ইসলামইসলামিক গজল

বাংলাদেশের সেরা ১০টি গজল

আজকে আমরা আলোচনা করবো বাংলাদেশের সেরা ১০টি গজল নিয়ে। গজল গুলো শুনলে এক অন্যরকম অনুভূতি কাজ করে।

 

বাংলাদেশের সেরা ১০টি গজল

 

১. নামাজ

 

এটি নামজ নিয়ে রিদয়স্পশী একটি ইসলামিক সংগীত ও গজল। গজলটি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। গজলটি প্রথম ইউটিউবে আপলোড করা হয় ২ আগষ্ট ২০১৯ সালে Ettihed ইউটিউব চ্যানেলে। এই নামজ গজলটি গায়ক হচ্ছেন jahidullah jami। গজলটিতে এই পর্যন্ত ১৫২ মিলিয়ন ভিউ হয়েছে। বর্তমানে ও গজলটি ব্যাপক জনপ্রিয়। 

 

২. এলো খুশির ঈদ 

 

রোজা শেষ ইদ এলে আমরা এই গজলটি অনেক বার শুনি। এলো খুশির ঈদ গজলটি  আপলোড করা হয় ২ জুন ২০১৯ সালে। এলো খুশির ঈদ গজলটি সাত জন গায়ক ছিল যেমন sakib, jahid, khalid, galib, abdullah, Nasrallah, hujaifa। এই গজলটি holy tune ইউটিউব চ্যানেল আপলোড করা হয়। বর্তমানে এই গজলে ৪২ মিলিয়ন ভিউ হয়েছে। 

 

৩. হাসবি রাব্বী 

 

হাসবি রাব্বী ইসলামি সংগীত ও গজল এটি বাংলাদেশের জনপ্রিয় একটি গজল। এটি বাবা ও মেয়ের ডুয়েট গজল। এটি মনো মুগ্ধকর একটি গজল। আপনি গজলটি একবার শুনলে বার বার শুনতে ইচ্ছে করবে। গজলটি গায়ক হচ্ছেন Abdul Awal and Humaira Afrin Era। গজলটি ৩০ মে ২০১৮ সালে Hasnahena Afrin official ইউটিউব চ্যানেল আপলোড করা হয়। গজলটি এই পর্যন্ত ৬৪ মিলিয়ন ভিউ পেয়েছে। 

 

৪. তুমি যষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল 

 

বন্ধুরা আমাদের তালিকা চার নাম্বার গজলটি তুমি যষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল। অসাধারণ একটি গজল। অনেক পুরোনো একটি গজল। গজলটি গায়কের কন্ঠ অনেক সুন্দর। কিন্তু বর্তমানে ছোট বড় ছেলে মেয়ে বিভিন্ন ভাবে গজলটি ইউটিউবে আপলোড করতেছে। Life of Islam pro ইউটিউব চ্যানেল ১০ ফেব্রুয়ারি ২০২০ সালে গজলটি আপলোড করে। এই পর্যন্ত গজলটিতে ৫৫ মিলিয়ন ভিউ হয়েছে। 

READ MORE:  ঈদুল আজহার নামাজের নিয়ম ও নিয়ত

 

৫. ও মদিনার বুলবুলি 

 

আমার প্রিয় গজল গুলোর মধ্যে এটি অন্যতম। এই গজলটি শুনলে আপনার মনের ভিতরে অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়। অনেক পুরোনো একটা গজল গজলটি সব সময় জনপ্রিয় ছিল বর্তমানে ও আছে। সময়ের সাথে বিভিন্ন রকমের গায়ক বিভিন্ন ভাবে গজলটি গেয়েছেন। 

 

কিন্তু বর্তমানে holy tune চ্যানেলে ১৩ জুন ২০১৬ সালে ইউটিউবে আপলোড করা গজলটি বর্তমানে জনপ্রিয়। গায়ক হিসেবে আছে kalarb child group। তাদের গাওয়া গজলটি এই পর্যন্ত ৪.৬ মিলিয়ন ভিউ পেয়েছে। 

 

৬. লা ইলাহা ইল্লাল্লাহ 

 

চমৎকার একটি গজল। গজলটি আপনি শুনে দেখতে পারেন। গজলটি শুনলে আপনার কাছের অন্য রকম অনুভূতি লাগবে। গজলটি গায়ক হচ্ছেন Ariful Haque Fahim, namme Ahammed, এই দুই জন গায়ক। ৯ অক্টোবর ২০১৮ সালে sobujkuri TV ইউটিউব চ্যানেল আপলোড করা হয়। আপলোড করার পর থেকে এখন পর্যন্ত গজলটিতে ভিউ হয়েছে ২১ মিলিয়ন হয়েছে।

 

৭. ওগো মা 

 

মা শব্দটা অন্য সব শব্দ থেকে আলাদা। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ নেই। মা অন্য সবার থেকে আলাদা হয়। মায়ের মতো কেউ আর ভালোবাসতে পারে না। মা সব সময় তাদের সন্তানদের সব সময় সকল বিপদ থেকে আগলে রাখে। তাই আমাদের তালিকা সাত নম্বর গজলটি মাকে নিয়ে।

 

 একটি চমৎকার গজল শুনলে খুব ভালো লাগবে। গজলটি গায়ক হচ্ছেন sadman sakib, ১৮ অক্টোবর ২০১৯ সালে tune hut ইউটিউব চ্যানেলে গজলটি আপলোড করা হয়। গজলটিতে এই পর্যন্ত ভিউ হয়েছে ১২০ মিলিয়ন। 

 

৮. তুমি কেমন মুসলমান 

 

দারুন একটি গজল বন্ধুরা। গজলটি গায়ক হচ্ছেন Sayed Ahammed, একজন মুসলমান নামাজ পরা রোজা রাখা যাকাত দেওয়া ইত্যাদি যারা করে না তাদের জন্য এই গজলটি তৈরি করা হয়েছে। আমাদের সকলের উচিত এই কাজ গুলো করা। holy tune ইউটিউব চ্যানেলে ১ মার্চ ২০২০ সালে গজলটি আপলোড করে হয়। এই পর্যন্ত গজলটিতে ২১ মিলিয়ন এর ও বেশি ভিউ হয়েছে। 

READ MORE:  ফাতিহা ইয়াজদাহম আসলে কি?

 

৯. আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও

 

মা হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর মানুষ। মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। এই গজলটি ও মাকে নিয়ে। অসাধারণ একটি গজল এটি সহত শুনবেন তত ভালো লাগবে আপনার মনটা ভরে যাবে। shahabuddin Shihab official ইউটিউব চ্যানেলে গজলটি আপলোড করা হয়েছে ২২ ফেব্রুয়ারি ২০২০ সালে। ২৮ মিলিয়ন ভিউ হয়েছে এই পর্যন্ত। 

 

১০. ক্ষমা করে দাও মাফ করে দাও 

 

বন্ধুরা আমাদের তালিকা সবশেষে গজলটি হচ্ছে ক্ষমা করে দাও মাফ করে দাও। গজলটি আপনি যত বার শুনবেন আপনার তত বার অন্য রকম ভালো লাগা শুরু হবে। গজলটি এই পর্যন্ত ভিউ পেয়েছে ৪৭ মিলিয়ন। ২৪ জানুয়ারি ২০১৫ সালে Halal entertainment ইউটিউব চ্যানেলে। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *