ত্যাগের মাহাত্ম্য
লেখক,
তারেক তানভীর
দিকে দিকে আজ খুশির আমেজ গাইছে সব গীত
এসেছে আজ ধরায় মুমিনদের প্রিয় ত্যাগের ঈদ।
সবাই ঈদে কুরবানি দিবে প্রতিপালকের তরে,
মানব মনের পশুত্বটা যেন একেবারেই যায় মরে।
নয় এটা কোন সামাজিক রীতি এটা বড় উপাসনা,
বিজ্ঞ এমন সকল লােকের এই কথাটা জানা।।
কতিপয় কুরবানিকে ভাবে সামাজিক রীতি নীতি,
টাকার গরম দেখাচ্ছে তারা ভুলে স্রষ্টার ভীতি।
বেশী দাম দিয়ে গরু কিনে করে থাকে অহঙ্কার,
কুরবানির সেই মহত্বটাকে ভেঙ্গে করে চুরমার।
তারা জানেনা আল্লাহর কাছে রক্ত মাংস পৌছেনা,
নিয়তই শুধু দেখার ছিল খেয়ালে তাদের আসেনা।
কুরবানি হল ত্যাগের নাম ভােগের সাথে তার দ্বন্দ,
ভােগের জন্য কুরবানি করা কাজটা বড়ই মন্দ।
পশু জবহের নাম কুরবানি না আছে কিছু দর্শন,
নিজের মনের পশুত্বটাকেও দিতে হবে বিসর্জন।
মহত্বটাকে উপরে তুলে পশুত্ব যথন দিবে বাদ,
তখনি কেবল মানুষ হবে আশরাফুল মাখলুকাত।