মনের অজান্তেই করে যাচ্ছেন শিরক?
Shiroq। Haram। Islamic rules। Causes of shiroq। Quran । Hadis। Hadith। Allah। Muslim। Halal। Islam।
শিরক নামাজ, রোজা, হজ্জ, দানের মতো বড় বড় ইবাদতকে এটা ধ্বংস করে দেয়। আর শেষ ফলাফল হলো স্থায়ী ভাবে জাহান্নামে অবস্থান।
আল্লাহ্ ব্যতীত অন্য কারো নামে কসম করা শিরক।
__(আবু দাউদ :৩২৩৬, ইফা)
কোন কিছুকে শুভ-অশুভ লক্ষণ বা কুলক্ষণ মনে করা শিরক।
__(বুখারি:৫৩৪৬,আবু দাউদ:৩৯১০)
মাজার ও কোন পীর-ফকির কিংবা কারো নিকট সিজদা দেয়া শিরক।
__(সূরা জিন:২০, মুসলিম :১০৭৭, আবু দাউদ, মুওাফাকুন আলাইহি)
আল্লাহ্ ছাড়া অন্য কারো বা যেকোন পীর-আওলিয়া কিংবা মাজারের নামে মানত করা শিরক।
__(সহীহ বুখারি: অধ্যায়:তাকদির)
কেউ পেছন দিক থেকে ডাক দিলে কিংবা নিজে যাএার সময় পিছন ফিরে তাকালে যাত্রা অশুভ হয় এই ধারণা বিশ্বাস করা শিরক।
__(বুখারি,আবু দাউদ :৩৯১০)
কোন বিপদে পড়ে আল্লাহকে বাদ দিয়ে “ও মা,ও বাবা” ইত্যাদি বলে এই রকম গায়েবি ডাকা শিরক। বিপদে পড়লে “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন” বলতে হয়।
__(সূরা বাকারাহ:১৫৬)
তোর ভবিষ্যত অন্ধকার,’তোর কপালে বহুত কষ্ট আছে, এই ধরনের গায়েবি কথা কাউকে বলা শিরক।
__(সূরা নমল:৬৫,আল জিন :২৫-২৬,আনাম:৫৯)
হোঁচট খেলে কিংবা পেচা ডাকলে সামনে বিপদ আছে এই ধারনা শিরক।
__(সূরা আনাম:১৭,ইউনুস :১০৭)
রোগ ব্যাধি বা বিপদ-আপদ থেকে রক্ষা পেতে শরীরে পিতলের বালা, শামুক, ঝিনুকের মালা, সুতা, কিংবা যেকোন প্রকারের বস্ত লটকানো শিরক।
__(তিরমিযী, আবু দাউদ ও হাকেম)
সকালে বেচাকেনা না করে কোন কাষ্টমারকে বাকি দিলে কিংবা সন্ধ্যার সময় কাউকে বাকি দিলে ব্যাবসায় অমঙ্গল হয় এই ধারনা করা শিরক।
__(আবু দাউদ :৩৯১০)
সফলতা কিংবা মঙ্গল লাভের জন্য এবং অমঙ্গল থেকে রক্ষা পেতে যেকোন প্রকার আংটি ব্যবহার করা শিরক।
__(সূরা আনাম:১৭,ইউনুস:১০৭)
যে কোন জড় বস্তুকে সম্মান দেখানো তথা তাযীম করা বা তার সামনে নিরবতা পালন করা শিরক।
__(সূরা বাকারাহ:২৩৮, আহকাফ:৫, ফাতহুল বারি ৭/৪৪৮,আবু দাউদ :৪০৩৩)
আল্লাহর ছাড়া অন্য কারো সন্তষ্টি অর্জনের জন্য কিংবা লোক দেখানো ইবাদত করা শিরক।
__(সূরা আনআম:১৬২,বাইয়িনাহ:৫, কাহফ:১১০, আলি ইমরান:৬৪, ইবনে মাজাহ হা নং ৫২০৪)
আল্লাহ্ ব্যতীত কোন গণক বা অন্য কেউ গায়েব জানে এই কথা বিশ্বাস করা শিরক।
__(সূরা নমল:৬৫,আল জিন:২৬,আনাম:৫৯)
পায়রা/কবুতর উড়িয়ে শান্তি কামনা করা শিরক, কারণ শান্তিদাতা একমাত্র আল্লাহ্
__(সূরা হাশর:২৩)
আল্লাহর ছাড়া কোন পীর আওলিয়া এবং কোন মাজারের নিকট দোয়া করা বা কোন কিছু চাওয়া শিরক।
__(সূরা ফাতিহা :৪, আশ
শোআরা:২১৩, গাফির:৬০, তিরমিযী)
”আপনি চাইলে এবং আল্লাহ্ চাইলে এই কাজটি হবে”এই কথা বলা শিরক
আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এই সব শিরকী কথা বলা থাকে হেফাজত করুক।