নগদ মোবাইল ব্যাংকিং নিয়ে সব তথ্য- nagad mobile banking
Currently, many mobile banking services have been launched to expedite financial transactions, but nagad mobile banking is one of them. Customers have the most opportunities. So today I will share information about cash banking with you and discuss it in detail, let’s get started then.
বর্তমানে অর্থসংক্রান্ত লেনদেন দ্রুত গতিতে সম্পন্ন করার জন্য অনেক মোবাইল ব্যাংকিং সেবা চালু হয়েছে কিন্তু তার মধ্যে নগদ মোবাইল ব্যাংকিং হচ্ছে অন্যতম। গ্রাহকদের সবথেকে বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকে। তাই আজ আপনাদের মাঝে নগদ ব্যাংকিং সংক্রান্ত তথ্য শেয়ার করব এবং এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, চলো তাহলে শুরু করা যাক।
নগদ মোবাইল ব্যাংকিং মুনাফা (nagad Mobile Banking Profit)
নগদ মোবাইল ব্যাংকিং মুনাফা পেতে চাইলে সবার আগে আপনাকে একটি নগদ একাউন্ট খুলতে হবে। আর এই মুনাফা অপশনটি চালু করার জন্য আপনাকে যা করতে হবে- প্রথমে আপনি যখন নগদ একাউন্ট ওপেন করবেন তখন একটি মুনাফা অপশন দেখাবে। সেটি অন করার পর একটি নগদ অ্যাকাউন্ট খুললে আপনারা সে অ্যাকাউন্টে অর্থ জমা রাখার পর থেকে মুনাফা যোগ হতে শুরু করবে।
নগদ মোবাইল ব্যাংকিং সঞ্চয় হার (nagad Mobile Banking Savings Rate)
নগদ মোবাইল ব্যাংকিং সেবা থেকে মুনাফা পাওয়ার জন্য প্রথমে সঞ্চয় করতে হবে। সঞ্চয়ের উপর মুনাফা প্রদান করা হয়।
এ সংক্রান্ত সকল তথ্য নিম্নে দেয়া হল। যাতে করে আপনারা নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখার ফলে নির্দিষ্ট পরিমাণ মুনাফা পেতে পারেন।
- আপনার নগদ একাউন্টে টাকার পরিমান ০-১,০০০ টাকা থাকে তাহলে আপনি কোন মুনাফা পাবেন না।
- আপনার একাউন্টে যদি ১,০০১-৫,০০০ টাকা থাকে তাহলে আপনি সেই টাকার উপর ৫% হারে মুনাফা পাবেন।
- এছাড়াও আপনার একাউন্টে যদি ৫,০০১-৩,০০,০০০ টাকা থাকে তাহলে আপনি সেই টাকার উপর ৭.৫% হারে মুনাফা পাবেন।
এখানে আপনি যে মুনাফার হার দেখতে পাচ্ছেন সে মুনাফার আপনারা বাৎসরিক হিসেবে পাবেন। কিন্তু এক বছরের মুনাফা গুলো প্রতি মাসে যে অংশ আসবে সেটি আপনারা প্রতিমাসে পেয়ে যাবেন।
নগদ মোবাইল ব্যাংকিং মুনাফা হিসাব (nagad Mobile Banking Profit Account)
আপনাদের বোঝার সুবিধার্থে আমরা একটি উদাহরণের মাধ্যমে নগদ মোবাইল ব্যাংকিং মুনাফা হিসাবটি সম্পূর্ণ পরিষ্কার একটি ধারণা দিচ্ছি। যাতে করে আপনারা খুব সহজেই এই মুনাফা সংক্রান্ত হিসাব ঠিক বুঝতে পারেন।
উদাহরণস্বরূপ,
আপনি নগদ একাউন্টে ১০,০০০ টাকা জমা রেখেছেন। আর এই ১০,০০০ টাকার ওপর ৭.৫% হারে মুনাফা পাবেন। তার মানে হচ্ছে আপনি প্রতি ১০০ টাকায় ৭.৫ টাকা পাবেন।
ধরা যাক,
১ টাকায় পাবেন (৭.৫/১০০)= ০.০৭৫ টাকা
তাহলে হে ১০,০০০ টাকায় পাবেন (১০০০০/০.০৭৫)= ৭৫০ টাকা।
এখানে ৭৫০ টাকা আপনি বাৎসরিক হিসাবে নগদ মোবাইল ব্যাংকিং সেবা হতে মুনাফা পাবেন। আর যখন আপনি প্রতিমাসে পাবেন তখন এই টাকার পরিমাণ দাঁড়াবে। (৭৫০/১২)= ৬২.৫ টাকা ।
সুতরাং আপনি এক বছরে ১০,০০০ টাকার ওপর পাবেন ৭৫০ টাকা এবং আর এই ৭৫০ টাকা প্রতি মাস হিসেবে পাবেন ৬২.৫ টাকা।
