চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের চাঁদপুর জেলায় অবস্থিত বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়।

২০১৯ সালের ২৩ ডিসেম্বর চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০১৯ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা। সংসদে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে বিল পাস হয় ২০২০ সালের ৯ সেপ্টেম্বর । অধ্যাপক ড. মোঃ নাছিম আখতার এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এর দায়িত্ব পালন করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. নুর-ই-আলম স্বাক্ষরিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার প্রজ্ঞাপনে জানানো হয়, তিনি ২৫ শে জানুয়ারি ২০২১ সাল থেকে চাঁবিপ্রবির উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পান।

 

অবস্থান

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেলা শহর থেকে ৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত চাঁদপুর–হাইমচর উপজেলা সড়কের ঠিক পুবর্পাশেই নিরীবিলি ও শান্ত পরিবেশে চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর গ্রামে ৬০ একর জায়গা জুড়ে অবস্থিত।

 

প্রারম্ভিক বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স সমূহ

বিএসসি (ইঞ্জি.) : কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (CSE)
বিএসসি (ইঞ্জি.) : তড়িৎ ও যান্ত্রিক প্রকৌশল (EEE)

প্রস্তাবিত

বিএসসি (ইঞ্জি.) : পুরকৌশল (Civil Engineering)
বিএসসি (আর্ক.) : স্থাপত্য (Architecture)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *