ইসলামইসলামিক গজল

ত্বলা আল বাদরু আলাইনা লিরিক্স | Tala’a Al Badru ‘Alayna Lyrics

ত্বলা আল বাদরু আলাইনা লিরিক্স | Tala’a Al Badru ‘Alayna Lyrics  ১৪০০ বছরেরও বেশি পুরনো এই গজলটি গাওয়া হয়েছিল মহানবী (সঃ) যখন আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। দারুণ এই গজলটির লিরিক্স এবং অনুবাদ চলুন দেখে আসি।

 

তা’লা আল বাদরু আলাইনা
মিন ছানি’য়া তিল –ওয়া’দা
ওজাবাশ শুক’রু আলাইনা
মা দা আ লিল্লাহি দা
আইয়্যু হা’ল মাব উ’ছু ফিনা
জি’তা বি’ল-আম্রিল -মু’তা
জি’তা শার’রাফ তা’ল-মদিনা
মারহাবান ইয়া খাইরা দা

 

অনুবাদ:

 

পূর্ণিমার চাঁদ আমাদের উপর এসেছে
ওয়া’দা উপত্যকা থেকে
এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের অবশ্য কর্তব্য
যতদিন আল্লাহকে ডাকার মত কেউ থাকবে
ওহ, আমাদের পথ প্রর্দশক আজকে আমাদের মধ্যে
যিনি উপদেশ নিয়ে এসেছেন যার প্রতি আমাদের কর্ণপাত করতে হবে
আপনি এই শহরের জন্য মর্যাদা বয়ে নিয়ে এসেছেন
স্বাগতম আপনাকে, যিনি আমাদের সঠিক পথ দেখাবেন

READ MORE:  শাহজালাল ( র:) : অজানা তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *