সূরা আন-নাস (Al-Nas) পবিত্র কুরআন শরীফের ১১৪ তম সূরা। আয়াত সংখ্যা ৬। আসুন জেনে নেই সূরা আল নাসের বাংলা অনুবাদ, উচ্চারণ, অর্থ সম্পর্কে।
আয়াতসমূহ
بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِالرَّحِيمِ
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ﴿١
উচ্চারণঃ ক্বুল আউযু বিরাব্বিন নাস।
অর্থঃ বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার।
مَلِكِ النَّاسِ ﴿٢
উচ্চারণঃ মালিকিন্নাস
অর্থঃ মানুষের মালিকের
إِلَـٰهِ النَّاسِ ﴿٣
উচ্চারণঃ ইলাহিন্নাস।
অর্থঃ মানুষের মা' বুদের
مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ﴿٤
উচ্চারণঃ মিন শাররীল ওয়াস ওয়াসিল খান্নাস।
অর্থঃ তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ
النَّاسِ ﴿٥
উচ্চারণঃ আল্লাযি ইউওয়াস ইসু ফী সুদুরিন্নাস।
অর্থঃ যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে
مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ ﴿٦
উচ্চারণঃ মিনাল জিন্নাতি ওয়ান নাস।
অর্থঃ জিনের অথবা মানুষের মধ্যে থেকে