আধার রাতের চাঁদ যে তুমি লিরিক্স
আধার রাতের চাঁদ যে তুমি,
তুমি ভুরের আলো!
তোমায় যখন দেখি আমার,
মন হয়ে যায় ভালো।
আধার রাতে চাঁদ যে তুমি,
তুমি ভোরের আলো
তোমায় যখন দেখি আমার
মন হয়ে যায় ভালো।
ওগো মা ওগো মা, অগো মা ওগো মা…
যাদু মাখা মুখটি তুমার দেখলে ভরে মন।
আদর করে ডাকো যখন অরে খুকা শোন,(২)
বলো যদি ছাড়বো সবই তুমায় ছাড়বো না!
আর কারু কুলেতে মাগো এ প্রান জুরায় না,
ওগো মা ওগো মা, অগো মা ওগো মা…
তোমার মতো এতো আদর কেউতো করে না
সবার থেকে প্রিয় তুমি তুমিই আমার মা (২)
চলে যদি যাও কখনো রেখে যেয়ো না
মন বলে মা তোমায় ছাড়া আমি বাচবনা
ওগো মা ওগো মা, অগো মা ওগো মা…
আধার রাতের চাঁদ যে তুমি,
তুমি ভুরের আলো!
তোমায় যখন দেখি আমার,
মন হয়ে যায় ভালো।
আধার রাতে চাঁদ যে তুমি,
তুমি ভোরের আলো
তোমায় যখন দেখি আমার
মন হয়ে যায় ভালো।
ওগো মা ওগো মা, অগো মা ওগো মা…
কথা ও সুর: সাইম আল হাসান
When I initially commented I clicked the “Notify me when new comments are added” checkbox and now each time a comment is added I get several emails with the same comment. Is there any way you can remove people from that service? Cheers!