নগদ মোবাইল ব্যাংকিং মুনাফা পাওয়ার শর্ত (nagad Mobile Banking Condition for Profit)
আপনি যদি Nagad mobile banking সেবা ব্যবহার করে মুনাফা পেতে চান তাহলে অবশ্যই নির্ণয়ের শর্ত গুলো আপনাকে পালন করতে হবে নতুবা আপনি কোন মুনাফা পাবেন না।
- Nagad mobile banking মুনাফা পাওয়ার জন্য কমপক্ষে আপনাকে প্রতিমাসে দুটি লেনদেন সম্পন্ন করতে হবে
- লেনদেন সম্পন্ন করার পর দিন শেষে মাসজুড়ে আপনার একাউন্টে কমপক্ষে ১,০০০ টাকা রাখতে হবে।
- প্রতি মাসে আপনার একাউন্টে টাকা থাকবে সেটা কার উপর আপনার মুনাফার পরিমাণ হিসাব করা হবে।
- এছাড়া সরকারি সকল নিয়ম কানুন মেনে ট্যাক্স এবং ভ্যাট কেটে নেওয়ার পর বছরে দুই বার আপনার অ্যাকাউন্টের মুনাফার অর্থযুক্ত করে দেওয়া হবে।
নগদ মোবাইল ব্যাংকিং হেল্পলাইন নাম্বার (nagad Mobile Banking Helpline Number)
আপনি যখন নগদ মোবাইল ব্যাংকিং সেবা গ্রহণ করবেন তখন আপনার বিভিন্ন সময়ে Nagad mobile banking সংক্রান্ত তথ্য জানার জন্য অথবা কোন সমস্যায় পড়লে সেই সমস্যা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য তাদের সহযোগিতার প্রয়োজন।
তাদের সহযোগিতার জন্য আপনারা বেশ কয়েকটি পথ অবলম্বন করতে পারেন। তার মধ্যে সবচেয়ে সহজ পথ হচ্ছে আপনি তাদের হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করা। নিম্নে তাদের হেল্পলাইন নাম্বার উল্লেখ করা হলো এবং সাথে আপনারা কোন কোন পদ্ধতিতে তাদের সাথে যোগাযোগ করতে পারেন সেগুলো সম্পর্কে অবগত করা হলো।
- Nagad mobile banking হেল্পলাইন নাম্বার 096 096 16167
- নগদ মোবাইল ব্যাংকিং নিজস্ব ওয়েবসাইট nagad.com
- Nagad mobile banking ইমেইল এড্রেস [email protected]
- নগদ মোবাইল ব্যাংকিং কল সেন্টার 16167
- Nagad mobile banking ফেসবুক পেজ Nagad
Nagad mobile banking প্রশ্ন উত্তর
১. নগদ একাউন্ট খোলার জন্য কোন অর্থ প্রদান করতে হয় কি?
উত্তরঃ নগদ একাউন্ট খোলার জন্য কোন অর্থ প্রদান করতে হয় না। একদম ফ্রিতে আপনাদের প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে নগদ একাউন্ট খুলতে পারবেন।
২. নগদ একাউন্ট খোলার জন্য কোন কাগজপত্র প্রয়োজন হয় কি?
উত্তরঃ নগদ একাউন্ট খোলার জন্য অবশ্যই আপনার জাতীয় পরিচয় পত্র প্রয়োজন হবে। জাতীয় পরিচয় পত্রের ছবি সংযুক্ত করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। আপনার ছবি ভেরিফিকেশনের জন্য আপনার নিজের ছবি তুলে দিতে হবে।
৩. নিয়মিত নগদ অ্যাকাউন্ট ব্যবহার করলে মুনাফা অর্জন সম্ভব?
উত্তরঃ নগদ একাউন্ট ব্যবহার করে মুনাফা অর্জন সম্ভব হবে। তবে অবশ্যই আপনার একাউন্টে ১০০০ টাকা রাখতে হবে এবং সেই সঞ্চয় এর উপর মুনাফা আপনাকে দেয়া হবে।
৪. নগদ একাউন্ট কর্তৃক মুনাফা পেতে চাইলে শর্তগুলো একান্ত প্রয়োজন আছে কি?
উত্তরঃ নগদ একাউন্ট কর্তৃক মুনাফা পেতে চাইলে অবশ্যই এর পূর্ববর্তী শর্তগুলো মেনে চলতে হবে নতুবা আপনি কোন মুনাফা পাবেন না।
৫. নগদ গ্রাহকদের মুনাফা কোন হিসাবে দিয়ে থাকেন?
উত্তরঃ নগদ গ্রাহকদের সঞ্চয় এর পরিমাণের ওপর প্রদান করে থাকে। তাদের এই মুনাফিক হিসেবে হয়ে থাকলেও প্রতি মাসে তারা এক বছরের মুনাফা করে দিয়ে থাকে।