কবিতাসাহিত্য

‘বাংলা চিরজীবী হোক’

ভাষার জন্য জীবন দিল 

আমার শত ভাই,

বললো ওরা-“রাষ্ট্র ভাষা –

বাংলা চাই,বাংলা চাই”।

উর্দুতো নয়,বাংলা হল 

আমার মায়ের ভাষা;

এই ভাষাতে প্রকাশ করি

 সব অনুভব,আশা।

অন্য ভাষা চর্চা করে 

আশ মিটেনা মনের,

তাই এ ভাষা রক্ষা করব

 বিনিময়ে প্রাণের।

রফিক, সালাম,বরকতসহ 

শত শহীদের রক্তে ;

রঞ্জিত হল রাজপথ,

 বায়ান্নের ২১ তারিখে।

তাঁদের সেই আত্মত্যাগে 

আজো বাংলায় কথা বলি,

বাংলায় হাসি,বাংলায় গাই,

বাংলার পথে চলি।

এই বাংলায় আউল-বাউল,

লালন, কিষাণ, মাঝি-

গান গেয়ে যায় মনের সুখে;

রাখাল বাজায় বাঁশি।

ফেব্রুয়ারির ২১ তারিখ 

মাতৃভাষার দিন;

সারাবিশ্বে মায়ের ভাষাকে 

ভালবাসার দিন।

বাংলা ভাষায় কথা বলে আজ,

বিশ্বে বহু লোক ;

সোনার বাংলা ভরে উঠুক সোনায়,

বাংলা ভাষা চিরজীবী হোক। 

লেখক,

শ্রাবন্তী বড়ুয়া

READ MORE:  বদ জ্বীনের গল্প -পর্ব -১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *