিবো।

 শুধু একবার বল,

ভালোবাসিস আমায়?

প্লীজ বল পেত্নি।  

……………………২৩……………………….

জীবন এক বিরক্তিকর অধ্যায়।

তবুও পরবর্তী পরিচ্ছেদে

 তুমি আছ ভেবে পাতা উল্টাই।  

…………………২৪…………………..

আমি যদি রাবার হতাম তোমার

 জীবনের সব কষ্ট গুলো মুছে দিতাম………. .

 আর যদি পেন্সিল হতাম তোমার

 জীবনের সুখ গুলো সুন্দর ভাবে লিখে দিতাম.

……………………২৫…………………………..

ভুল তোমার ছিলো তুমি বুঝতে পারোনি,

রাগ আমারও ছিলো কিন্তু আমি দেখায় নি।

ভুলে যেতে আমিও পারতাম,

কিন্তু চেষ্টা করিনি,

কারণ ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি।

………………………২৬………………………

ভালোবাসার অর্থ কি?

বলতে পারিস??

ভালোবাসার অর্থ যদি হয় সারাদিন তোকে

 মিস করা তাহলে ভালোবাসি তোকে…!!

ভালোবাসার অর্থ যদি হয় চোখ বুজলেই তোর

 মুখটি আকাশের মতো ভেসে উঠা তাহলে ভালোবাসি তোকে…!!

 ভালোবাসার অর্থ যদি হয় সারাক্ষণ তোর

স্মৃতিতে ডুবে থাকা তাহলে ভালোবাসি তোকে……

………………………২৭…………………………

মিষ্টি চাঁদের মিষ্টি আলো,

বাসি তোমায় অনেক ভালো.

মিটি মিটি তারার মেলা,

দেখবো তোমায় সারাবেলা.

নিশিরাতে শান্ত ভুবন,

চাইবো তোমায় সারাজীবন.  

………………………২৮……………………………

টাপুর টুপুর বৃষ্টি লাগছে দারুন মিষ্টি,

কী অপরুপ সৃষ্টি দেয় জুড়িয়ে দৃষ্টি,

বৃষ্টি ভেজা সন্ধ্যায় তাজা ফুলের গন্ধয়ে,

 মনটা নাচে ছন্দে উতলা আনন্দে,

 জানু তোমার জন্য 

……………………২৯……………………..

যতো ভালবাসা পেয়েছি,

 তোমার কাছ থেকে।দুষ্টু এই মন চায়,

 আরো বেশি পেতে।কি জানি,

তোমার মধ্যে কি আছে।কেনো যে এ মন চায়,

 তোমাকে আরো বেশি করে কাছে পেতে॥

………………………৩০………………………….

ভালবেসে এই মন,

 তোকে চায় সারাক্ষন।

আছিস তুই মনের মাঝে,

 পাশে থাকিস সকাল সাঝেঁ।

কি করে তোকে ভুলবে এই মন,

তুই যে আমার জীবন।।

তোকে অনেক ভালবাসি 

…………………৩১…………………….

চোখে আছে কাজল কানে আছে দুল,

ঠোট যেন রক্তে রাঙা ফুল,

চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি,

এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি। 

 

৩০ টি ভিন্ন ভাষায় ভালোবাসা প্রকাশ (Valentines Day wishes in different languages )

“আমি তোমাকে ভালবাসি”–

 

১. বাংলা = আমি তোমাকে ভালবাসি

২. ইংরেজি = আই লাভ ইউ

৩. ইতালিয়ান = তি আমো

৪. রাশিয়ান = ইয়া তেবয়া লিউব্লিউ

৫. কোরিয়ান =তাঙশিনুল সারাঙ হা ইয়ো

৬. কানাডা = নান্নু নিনান্নু প্রীতিসুথিন

৭. জার্মান = ইস লিবে দিস৮. রাখাইন = অ্যাঁই সাঁইতে

৯. ক্যাম্বোডিয়ান = বোন স্রো লানহ্উন

১০. ফার্সি = দুস্তাত দারাম

১১. তিউনিশিয়া = হাহেক বাক

১২. ফিলিপিনো = ইনবিগ কিটা

১৩. মহেলি = মহে পেন্দা

১৪. তামিল = নান উন্নাই কাদালিকিরেন

১৫. সহেলি = নাকু পেন্দা

১৬. ইরানি = মাহ্ন দুস্তাহ্ত দোহ্রাহম

১৭. হিব্রু = আনি ওহেবওটচে (মেয়েকে ছেল) আনি ওহেব ওটচা (ছেলেকে মেয়ে)

১৮. গুজরাটি = হুঁ তানে পেয়ার কার ছু

১৯. চেক = মিলুই তে

২০. পোলিশ = কোচাম গিয়ে

২১. পর্তুগীজ = ইউ আমু তে

২২. বসনিয়ান = ভলিম তে

২৩. তিউনেশিয়ান = হাএহ বাদ

২৪. লাতিন = তে আমো

২৫. আইরিশ = তাইম ইনগ্রা লিত

২৬. ফ্রেঞ্চ = ইয়ে তাইমে

২৭. ডাচ = ইক হু ভ্যান ইউ

২৮. অসমিয়া = মুই তোমাকে ভাল্ পাও

২৯. জুলু = মেনা তান্দা উইনা

৩০. তুর্কি = সেনি সেভিউর ম

 

READ MORE:  শিক্ষামূলক ফেসবুক পোস্ট | প্রকাশিকা

ভালোবাসা দিবস নিয়ে উক্তি (Valentines Day Quotes)

ভালোবাসা দিবস সর্ম্পকে বর্তমান সময়ের বিশিষ্টজনেরা বিভিন্ন্ ধরনের উক্তি বা বানী প্রদান করেছে যা ভলোবাসা দিবস কে এই উক্তি গুলোর মাধ্যেমে আর বর্তমান সময়ে একটি ছেলে বা একটি মেয়ের ভালোবাসার মানুষ আছে। আর এই ভালোবাসা দিবসে একে অপরকে ভালোবাসার শুভেচ্ছা জানায়।

 

০১. তোমার জন্য সকাল দুপুর,তোমার জন্য সন্ধ্যা  তোমার জন্য সকল গোলাপ এবং রজনীগন্ধা। 

–হেলাল হাফিজ। 

০২.  ক্ষমাই যদি করতে না পারো  তবে তাকে ভালোবাসো কেন ?

–রবীন্দ্রনাথ ঠাকুর। 

০৩. ভালোবাসার মানুষকে সেরা কিছু উপহার দেওয়ার সেরা সময় হচ্ছে ভালোবাসা দিবস।

— হরি চন্দ্র

০৪. ভালোবাসা একটি স্বর্গীয় দান।

— বিল গেটস

০৫. ভালোবাসা দিবসটা হচ্ছে এমন একটা দিবস যা ভালোবাসার মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করার দিন।

— সোলায়মান সূখন

০৬. আমরা সকলেই ভলোবাসা দিবস সর্ম্পকে জানি যে ফুল দেওয়া নেওয়া কিন্তু না ভালোবাসা দিবস হচ্ছে দুটি মনের আন্তরিকতা।

— আয়মান সাদিক

 

০৭. নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে।  হৃদয় তোমারে পেয়ে না জানিতে, হৃদয় রয়েছ গোপনে।

–রবীন্দ্রনাথ ঠাকুর। 

০৮. ক্ষুদ্রকে লইয়াই বৃহৎ, সীমাকে লইয়াই অসীম, প্রেমকে লইয়াই মুক্তি।  প্রেমের আলো যখনই পাই তখনই  যেখানে চোখ মেলি সেখানেই দেখি, সীমার মধ্যে সীমা নাই। 

–রবীন্দ্রনাথ ঠাকুর। 

০৯. স্বাধীন করিয়া দাও,বেঁধো না আমায়  স্বাধীন হৃদয় খানি দিব তব পায়। 

–রবীন্দ্রনাথ ঠাকুর। 

১০.  পৃথিবার সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো ? নাহ,জীবন থেকে মৃত্যু পর্যন্ত,উত্তরটা সঠিক নয়।  সবচেয়ে বড় দুরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি, কিন্তু তুমি জানো  না যে আমি তোমাকে কতটা ভালোবাসি।  – রবীন্দ্রনাথ ঠাকুর। 

১১. দুই তীরে তার বিরহ ঘটায়ে  সমুদ্র করে দান অতল প্রেমের অশ্রুজলের গান। 

– রবীন্দ্রনাথ ঠাকুর। 

১২. যে ভালবাসা যত গোপন সেই ভালবাসা তত গভীর। 

–   হুমায়ূন আহমেদ

১৩. কেউ ভালোবাসা পেলে এমন কি সুখ ছাড়া বাঁচতে পারে। 

–   দস্তয়েভস্কিব

১৪. ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ। 

–   জর্জ চ্যাপম্যান

১৫. ভালবাসতে শেখো ভালবাসা দিতে শেখো তাহলে তোমার জীবনে ভালবাসার অভাব হবে না। 

–   টমাস ফুলার

 

 

ভালোবাসা দিবস সম্পর্কে ফানি স্ট্যাটাস (Valentines Day Funny Status )

ভালোবাসা দিবসে শুধু রোমান্টিক স্ট্যাটাস দিয়ে যাবেন? অবশ্যই না। ভালোবাসা দিবসের কিছু ফানি পোস্ট ও কিন্তু বেশ কাজের। তবে চলুন দেখে নেই এমনি কিছু স্ট্যাটাস। 

 

সবার কপালে ভালোবাসা জুটে আর

আমার কপালে ভালোবাসা জুটলো

না ভ্যালেন্সটাইন ডে  উপলক্ষে

শুধুই ঘুরাঘুরি হলো।

— সংগৃহীত

 

আমি আগে জানতাম যে ভালোবাসা দিবসে

ভালোবাসার লোকের অভাব থাকে না

কিন্তু আমার কপাল এত হতভাগা আমি একটাও

ভালোবাসার লোক খুঁজে পেলাম না।

— সংগৃহীত

 

যত দূরে যাওনা কেনো, থাকবো তোমার পাশে,

যেমন করে বৃষ্টি ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে,

এভাবে ভালোবাসবো আজীবন।

<— সংগৃহীত

 

রিমঝিম করছে আকাশ নেমেছে

হাওয়া বাতাস মনে পড়ে গেছে

তোমার সেই কথাগুলো।

— সংগৃহীত

 

ভালবাসার কোথায় গেলে তুমি পাচ্ছিনা

তোমায় খুজে এই ১৪ ফেব্রুয়ারির

ভালবাসার দিবসেও

— সংগৃহীত

 

সুন্দর তুমি সুন্দর রাত মনের দরজা খুলে দেখো

তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছি আমি

শুধু তোমারই জন্য।

<— সংগৃহীত

 

ভালোবাসা দিবস আজকে আর এই ভালোবাসা

দিবসে তোমাকে জানাই আমার

হৃদয়ে থাকা ভালবাসা টুকু।

<— সংগৃহীত

 

১৪ ই ফেব্রুয়ারি এসেছে আমার ভালোবাসা

মানুষটাকে আমি কাছে পেয়েছি

ভালোবাসা দিবসের কারণে ভালোবাসা

দিবসকে জানাই অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা।

<— সংগৃহীত

 

পানি ছারা যেমন জীবন জীবন বাঁচেনা

তেমন ভালোবাসা ছাড়া জীবন বাঁচেনা

সেই কারণেই মূলত ১৪ই ফেব্রুয়ারি

ভালোবাসা দিবস

<— সংগৃহীত

 

পৃথিবী এত সুন্দর প্রেম আছে বলেই

আর এই প্রেম কে আরো সুন্দর ও

বেগবান করার জন্য ১৪ই

ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উদযাপিত করা হয়।

<— সংগৃহীত

 

জীবন হল বাঁচার জন্য মন হল দেবার জন্য

ভালোবাসা হল সারা জীবন পাশে

থাকারজন্যবন্ধুত্ব হলো

জীবন কে সুন্দর করার জন্য।

<— সংগৃহীত

 

 

ভালোবাসা দিবসের রোমান্টিক SMS (Valentines Day SMS )

ভালোবাসা দিবসকে পালন করার জন্য রোমান্টিক-মেসেজ বার্তা পাঠাতে চান তাহলে রোমান্টিক, নতুন ও আপডেট এসএমএস গুলো ব্যবহার করতে পারবেন।

 

_|_______________#____________._|_

_(__)___________#___#__________.(__)

_|#|__________#_______#_________.|#|

_|#|________#__________#_______.|#|

_|#|______#___ তাজমহল ____#______.|#|

_|#|_____#______তোমার_____#_____|#|

_|#|_____#________জন্যে____#__|__|#|_

|##|___|__#______________#__.*__|##|

 

(\’\’)….(\’\’)

( \’ o \’ )

(\’\’)–(\’\’)

(\’\’\’\’\’)-(\’\’\’\’\’)

 

এই টেডি বিয়ারটা আমার সোনাটার জন্যে..

লাভ ইউ..

যদি ভালবাসাকে মৌচাক ধরি,♥♥ তাহলে

বিশ্বাস হল মৌমাছি। ♥♥কেননা উভয়ের

বিশ্বাসের মাধ্যমেই ভালবাসার অমৃত মধু পাওয়া

যায়। ♥♥

 

\”\”মন দেখে ভালবাসো,ধন দেখে নয়\”\”\”\”গুন দেখে প্রেম কর,রুপ দেখে নয়\”\”\”\”রাতের বেলায় সপ্ন দেখ,দিনের বেলায় নয়\”\”\”\”একজনকে ভালবাস,দশ জনকে নয়\”

 

\”আমি তোমাকে ভালবাসি।আর সারাজীবন তোমাকে ভালোবেসে যাব\”-ভালবাসার মানুষের মুখে এই কথাটুকু শুনলেও যেন মন জুড়িয়ে যায়…

 

\”আমি ভালবাসি\” বললেই কাউকে ভালবাসা যায় না..

ভালবাসার জন্যে চাই দুটো সুন্দর মন আর অনেকটা বিশ্বাস…

\”দুটি মন একটি আশা

এরই নাম ভালোবাসা\”

\”প্রেম আছে বলেই

পৃথিবী এত সুন্দর\”

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *