কী এবং কেন?

কাতার গিয়ে বিশ্বকাপ দেখতে আপনার কত খরচ হবে?

খুব শীগ্রই শুরু হতে যাচ্ছে Greatest Show On Earth ফিফা ফুটবল বিশ্বকাপ। 21 নভেম্বর থেকে 18 ডিসেম্বর হবে এবারের বিশ্বকাপ। অনেকেই আছেন তাদের প্রিয়দলের খেলা দেখতে কাতার যাওয়ার চিন্তা ভাবনা করছেন। এক্ষেত্রে আপনাকে জেনে নিতে হবে কাতার যাওয়া, থাকা খাওয়ার খরচ কত।  

Many people are thinking of going to Qatar to watch their favourite team play. In this case, you need to know the cost of travel, accommodation and food to Qatar.

প্রথমে জেনে নিই ফুটবল ম্যাচের টিকেটের দাম কত? গ্রুপ পর্বের ম্যাচগুলোই টিকেটের মূল্য বাংলাদেশের মুদ্রায় ১৩ হাজার টাকার কিছু বেশি। স্বাভাবিকভাবেই পরের রাউন্ডের ম্যাচগুলোর টিকিটের দাম আরও বেশি হবে।

 

এবার আসি কিভাবে যাবেন। বিমান ছাড়া কাতার যাওয়ার কোনো উপায় নেই। ইকোনমি ক্লাসে বিমান টিকেটের দাম কিছুটা কম পড়বে। জনপ্রতি প্রায় লাখ টাকা হলো বিমান টিকেটের মূল্য। বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, স্বাভাবিকভাবেই টিকিটের দাম আরও বাড়ছে।

আর বিজনেস ক্লাসে গেলে দাম তো আরও বেশি হবেই। 

 

এবার আসি কাতারে আবাসন খরচ কেমন পড়বে? 

 

একজনের জন্য প্রতি রাতের সম্ভাব্য হোটেল খরচ অন্তত ৬০০ ডলার, বাংলাদেশের হিসেবে যা প্রায় ৫২ হাজার টাকার সমান। আর পরিবার নিয়ে থাকতে চাইলে হোটেল খরচ বেড়ে দাঁড়াবে দেড় হাজার ডলারে, অর্থাৎ ১ লাখ ৩০ হাজার টাকার মতো। তবে কাতারে যদি আপনার কোনো আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধব থেকে থাকে, তাহলে অভিনন্দন! আপনার অাবাসন খরচ পুরোটাই বেঁচে যাবে। 

 

এবার আসি খাবার খরচে,, না খেয়ে তো আর থাকবেন না। 

 

রেস্টুরেন্টে খেতে গেলে খরচের মাত্রা বেড়ে দাঁড়াবে ২৫ ডলারে যা বাংলাদেশী মুদ্রায় প্রায় দুই হাজার টাকা। আপনি খরচের মাত্রা দেখে নিজে রান্না করে খেতে চাইলেও খেতে পারেন! 

READ MORE:  পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

 

তবে সুখবর হলো ম্যাচ দেখতে যাওয়ার যাতায়াত খরচ আপনার বেঁচে যাবে। ম্যাচের টিকিট কাটার পরই আপনাকে একটা ‘ফ্যান আইডি’ দেওয়া হবে, যার নাম হলো হাইয়া কার্ড। যে কার্ডটি দেখালে ফ্রিতেই হোটেল থেকে স্টেডিয়ামে যেতে পারবেন বিশ্বকাপ ম্যাচ দেখার জন্য। 

 

তোহ সবকিছু হিসাব করলে দেখা যায়, আপনি যদি কাতারে ২০ দিন থাকেন,  তাহলে আপনার সবকিছু মিলিয়ে খরচ পড়বে ১৪ হাজার ১৭৪২ ডলার যা বাংলাদেশী টাকায় ১৪ লাখ টাকার সমান! স্বপ্নের বিশ্বকাপ দেখতে চাইলে তো একটু খরচ করতেই হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *