নয়নতারার স্বপ্নটা কেবলই স্বপ্ন- অমিতা মজুমদার
সকালটা না হয় হোক এক কাপ ধোঁয়া ওঠা চায়ের সুবাসে,
সাথে থাকুক দু-চারটে মধুগন্ধি বেলি।
এলার্ম ঘড়ির টুংটাং মিঠে সুরের বদলে কেউ ডাকুক মিহি সুরে,
না হয় লাগুক কপালে একটা ঠান্ডা হাতের আলতো পরশ ।
ধড়মড়িয়ে নয় ধীরে ধীরে উঠে বসুক,
স্বপ্নালু চোখ মেলুক আলসেমিটুকু নিয়ে।
চায়ের কাপে চুমুক দিক না আয়েশ করে,
বেলিফুলের সুবাসটুকু নিশ্বাসে বিশ্বাসে জমা হোক হৃদয়ে।
নিশ্চিন্ত ঘুমের মাঝে মুখে একটা তৃপ্তির হাসি ছড়িয়ে পড়তে না পড়তেই,
এলার্ম ঘড়ি বেজে ওঠে ঠিকঠাক কর্কশ শব্দে।
ধড়মড়িয়ে উঠে সোজা স্নানঘরে গিয়ে দরজা বন্ধ করে ,
খানিকটা দম নেয়া,
মানে সামনের যুদ্ধের প্রস্তুতি আর কী !
অতঃপর—-
মনে মনে গুনগুন করে গেয়ে ওঠা
আমার মুক্তি আলোয় আলোয়….
কোনো এক দিবসে কি মিলবে,
সেই কাঙ্খিত মুক্তি?
নাকি স্বপ্নটা কেবল স্বপ্নই রয়ে যাবে !
০৪/০৭/২০২০
লেখক, অমিতা মজুমদার