Review

গুগল এডসেন্সের বিকল্প সেরা ৪টি Ads network |Replacement For Google Adsense

Today, the main content of this article is the 4 ad networks that can be the replacement for google Adsense. We know that there are many ways to monetize or monetize a blog site, The best and most popular way is to monetize the content of our blog site with AdSense ads.

আজকে আমাদের এই আর্টিকেলের মূল বিষয়বস্তু হল 4 টি সেরা এডসেন্স এর বিকল্প (Replacement For Google Adsense) অ্যাড নেটওয়ার্ক।

আমরা জানি যে একটি ব্লগ সাইট থেকে আয় করার জন্য বা ব্লগ সাইট মনিটাইজ করার যে সমস্ত উপায় গুলি উপলব্ধ আছে,

তার মধ্যে সব থেকে ভালো ও জনপ্রিয় উপায়টি হল এডসেন্স অ্যাড দ্বারা আমাদের ব্লগ সাইটের কনটেন্ট মনিটাইজ করা।

কারণ এটি একটি জনপ্রিয় উপায় হওয়ার সাথে সাথে সহজ ও সমস্ত ব্লগারদের প্রথম পছন্দ তাদের সাইট থেকে উপার্জন করার।

তবে গুগল অ্যাডসেন্স দ্বারা আপনার সাইটটি মনিটাইজ করার জন্য অবশ্যই আগে আপনাকে এর অনুমোদন নিতে হবে।

আর সেই অনুমোদন পাওয়ার জন্য আপনার সাইটকে এডসেন্স এর খুবই কঠোর নিয়মানুবর্তিতা নিময় অনুসরণ করতে হয়।

তা নাহলে আপনাকে এডসেন্স ব্যবহারের অনুমোদন দেওয়া হয় না এবং বরংবার আবেদনের পরেও তা প্রত্যাখ্যান করা হয়।best adsense alternative,
 

 

আর যা সমস্ত ব্লগারদের জন্য খুবই হতাশা জনক বিষয় এবং হয়তো আপনার সাথেও ঠিক এই একই ঘটনা ঘটেছে অর্থাৎ,

বহু বার আবেদনের পরেও আপনার সাইটকে অপ্প্রভ করা হয়নি প্রতিবারই রিজেক্ট করা হয়েছে এবং যার জন্য আজ আপনি এখানে।

তবে একদমই হতাশ হবেন না কারণ এরকম বেশ কিছু শ্রেষ্ঠ Adsense এর বিকল্প অ্যাড নেটওয়ার্ক ইন্টারনেটে উপলব্ধ আছে।

যাদের মাধ্যমে আপনি এডসেন্সের মতোই অথবা ওর থেকে অধিক উপার্জন আপনার ব্লগ সাইট থেকে করতে পারবেন।

READ MORE:  Vivo y21t price in Bangladesh

বা আপনার এডসেন্স ব্যবহার না করার যদি অন্য কোনো কারণও থাকে তাহলে অ্যাডসেন্স এর সেরা বিকল্পিত অ্যাড নেটওয়ার্ক গুলি দেখে নিন।

 

৪ টি গুগল এডসেন্স এর সেরা বিকল্প অ্যাড প্লাটফর্ম

যেহেতু অনেক ব্লগারদের সাইট আমার মতোই বাংলাতে তাই তাদের সুবিধার্তে এখানে বাংলা ভাষা সাপোর্ট বা সমর্থন করে।

এরকম কিছু ন্যাটিভ অ্যাড নেটওয়ার্ড প্লাটফর্ম এর নামও আমাদের এই লিস্টের মধ্যে উল্লেখ করা আছে।

 

১. PropellerAds

 

একটি ব্লগ সাইটের ক্ষেত্রে এডসেন্সের বিকল্পিত অ্যাড নেটওয়ার্ক পালটফর্ম গুলির মধ্যে PropellerAds অসাধারণ একটি প্লাটফর্ম।

এটি হল দ্রুত বেড়ে ওঠা অ্যাড নেটওয়ার্ক প্লাটফর্ম গুলির মধ্যে একটি যা নতুন ও পুরানো সমস্ত ব্লগ সাইটকে মনিটাইজশন সুযোগ প্রদান করে।

প্রপেলারঅ্যাডস পপ অ্যাডস এর জন্য বেশি জনপ্রিয় যা ওয়েবসাইট ভিসিট ও বন্ধ করার সময় ব্রউজারে দেখানো হয়ে থাকে।

এছাড়া আপনি এখানে পুশ নোটিফিকেশন, ওয়ান ক্লিক এডস, স্লাইড অ্যাড এবং নেটিভ অ্যাডস এর মতো ফিচারস গুলিও পেয়ে যাবেন।

যা আপনি অন্য প্লাটফর্মের মধ্যে একে বারেই খুঁজে পাবেন না। আপনার যদি ব্লগ সাইটটি একদম নতুন হয়ে থাকে তাহলে,

আপনি PropellerAds দ্বারা আপনার সাইটের কনটেন্ট মনিটাইজ করতে পারেন কারণ এখানে কোনো মিনিমাম ট্রাফিকের প্রয়োজন নেই।

 

আর আপনার যদি একটি প্রতিষ্ঠিত ওয়েবসাইট হয় যেখানে ভালো ভিসিটর্স আসে তাহলে এই নেটওয়ার্ক আপনার জন্য সেরা প্রমাণিত হবে।adsense equivalent,

এখানে আপনার সাইটকে ইনস্টেন্টলি এপ্রোভ করা হয় এবং প্রতিমাসে আপনি সর্বনিম্ন ৫ ডলার হলেই তা উত্তোলন করে নিতে পারেন।

Home page link PropellerAds

 

 

২. Media.Net

 

মিডিয়া ডট নেট বিং এবং ইয়াহু এর যৌথ পরিষেবা এবং এডসেন্সের সব থেকে বড় প্রতিযোগী এডভার্টাইসিং নেটওয়ার্ক।replacement for google adsense,

Media.net একাধিক প্রকার ন্যাটিভ ও ডিসপ্লে অ্যাড অফার করে তবে কনটেক্সচুয়াল এডভার্টাইসিং (contextual advertising) এর জন্য মিডিয়া ডট নেট সর্বশ্রেষ্ঠ।

READ MORE:  Review for Nooie Baby Monitor 360 degree Wireless IP Camera

আপনি এখানে উভয় মোবাইল ও ডেস্কটপের জন্য কনটেক্সচুয়াল এডভার্টাইসিংয়ের সাথে সাথে ডিসপ্লে ও নেটিভ অ্যাড পরিষেবাও পেয়ে যাবেন।

আপনি যদি গুগল অ্যাডসেন্সর একটি টক্করের বিকল্প চান যা একই অ্যাড পরিষেবা ও ইনকাম সুযোগ দেবে তাহলে তা হল মিডিয়া ডট নেট।

তবে অবশ্যই মনে রাখবেন এডসেন্সের মতোই মিডিয়া ডট নেট অপপ্রভাল পেতে আপনার সাইটের প্রফেশনাল ও পরিষ্কার ডিসাইন থাকতে হবে।

তার সাথে সমস্ত ডিভাইস রেস্পন্সিভ হতে হবে এবং ইউনিক ও গুণগত মান সম্পন্ন আর্টিকেল অবশ্যই আপনার সাইটে থাকতে হবে।

এছাড়াও মিডিয়া ডট নেট দেখে যাতে আপনার সাইটের অধিকাংশ ট্রাফিক ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম ও কানাডা থেকে আসে।

 

এখানে আপনি প্রতি একমাস অন্তর পেআউট করতে পারবেন পেপাল, পেওনার এবং ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে।

Home page link Media.Net

 

 

৩. PopAds

 

PopAds এর নাম দেখেই বুছতে পারছেন যে এটি পপআন্ডার বা পপ আপ অ্যাড পরিষেবা এবং এরা দাবি করে যে এই ধরণের অ্যাড নেটওয়ার্কের মধ্যে এরা সব থেকে হাই পেয়িং প্লাটফর্ম।

আপনার সাইটে পপঅ্যাডস পরিষেবা ব্যবহার করার জন্য কোনো সর্বনিন্ম ট্রাফিক ও অন্যান্য বাধ্যবাধকতা থাকার প্রয়োজন নেই।

আপনি এখানে রিয়েলটাইম আপনার স্ট্যাটস অর্থাৎ অ্যাডস কিরকম পারফরমেন্স করছে তা চেক করতে পারবেন।google adsense alternatives

আর আপনি পেপাল অথবা অল্টারপে দ্বারা ডেইলি পেআউট করতে পারবেন আপনার ওয়েবসাইট থেকে যদি সর্বনিম্ন ৪ ডলার ইনকাম হয়ে যায়।

যেহেতু এখানে অ্যাড কস্ট গুলি ইম্প্রেশন বেসড হয়ে থাকে তাই ইউসার বা ভিসিটর্সরা যত অ্যাড দেখবে আপনি সেই হিসাবে ইনকাম করতে পারবেন।

 

আমি আপনাদের পরামর্শ দেবো যৌথ ভাবে PopAds ব্যবহার করার অর্থাৎ অন্য কোনো অ্যাড নেটওয়ার্কের সাথে এটি ব্যবহার করার।

এতে আপনি অধিক পরিমান আয় করতে পারবেন আপনার ওয়েবসাইটে অ্যাড দেখিয়ে।

READ MORE:  Back to Life by Emily Lark legit program? Must read

Home page link PopAds

 

 

৪. Infolinks

 

আমাদের লিস্টে পঞ্চম গুগল Adsense এর বিকল্প পালটফর্ম হল Infolinks যাকে ইন-টেক্সট এডভার্টাইসিং এর ক্ষেত্রে এক্সপার্ট ধরা হয়।

ইনফোলিংকস আপনার কনটেন্ট থেকে কীওয়ার্ড সার্চ করে সেই রিলেভেন্ট কীওয়ার্ড অনুযায়ী অটোমেটিক্যালি অ্যাড প্রদর্শন করে।

এবং যখন কোনো ভিসিটর সেই স্পেশাল টেক্সট এর কাছে আসে তখন সেই টেক্সটের প্রাসঙ্গিক বিজ্ঞাপন গুলিই তাকে দেখানো হয়।

এছাড়াও আপনি infolink এর মাধ্যমে সম্পূর্ণ কাস্টমাইজযোগ্য এফেক্টিভ ভিডিও ও ব্যানার অ্যাডও তৈরি করে ব্যবহার করতে পারেন।

ইনফোলিংকস থেকে আপনি নতুন ও পুরানো যেকোনো ব্লগ মনিটাইজ করতে পারেন এর জন্য কোনো সর্বনিম্ন ট্রাফিক বা পেজ ভিউ এর প্রয়োজন নেই।

ইনফোলিংকস আপনাকে প্রতি ৪৫ দিন অন্তর আপনার অ্যাড রেভিনিউ উত্তলোন (সর্বনিম্ন ৫০ ডলার) করার সুযোগ দেয় পেপাল ও পেওনার এর মাধ্যমে।

Home page link Infolinks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *