কবিতাসাহিত্য

প্রেমের শেষ – কবিতা

লেখক,

মোঃ রিয়াজুর রহমান রিয়াজ 

 

প্রিয়, ও প্রিয়, সেই প্রিয়

শব্দটা খুব চেনা, তাই না??

হবেই না বা কেনো!

প্রতিদিন আমতলা, জামতলা,বটতলা

কত তলাতেই যে এ প্রিয় গুলোর মিলনমেলা ঘটে।

কখনো হাতে ফুল,কখনোবা ডায়েরি।

যাতে প্রেমিক তা প্রেমিকার কানে গুজে দেয়, 

নয়তো প্রেমিকার নামে ফুলঝুড়ি সাজিয়ে রাখে ডায়েরিতে। 

কারো প্রেম প্রেমিকার চোখে,কারো আবার চুলে,

কেউ যদি প্রেম করে প্রেমিকের ঠোঁটে 

তো কেউ আবার তার ধনে।

প্রেম আর শেষ হয় না আমাদের সমাজে।

হরেক রকমের প্রেম সাথে হরেক রকমের গল্প।

কোন গল্পের ওই থেকে ওগো পর্যন্ত 

তো কোনটাতে আবার হাজার ঘন্টা পর দেখা মিললেও 

দেখে না দেখার ভান করে এড়িয়ে চলা।

কোনটাতে দুজন দুবেলা খেয়ে না খেয়ে সাথে থাকা

তো কোনটাতে দুজন দুই পৃথিবীর 

দুই ক্ষুদার্থ বাঘ বাঘিনী।  

সে ক্ষুধা খাদ্যের নয়।

শুধু প্রেমের, শুধুই ভালোবাসার..

কি ভাবছেন!!প্রেম শেষ তাদের??

নাহ,একদম না।

একজন সিগারেটের ধোয়ায় তারে খোঁজে 

অপরজন অন্যরে খুশি করে নিজের অজান্তেই চোখের জলে বালিশ ভেজায়।

তবু প্রেম তাদের শেষ হয় না।

হয়তো কোন এক বিকেলে

বিধাতা তার অপার মহিমায় মিলিয়ে দেয় দুজনকে।

তবে সেটা শুধুই লোক চক্ষুর আড়ালে

একজনের চোখে অপরজনের ডুবে থাকা

আর হয়তো ‘কেমন আছো’-এইটুকুতেই থেমে থাকা।

তবুও তাদের প্রেমের শেষ হয় না।

শেষ হওয়ার কথাও না।

পৃথিবীতে সব সম্পর্কই সুন্দর, 

আর সুন্দরের যে কখনোই মৃত্যু  ঘটে না।

অনলাইন ইনকাম , ঘরে বসে মাসে আয় করুন 1000 ডলার

READ MORE:  সতর্কবার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *