কবিতা

সেরা 50+প্রেমের কবিতা | Bangla Premer Kobita

প্রেমের কবিতা – Bangla Premer Kobita আজকের পোষ্টে থাকবে কিছু অসম্ভব সুন্দর প্রেমের কবিতা, ভালোবাসার কবিতা (Bangla Premer Kobita), রোমান্টিক প্রেমের কবিতা, ফুল নিয়ে প্রেমের কবিতা, আধুনিক প্রেমের কবিতা, ছোট প্রেমের কবিতা সমগ্র, প্রেমের ছড়া, মিষ্টি প্রেমের কবিতা, ভালোবাসার প্রেমের কবিতা।

 

প্রেমের কবিতা ও ভালোবাসার কবিতা (Premer Kobita)

 

 

premer kobita: আপনার নিশ্চই একজন ভালোবাসার মানুষ রয়েছে। তাই অপনার ভালোবাসার মানুষটাকে খুশি করার জন্য ভালোবাসার বা প্রেমের কবিতা খুজছেন, তাই না? তাহলে আপনি সঠিক স্থানেই এসেছেন। আজ আমারা আপনার ভালোবাসার মানুষটার জন্য কিছু সুন্দর সুন্দর প্রেম বা ভালোবাসার কবিতা উপহার দিব। এই প্রেমের ভালোবাসার কবিতা গুলো আপনার প্রেমকে আরও রোমান্টিক করে তুলবে। 

আপনি যেহেতু প্রেম করেন সেহেতু আপনার প্রেমের মানুষটাকে খুশি করার জন্য প্রেমের সুন্দর সুন্দর কবিতা বিভিন্ন জায়গায় খোজাখুজি করেন। কারন, প্রেমে পড়লে অনেকের ভিতরে কবি হওয়া স্বাদ জাগে। আজ কিছু সেরা প্রেমের কবিতা শেয়ার করব। যেগেুলো পড়ার পর আপনার প্রেমিক বা প্রেমিকার মনে আপনার প্রতি ভালোবাসা বেড়ে যাবে।

 

প্রেম কবিতা (Premer Kobita) :

 

 

চাঁদ সুন্দর, ফুল সুন্দর, আরও সুন্দর তুমি
তোমায় পেয়ে দুনিয়াতে সব পেয়েছি আমি।।
মায়াবী চাঁদের সনে,
চামেলী জাগিয়ছে বনে।
তোমার কথা থেমে থেমে
পড়েছ আমার মনে।
ভুল করে যদি ভালবেসে থাক
ক্ষমা করিও মোর অপরাধ
নিঃস্ব এ প্রাণে জেগেছিল কেন
ভালোবাসার স্বাধ।
আকাশ সুন্দর চন্দ্র তারায়
বাগান সুন্দর ফুলে,
আমি সুন্দর তোমার প্রেমে
যদি না যাও ভুলে।
ব্যথার দান এ পত্র খানা
রাখিও ইহার মান,
আমি বড় তুমি প্রাণ
তাই ফিরে আসার করছি আহব্বান।

💖রোমান্টিক প্রেমের কবিতা (Premer Kobita):

 

 

মনটা দিলাম তোমার হাতে,,,,,,,,,,,যত্ন করে রেখো।
হ্রদয় মাঝে ছুট্ট করে আমার ছবি একো।
স্বপ্নগুলো দিলাম তাতে,,,,,,,,,,,,আর ও দিলাম আশা।
স্বপ্নের মতো সাজিয়ে নিও আমার ভালবাসা।
——————————————————-
স্বপ্ন আমার নীল আকাশে উড়ে,,,,,,,,
আজ গান বেধেছি তোমার দেয়া সূরে।
জানি আমি,,,, তুমি এখন অনেক খানি দূরে,,,,,,,
তবুও তুমি আছো আমার অন্তর জুড়ে।
——————————————————-
ভালোাবাসা বাগানের ঝরে যাওয়া ফুল,,,,,,,,,,,
আর, ভালোবাসি মেঘলা নদীর কুল।
ভালোবাসি উড়ন্ত এক ঝাঁক পাখি,,,,,,,,,,
আর, ভালোবাসি তোমার ওই দুই নয়নের আঁখি ।
——————————————————-
রূপকথার রানী তুমি ২ নয়নের আলো…………..
সারা জীবন এমনি করে বেসে যাব ভালো।
তুমি আমার জীবন মরণ,আমার জীবন সাথী…..
তোমায় ছেড়ে একলা বল কেমন করে থাকি। 
আই লাভ ইউ। 
——————————————————-
শুভ শুভ শুভ দিন! মনে রেখ চির দিন…………..
কষ্ট গুলো দূরে রেখ….. স্বপ্ন গুলো পুরন করো। 
ভালো ভালো স্বপ্ন দেখো, আমার কথা সারাজীবন মনে রেখো। 

ভালোবাসার কবিতা:💞

খুজে দেখো তোমার মাঝে,,,,,, আছি আমি স্বপ্নের সাঁজে…….
তোমার ওই চোখের তারায়, লাখ স্বপ্ন এসে দাঁড়ায়।
সুখের সে স্বপ্নের মাঝে পাবে সারাজীবন তুমি আমায়।
——————————————————-
এক-টু কানে শুনো…… একটু আমায় জানো…….
এক-টু সময় দিয়……. একটু খবর নিয়ো……
এক-টু যখন একা….. এক টু দিয়ো দেখা…….
এক-টু নিয়ো খোঁজ….. একটু ভেবো রোজ…….
এক-টু আমায় ডেকো…… ভীষন ভালো থেকো।। 
——————————————————-
কিছু কিছু কথা আর কিছু পরিচয়…..
মনে মনে চুপি চুপি ধূলা দিয়ে যায় । 
কিছু কিছু মুখের হাসি,.,,,,,,
বলে যায় ভালোবাসি,,,,,,,,,,
ভরে যায় খুশিতে, তখনি হ্রদয়। 
——————————————————-
যদি বউ সাজোঁ গো,,,,,,
আরও সুন্দর লাগবে গো,,,,,,
যদি রাজি থাকো গো……
এখনি বিয়ে করবো গো,,,,,,,
——————————————————-
একটা কথা বলি তোমায়……….শোনো কানে কানে
সারা জীবন সারাক্ষন………… থাকো আমার প্রাণে
ভালোবাসা কেনো এমন হয়………… তোমার আশায় কেন মন পড়ে রয়।
শুধু স্বপ্ন সাজাই চোখের পাতায়,,,,,,,,

আধুনিক প্রেমের কবিতা:💗

 

তত টুকু দিও,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
যার পরে, আর কিছু চাইবার বাকি না থাকে।। 
তত টুকু নিও,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
যার পার, আর কিছু চাইবার ফাঁকি না থাকে।।
——————————————————-
বৃষ্টি ভেজা আমার আকাশ………মনটা তাই উদাস উদাস। 
মেঘের সাথে মিষ্টি কথন,,,,,,, দুই নয়নে অঝর শ্রাবন। 
আমি আছি যেমন তেমন————-বল তুমি আছ কেমন?
মিস ইউ জানু। 
——————————————————-
ফুল দিও,,,,,,,,,,, পাতা দিও
কালি দিও না…………….
আস্থে আস্তে কিস দিও,,, কামড় দিও না। 
তুমি ফুল,,,,,,,,,,,,, আমি কলি,,,,,,,,,,
নাম্বার দাও,,,,,,,,,,,,, কথা বলি,,,,,,,,,
তুমি চাঁদ,,,,,,,,,,,,,, আমি আলো,,,,,,,
তোমাকে আমার লাগে ভালো। 
তুমি মেঘ,,,,,,,,, আমি বৃষ্টি,,,,,,,,,,,,,,,,
তোমার জন্য আমার সৃষ্টি। 
——————————————————-
ফাগুন মাসে কোকিল ডাকে,,,,,
ডোমুর বসে ফুলে!!!!!
সখী তোমার প্রেম চাই আমার যৌবৈন কালে। 

ছোট প্রেমের কবিতা:💕

 

বন্দু আমার প্রেমের দেশে……
থাকো অনেক দুরে,,,,,,,,
মনের ডানায় দুরের দেশে,,,,,,,,
উড়ে যাই দুরে। 
——————————————————-
পরানে আগুন দিয়া দরদী,,,,,,,,,
পুড়লি আমার অন্তর,,,,। 
পোড়া অন্তরে রাখি তরে,,,,,,,
একঘরে বসবাস অনন্তর…..। 
——————————————————-
তুমি আমার মনের রাধা,,,,,
আমি কৃষ্ণ মাধূরায়,,,,। 
প্রেমের জোয়ড় বাইছো বুকে……
উজান ভাটির যমুনায়। 
——————————————————-
তোমার প্রেমে পুড়ে আমার 
দেহ করলাম মাঠি,,,,,,,,।
তোমার প্রেমে পুড়ে আমার
প্রেমে হলো খাটিঁ…..। 
——————————————————-
শীতের কালে ভালো লাগে
নরম গরম পিঠা,,,,,
যৌবন কালে প্রেমের মজা
লাগে অনেক মিঠা। 

ভালোবাসার কবিতা: 💖প্রেমের কবিতা:

 

চুমু দলিাম তোর অন্তরে,,,,,,,,,, যেখায় আমায় রাখিস। 
আমার কথা মনে হলে,,,,, অন্তর খোলে রাখিস। 
——————————————————-
মেঘের শেষে ফাগুন আসে,,,,,,
গাছে ফুটে ফুল। 
ফুলের বসে মধুর রসে,,,,,,
ভ্রমর হয় ব্যকুল। 
——————————————————-
তোমার জন্য  পড়ান পোড়ে
মন রয়না ঘরে……..
তুমি আছো এই দেহান্তরে
আমার অন্তর জুড়ে। 
——————————————————-
বুকের খাচায় প্রেমের পাখি
বন্ধি করে রাখি……
মনে পড়লে পাখির কথা
পড়ান খোলে দেখি। 
বুকের মাঝে বইছে ঝড়
কাপছে এই অন্তর…..
মন দিলাম সখী তরে
ভোঙ্গনা মনের ঘর। 

অসম্ভব সুন্দর প্রেমের কবিতা

 

ওই দেখা যায় প্রেম গাছ,,,,,,,, ওই আমাদের আশা। 
ওই খানেতে বাস করে আমার ভালোবাসা। 
ভালোবাসা তুই চাস কি ???
মনের মতো মন পাছ কি?
একটা যদি পাছ, আমায় খবর দিয়ে যাছ। 
—————————————————————————–
আমার কাছে চাবি আছো
খোলবো তোর থালা
বন্ধ থালা খূলে দিয়ে 
মিঠাবো মনের জ্বালা। 
—————————————————————————–
গাড়ি চাইনা,,,, বাড়ি চাইনা 
চাইনা কোন ধন
তোমার কাছে চাই বন্ধু 
তোমার সুন্দর মন। 
—————————————————————————–
শুধু আছো তুমি তাই.,….. আমি কথা খুঁজে পাই।
দূর হতে আমি তাই….. তোমায় দেখে যাই। 
তুমি হালকা হাসো তাই….,,,,,, আমি চন্দ্রের মিষ্টি আলো পাই।। 
—————————————————————————–
চার দেয়ালে বন্ধী আমি,,,,,, উড়াল আমার মন
মনটা আমার উড়ে উড়ে
খোজে তোমায় সারাক্ষন। 
READ MORE:  একটা নির্ঘুম রাত - কবিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *