Quotes

১০০টি সেরা বাছাইকৃত ভালোবাসার ছন্দ, কবিতা

ভালোবাসা শব্দটির সাথে আমরা প্রায় সবাই জড়িত রয়েছি। কারণ প্রেম সবার জীবনে আসে। কারো জীবনে সেটা স্থায়ী হয়ে থাকে অথবা কারো জীবনে সেটি চলে যায়। তবে প্রেম-ভালোবাসা প্রতিটি মানুষের হৃদয়ে রয়েছে। একেকজনের ভালোবাসা একেক রকমের হয়ে থাকে। প্রেম হচ্ছে রোমান্টিক অনুভূতি যা বলে সহজে প্রকাশ করা যায় না। তাই ভালোবাসার মানুষটাকে খুশি করার জন্য আমরা ভালোবাসার ছন্দ দিয়ে এসএমএস করতে পারি। করতে পারি পোস্ট কিংবা ইনবক্স। তাই আজকের আয়োজন শুধু আপনার জন্য। ভালোবাসার ছন্দ দিয়ে ভরিয়ে দিন ভালোবাসার মানুষের মন। চলুন দেখে আসি ১০০ টি সেরা ভালোবাসার ছন্দ।

 

ভালোবাসার ছন্দ #১  👩‍❤️‍👨 

তোমায় পেলে ছেড়ে দেব দখল করা রাজ্য
হবো পথের ভিখারি তুমি যদি চাও,
দুনিয়া দখলও করতে পারি এক নিমিষে
যদি তুমি চিরতরে আমার হয়ে যাও।

 

ভালোবাসার ছন্দ #২ 👩‍❤️‍👨 

তোমার ঐ হাসি দেখে যায়না চোখ ফেরানো,
এতটা মিষ্টি হাসি দেখিনি কোথাও যেন।
কি করে হাসো বলো এতটা মিষ্টি করে,
পাগল আমার এ মন তোমার ঐ হাসির তরে।
যদি পাই তোমাকে আমার করে ও সখি…
পূর্ণ হবে সব চাওয়া কিছু রবেনা বাকী।

 

ভালোবাসার ছন্দ #৩ 👩‍❤️‍👨 

তুমি আমার সকাল দুপুর
তুমি সারাবেলা…
কেন তুমি আমাকে করো অবহেলা!

 

ভালোবাসার ছন্দ #৪ 👩‍❤️‍👨 

সকাল দুপুর সারাবেলা
তোমার ছবি আঁকি
তুমি আমার ভালোবাসার
পোষা ময়না পাখি।

 

ভালোবাসার ছন্দ #৫ 👩‍❤️‍👨 

আকাশ পানে চেয়ে দেখ
জ্বলছে কতো তারা
তুমি ছাড়া এই জীবনে
আমি দিশেহারা।

 

ভালোবাসার ছন্দ #৬ 👩‍❤️‍👨 

যদি জোনাকি হতাম…
তোমার কাছে উড়ে যেতাম
মিটি মিটি করে জ্বলতাম তোমার চারপাশে
নীরবে বসতাম তোমার কাছে
আলতো করে তোমায় ছুঁয়ে দিতাম
রাঙিয়ে দিতাম তোমার মন
আর কানে কানে বলতাম
ভীষণ ভালবাসি তোমায়

 

ভালোবাসার ছন্দ #৭ 👩‍❤️‍👨 

মুখ দিয়ে নয় হৃদয় দিয়ে
ভালোবাসি বলতে চাই,
আবার জন্ম হলে যেন,
তোমাকে আমি পাই।

 

ভালোবাসার ছন্দ #৮ 👩‍❤️‍👨  

ভালবাসা স্বপ্ন নীল
আকাশের মত সত্য,
শিশির ভেজা ফুলের মত,
তেমনি পবিত্র।

 

ভালোবাসার ছন্দ #৯ 👩‍❤️‍👨 

আমার স্বপ্ন জল ধারায়
তুমি রিমঝিম বৃষ্টি,
আমার হৃদয় ক্যানভাস জুড়ে
তুমি আল্লাহর অপূর্ব সৃষ্টি।

 

ভালোবাসার ছন্দ #১০ 👩‍❤️‍👨 

স্কুল লাইফে তোমায় দেখি
কলেজ লাইফে প্রেম,
হাতের মাঝে উল্কি এঁকে
লিখেছি তোমার নাম।

 

ভালোবাসার ছন্দ #১১ 👩‍❤️‍👨 

পাখির ঠোঁটে চিঠি দিলাম
তুমি খুলে পড়ো,
স্বপ্ন দেখে ভয় পেলে
হাতটা চেপে ধরো।

 

ভালোবাসার ছন্দ #১২ 👩‍❤️‍👨 

ডালটি হলো সবুজ
ফুলটি হলো লাল,
তোমার আমার ভালোবাসা
থাকবে চিরকাল।

 

ভালোবাসার ছন্দ #১৩ 👩‍❤️‍👨 

দূরে গেলে তুমি
হারিয়ে যাবো আমি,
ভালোবাসি তোমায়
বোঝনা কেন তুমি,
ছোট্ট এই জীবনে
একটাই শুধু চাওয়া
তোমাকে আপন করে,
আমার শুধু পাওয়া।

 

ভালোবাসার ছন্দ #১৪ 👩‍❤️‍👨 

চেয়ে আছি দূর আকাশে
দেখি রাতের তারা
তুমি ছাড়া এই জীবনটা
শুধু দিশেহারা।

 

ভালোবাসার ছন্দ #১৫ 👩‍❤️‍👨 

জীবন দিয়ে তোমায় আমি
বাসি অনেক ভালো
তুমি আমার আঁধার ঘরের
ভালোবাসার আলো।

 

ভালোবাসার ছন্দ #১৬ 👩‍❤️‍👨 

স্বপ্ন অনেক তোমায় নিয়ে
বুকের মাঝে রাখি…
দিবানিশি তোমার ছবি
মনের মাঝে আঁকি।

 

ভালোবাসার ছন্দ #১৭ 👩‍❤️‍👨 

চাঁদ হয়ে জ্বলে থাকবো
তোমার মনের ঘরে…
ভালোবাসা দিয়ে তোমায়
রাখবো যতন করে।

 

ভালোবাসার ছন্দ #১৮ 👩‍❤️‍👨 

কাজে আমার মন বসেনা
তোমায় নিয়ে ভাবি,
তুমি আমার জীবন মরণ
তুমি আমার সবি।

 

ভালোবাসার ছন্দ #১৯ 👩‍❤️‍👨 

প্রেম আগুনে জ্বলে পুড়ে
আমি যাচ্ছি মরে…
কখন তুমি যতন করে
রাখবে তোমার মনের ঘরে

 

ভালোবাসার ছন্দ #২০ 👩‍❤️‍👨 

কষ্ট বাড়ে দ্বিগুণ হারে
পাইনা যখন কাছে,
তোমার জন্য পরাণ পাখি
পাগল হয়ে নাচে।

 

ভালোবাসার ছন্দ #২১ 👩‍❤️‍👨 

আমায় ছেড়ে আছো তুমি
কোন বা অচিন দেশে,
সপ্নে তে এসো কিন্ত
একটু ভালোবেসে।

 

ভালোবাসার ছন্দ #২২💃

আমার ভিতর তুমি থাকো
তোমার ভিতর আমি,
ভালোবেসে দূরে গেলে
মরণ হবে জানি।

 

ভালোবাসার ছন্দ #২৩💃

যদি বলো আমায়
ভালবাসো কতটা?
তবে বলবো আমি
সাগরে পানি আছে যতটা,
যদি বলো আমায়
কতদিন মনে রাখবে,
তবে বলবো আমি
আকাশে চন্দ্র সূর্য যতদিন থাকবে।

 

ভালোবাসার ছন্দ #২৪💃

একা একা থাকতে আমার
লাগে না যে ভালো,
তুমি আমার জীবন মরণ
আঁধার ঘরের আলো।

 

ভালোবাসার ছন্দ #২৫💃

আজ আমি বলে দিবো
শুনবে কি তুমি,
তোমায় ছাড়া এই জীবনে
বাঁচতে চাইনা আমি।

 

ভালোবাসার ছন্দ #২৬💃

চাঁদ তুমি যেমন রাতকে ভালোবাসো
আমিও ঠিক তেমনি করে একজনকে
ভালোবাসি । তোমার ভালোবাসা যেমন
করে কেউ বুঝে না ঠিক তেমনই করে
সে আমার ভালোবাসা বুঝে না ।

 

ভালোবাসার ছন্দ #২৭💃

কিছু স্বপ্ন চিরকাল থেকে যায়, কিছু উত্তর
আজো মেলেনা কিছু কথা আজো মনে
পড়ে, কিছু সৃতি চোখে জল আনে মরেও
মরে না কিছু আশা এরই নাম ভালবাসা

 

ভালোবাসার ছন্দ #২৮💃

কাউকে পাওয়ার আসা করোনা, কারণ তাকে
পেতে গিয়ে তুমি নিজে ধংস হয়ে যেতে পার
নিজেকে এমনভাবে তৈরি কর যাতে মানুষ
তোমাকে পাওয়ার আসা করে।

 

ভালোবাসার ছন্দ #২৯💃

শুভ ক্ষন শুভ দিন। মনে রেখ চির দিন।
কষ্ট গুলো দূরে রেখ, স্বপ্ন গুলো পুরন করো
নতুন ভালো স্বপ্ন দেখো, আমার কথা মনে রেখ।

 

ভালোবাসার ছন্দ #৩০💃

বাবু তোমাকে ভালোবাসি, যতদূর আমার
পক্ষ থেকে যায়। তোমার বন্ধ চোখ গুলো
খুলতে চাচ্ছে দেখতে কি আমায়?

যা পেয়েছ তা হারিয়েও না যা হারিয়েছ
তা র ফেরে পেতে চেওনা, যা পাওনি
তা কখনো তোমার ছিল না।

 

ভালোবাসার ছন্দ #৩১💃

একদিন দুজনে হাঁটব আবার উড়বে
তোমার চুল, একদিন শূন্য বাতাস
ছুয়ে যাবে কৃষ্ণচুড়ার ফুল.।

হাতে হাত কানের কাছে মুখটি এনে বলে
এসো না কাছে ,দুজন ভিজি আজ বৃষ্টির জলে !

 

ভালোবাসার ছন্দ #৩২💃

মন নেই ভালো, জানিনা কি হলো
পাশে নেই তুমি, কি করি আমি
পাখী যদিও হতাম আমি এই জীবনে
তোমায় নিয়ে উড়ে যেতাম অচিন ভূবনে

 

ভালোবাসার ছন্দ #৩৩💃

মাটির বন্ধু মেঘ.মেঘের বন্ধু বৃষ্টি.
বৃষ্টির বন্ধু শ্রাবন.যে বাঁচিয়ে রাখে সৃষ্টি.
এই সৃষ্টির মাঝে তুমি আর তোমার মাঝে আমি

 

ভালোবাসার ছন্দ #৩৪💃

আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে
জানুয়ারী মাসে তার হাটু জল থাকে
পার হয়ে যায় গরু পার হয় গাধা
তোর কথা মনে পড়ে ওরে হারামজাদা

 

ভালোবাসার ছন্দ #৩৫💃

ভালোবাসার অপর নাম যদি বিষ পান করা হয়।
তাহলে তোমাকে ভালোবেসে হাজার
বার সেই বিষ পান করতে চাই

 

ভালোবাসার ছন্দ #৩৬💃

হাসাতে না পারলে, কাঁদাবে না। আনন্দ
দিতে না পারলে,কষ্ট দিবে না। ভালবাসতে
না পারলে,ঘৃণা করবে না। আর বন্ধু
হতে না পারলে, শত্রু হবে না?

READ MORE:  সেরা ৩৮টি বৃষ্টির দিনের রোমান্টিক স্ট্যাটাস

 

ভালোবাসার ছন্দ #৩৭💃

আজকে তুমি রাগ করছো, দুঃখ পাবো তাতে ।
কালকে যখন মরে যাবো, রাগ দেখাবা কাকে ?
বিধির বিধান এই রকমি, একদিন তো যাবো মরে
বুঝবে সেদিন তুমি, ভালবাসতাম শুধু তোমাকে !

 

ভালোবাসার ছন্দ #৩৮💃

জীবনকে খুজতে গিয়ে তোমাকে পেয়েছি
নিজেকে ভালবাসতে গিয়ে তোমার প্রেমে
পরেছি,,জানতাম না কাকে বলে ভালো
ভালবাসা,সিখিয়েছ তুমি।

 

ভালোবাসার ছন্দ #৩৯💃

প্রেম মানে হৃদয়ের টান,প্রেম মানে
একটু অভিমান ,২টি পাখির ১টি নীর
১টি নদীর ২টি তির ,২টি মনের ১টি
আশা তার নাম ভালবাসা

 

ভালোবাসার ছন্দ #৪০💃

কিছু স্বপ্ন সুধু স্বপ্নই রয়ে যায় কিছু কথা না
বলাই রয়ে যায় কিছু ভালবাসা শুদু
ভালবাসায় রয়ে যায়।

 

ভালোবাসার ছন্দ #৪১💃

লাল গোলাপী ঠোঁট তোমার, নেশা ভরা চোখ, কাজল কালো কেশ গো কন্না মায়া ভরা মুখ।

হাসের মত হেলে ধুলে নদীর ঘাঁটে যাও, মুচকি মুচকি হাসি দিয়ে  আমার পানে চাও।

সোনাবরন কন্না তুমি হাঁটু লম্বা চুল, চিকন চাকন রুপের ঘটন হাসলে গালে পরে টুল।

বাতাসে উড়াইয়া চুল গুন গুনাইয়া গাও, বাঁকা চোখে কন্না তুমি আমার দিকে চাও।

ভালো যদি বাসো গো কন্না আরো কাছে আস, ভালবাসার গান শোনাবো আমার পাশে বস।

 

ভালোবাসার ছন্দ #৪২💃

হাতে হাত রেখে আমি দেব তোমায় কথা, ভালবেসে কোনদিন দেব না গো ব্যথা। ভালবেসে আমায় তুমি করে নেও আপন, তোমায় আমি রাখব বুকে করিয়া যতন।

গরমে শীতল পাটি শীতে হব কাঁথা, রুদ্রে হব ছায়াপথ বৃষ্টিতে হব ছাতা।

বিপদে বন্ধু হব, কষ্টে ভাগীদার জ্যোৎস্না হয়ে থাকব পাশে নামবে না আধার।

 

ভালোবাসার ছন্দ #৪৩💃

আমরা রাস্তাঘাটে করি প্রস্রাব, ওরা পান করে সরাব।

আমরা যেখানে সেখানে করি টিজিং, ওরা পথেঘাটে করে কিসিং।

আমরা বাসে উঠতে মারি ধাক্কা, ওরা করে অন্যের অপেক্ষা।

আমরা ভাড়া নিয়ে করি ক্যাচাল, ওদের নেই এইসব ভেজাল।

আমরা সিরিঞ্জ মেরে নেশা ঢুকাই ডাবে, ওরা নেশা করতে যায় পাবে। আমরা আবর্জনা ফেলি রাস্তায়, ওরা বিন না পেলে ঘরে নিয়ে যায়।

আমাদের ছাত্ররা করে সন্ত্রাস, ওরা করে নিয়মিত ক্লাস।

আমাদের ছাত্রদের সাথে  থাকে পিস্তল, ওদের থাকে বই-পুস্তক আর পানির বোতল।

আমাদের ফুটপাতে চলে বেচা কেনা, ওদের এখানে এইসব মানা।

আমাদের চুলা জ্বলে সারাক্ষণ, ওরা প্রয়োজন ছাড়া করে না অন।

আমাদের ড্রাইভাররা অকারণে ভেঁপু বাজায়, ওরা প্রয়োজন ছাড়া বেপুতে হাত নাহি লাগায়।*****

 

ভালোবাসার ছন্দ #৪৪💃

আকাশের শুবার জন্য তাঁরা সারি সারি পুরুষের শুবার জন্য দরকার একজন নারী।

 

বিচিত্র বিধির রীতি,, কি করিব হায়  যারে যত ভালবাসি সে তত কাদাঁয়।

 

আমাদের সোনার তরুণ, একদল আরেক দলকে করে খুন।

আমাদের সোনার নওজোয়ান, রাস্তা ঘাঁটে মেয়েদের ওড়না ধইরা মারে টান।

আমাদের সোনার ছাত্র, কলম ছাইড়া ধরেছে অস্ত্র।

আমাদের সোনার বখাটে ছেলে, মা বোনদের ইজ্জত নিয়া খেলে।

সোনার বখাটেদের জ্বালায়, মেয়েরা যেতে চায় না পাঠশালায়।

আমাদের সোনার ছাত্ররা করে চাদাবাজি, প্রাণের ভয়ে ব্যবসায়ীও দিতে রাজি।

সোনার ছাত্ররা স্কুলে মেয়েদের করে অপমান, ভয়ে কেউ আসে না বাঁচাইতে সম্মান।

আমাদের অসহায় মা বোনেরা, বিচার চেয়েও সুবিচার পায় না তারা।

আসে যখন একুশে ফেব্রুয়ারি, সোনার ছেলেরা শুরু করে ফুল চুরি।

আমাদের সোনার মাথামোটা নেতা, শহীদদের শ্রদ্ধা জানায় পায়ে  পড়ে জুতা।

লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে  পাওয়া এ দেশ, এইভাবে কি সব কিছু হয়ে যাবে শেষ?

জাগ,জাগ হে বাংলা মায়ের বীর শন্তানেরা, তোমার আমার দিকে থাকিয়ে আছে ওরা।

 

ভালোবাসার ছন্দ #৪৫💃

ও আমার ভাবি গো, তোমার হাতে চাবি গো।

শুন মনের কথা গো, ছোট এক্কান দাবি গো।

তোমার বইনরে ভালা ফাই, বউ কইরা আনতাম ছাই।

মাইরে তুমি বুজাই কও বিয়ার মাত ফাটাই দেও।

আদর কইরা রাখমু তাইরে আমার মনর ছোট্ট ঘরে।

গয়না চুড়ি শাড়ি দিমু, পাঁচ কেয়ার জমি দিমু।

আরো দিমু ভালবাসা করমু পুরন হক্কল আশা।

 

ভালোবাসার ছন্দ #৪৬💃

প্রেমের পবিত্র শিখা চিরদিন জ্বলে ,, সর্গ হতে আসে প্রেম,, সর্গে যায় চলে।

 

জীবনের স্বপ্ন নিয়ে বেধেছি একটি ঘর, তোমাকে পাবো বলে সাজিয়েছি প্রেমের বাসর, আবেগ ভরা মনে অফুরন্ত ভালোবাসা, সারা দেয় কোনে কোনে শিহরন জাগে মনে, তোমাকে পাওয়ার আশায়

 

জীবন প্রভাতে মনের মাঁলাতে গেথে ছিলাম যত ফুল,,আজ দেখি হায় ফুল সেতো নয়,, সবি জীবনের ভূল।

 

সকাল তো অনেক হয় বর্ষার মতো নয়, সময় তো অনেক হয় গোধূলীর মতো নয়, রাত তো অনেক হয় পূর্নীমার মতো নয়, বন্ধু তো অনেক হয় তোমার মতো নয়।

দয়া করে এসএমএস করো।

 

 

ভালোবাসার ছন্দ #৪৭💃

কিছু কিছু কবিতা লিখার আগে ভাষা হারিয়ে যায়।

কিছু কিছু কথা বলার আগে সময় ফুরিয়ে যায়।

কিছু কিছু স্বপ্ন দেখার আগে ঘুম ভেঙ্গে যায়।

কিছু কিছু মানুষ আপন হওয়ার আগে দূরে চলে যায়।

কেন এমন হয়?

 

ভালোবাসার ছন্দ #৪৮💃

*দিন যায় দিন আসে, সময়ের স্রোতে ভেসে, কেউ কাঁদে কেউ হাসে, তাতে কি যায় আসে, খুঁজে দেখো আসে পাশে, কেউ তোমায় তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে

 

ভালোবাসার ছন্দ #৪৯💃

দুঃখ আছে মনে মনে,বলবো আমি কার সনে, শোনার মতো মানুষ নাই, তাই নিজের কষ্ট নিজেই পাই, যেদিন পাবো তার দেখা, বলবো আমার মনের সব কথা

 

ভালোবাসার ছন্দ #৫০💃

আমি হলাম আকাশ, কষ্ট আমার মেঘ, জোস্না আমার আবেগ, বৃষ্টি আমার কান্না, রোদ আমার হাসি, কি করলে বুঝবে- বন্ধু তোমায় আমি কত ভালোবাসি !

 

ভালোবাসার ছন্দ #৫১💃

খোকা-খুকু সবাই জানে ছন্দ এবং মিল কী– ঘুমের আগে থামলে ছড়া  পিচ্চি লাগায় চিল্কি।

দোলনা এবং মায়ের কোলে শিশুও খোঁজে ছন্দ, ছন্দে কাশে যক্ষারোগী বৃদ্ধ রামানন্দ।

ছন্দে হাঁটেন সেনাপতি এবং যত সোলজার– মিল খোঁজে না কেবল সে-ই মাথায় বিষম গোল যার।

ছন্দে নাচে প্রজাপতি, হরিণছানা,টমটম, ছন্দছাড়া জীবন যাদের ঘুমায়  তারা কমকম।

 

ভালোবাসার ছন্দ #৫২💃

ছন্দ এবং মিল তুমি আমার তুমি আমার রঙিন স্বপ্ন, শিল্পীর রঙ্গে ছবি।

তুমি আমার চাঁদের আলো, সকাল বেলার রবি.. তুমি আমর নদীর মাঝে একটি মাত্র কূল, তুমি আমার ভালবাসার শিউলি বকুল ফুল।

 

ভালোবাসার ছন্দ #৫৩💃

টিপ টিপ বৃষ্টির টুপ টুপ শব্দ, ঝির ঝির বাতাসের মৃধু মৃধু গন্ধ।

মিট মিট তারাদের লুকু চুরি খেলা, এই নিয়ে ভালো থেকো সারা বেলা……. {শুভ সকাল}

 

ভালোবাসার ছন্দ #৫৪💃

তুমি বৃস্টি ভেজা পায়ে সামনে এলে মনে হয়- আকাশের বুকে যেন জল ছবি এঁকে যায় . তুমি হাসলে বুঝি মনে হয়, স্বপ্ন আকাশে পাখি ডানা মেলে দেয়

 

ভালোবাসার ছন্দ #৫৫💃

বসন্তের ফুল দিব তোমায়, দিব কোকিলের গান, গৃষ্মের তাপ দিব তোমায়, দিব ফলের ঘ্রাণ। বর্ষার বৃষ্টি নাও তুমি, নাও মাছের স্বাদ, শরতের সাদা আকাশ হবে তোমার, পাবে হেমন্ত ধানের ভাত। শীতে দিব তোমায় কুয়াশার চাদর, মিষ্টি রোদে পাবে তুমি নতুন ভোর।

READ MORE:  সেরা ১০০+ ভালোবাসার উক্তি- Love quotes

💝 ভালোবাসার ছন্দ#৫৬💝

তোমার হয়েই আছি আমি যতদিন বাঁচবো ততদিন আমি তোমার হয়ে থাকবো, সারা জীবন আমি শুধু তোমাকেই ভালোবেসে যাবো। তুমি প্রিয় পাশে থেকো আমার কখনো যেওনা গো দূরে, যদি তুমি চলে যাও বহুদূরে আমি হয়ে যাব ভবঘুরে।

💝 ভালোবাসার ছন্দ#৫৭💝

আকাশকে রাখলাম সাক্ষী, বাতাস কে রাখলাম সাক্ষী তোমায় আমি দিয়েছি এই মন। সেই মনেতে তুমি শুধু থাকবে সারাক্ষণ। দূর আকাশের ওই মৃদু হাওয়া বলছে কানে কানে, ভালোবাসব আমি ততদিন যতদিন থাকবো তোমার প্রাণে।

💝 ভালোবাসার ছন্দ#৫৮💝

আমার জীবনে আসুক যত বাধা তবু আমি যাব নাকো দুরে, পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন আমি তোমার কাছে আসবো ঘুরে ফিরে। যত দূরে যাই না কেন আমি সব সময় থাকবো তোমার পাশে, আগলে রাখবো সারাটি জীবন যেমন করে বৃষ্টির ফোঁটা জড়িয়ে ধরে ঘাসে।

💝 ভালোবাসার ছন্দ#৫৯💝

পূর্ব আকাশের ওই রক্তিম সূর্য দেয় যেভাবে আলো, ঠিক তেমনি ভাবে প্রিয় তোমায় আমি বেসেছি যে ভালো। আশায় আশায় বাঁধি বুক তোমার অপেক্ষায়, কে কী ভাবছে ভাবুক তাতে আমার কি আসে যায়।

💝 ভালোবাসার ছন্দ#৬০💝

আমার এই জীবনটা ধন্য হয়েছে তোমার মত একটা মনের মানুষ পেয়ে, আমি তোমাকে কথা দিচ্ছি আমার এ জীবনে তোমাকে ছাড়া আর অন্য কাউকে আমি করবো না বিয়ে। অনেক অনেক ভালোবাসি তোমায় প্রিয়তম, যতদিন বাঁচবো ততদিন এভাবেই তোমাকে ভালোবেসে যাবো।

💝 ভালোবাসার ছন্দ#৬১💝

তুমি যেখানেই যাও না কেন তোমাকে আমি চিনতে পারব না কখনো ভুল, কারণ তুমি হলে আমার জীবনের প্রথমে আসা ভালোবাসার ফোটা পদ্ম ফুল।

💝 ভালোবাসার ছন্দ#৬২💝

তুমি আমার অন্ধকার ঘরের প্রদীপ শিখার আলো, তুমি হলে আমার জীবনের একমাত্র আশার আলো। তোমাকে ছাড়া থাকবো কিভাবে আমার জীবনে আমি ভালো।

💝 ভালোবাসার ছন্দ#৬৩💝

দূর আকাশ থেকে দেখা যাচ্ছে চাঁদের মিষ্টি আলো, সেই আলোকে সাক্ষী রেখে বলছি তোমায় আমি বাসি অনেক ভালো। মিটিমিটি তারার মেলা সেই মেলায় দেখব আমি তোমায় সারাবেলা। নিশি রাতে খুব শান্ত থাকে এই ভুবন তোমার মত একটা মানুষকে চাইবো আমি আমার সারাটা জীবন।

💝 ভালোবাসার ছন্দ#৬৪💝

আজকের সেই স্নিগ্ধ দুপুরে তুমি যখন ছিলে জানলার পাশে দাড়িয়ে, মেঘলা আকাশের দিকে তাকিয়ে তুমি আমার দিকে হাত দুটি দিয়েছিলে বাড়িয়ে। টিপটিপ করে পড়ছিল বৃষ্টির ফোঁটা পরছিল তোমার ওই দুষ্টু হাতে, আমি তোমাকে দেখতে এসেছিলাম প্রিয় তোমার সাথে ভিজবো বলে এই বৃষ্টির সাথে।

 

💝 ভালোবাসার ছন্দ#৬৫💝

আমি যদি স্নিগ্ধ শীতের ওই চাদর হতাম তাহলে আমি আমার ভালোবাসার মানুষটাকে সব সময় জড়িয়ে রাখতাম। যদি আমি খা খা রোদ্দুরের ওই বাতাস হতাম তাহলে আমি আমার ভালোবাসার মানুষটাকে সারাক্ষণ শীতল বাতাসের পরশ দিতাম। আমি যদি দূর আকাশের ওই কোকিল হতাম তাহলে আমার ভালোবাসার মানুষটাকে আমি সব সময় টুকু কন্ঠে গান শোনাতাম। যদি আমি মেঘলা আকাশের বৃষ্টি হতাম তাহলে তোমার অনিচ্ছার সত্ত্বেও আমি তোমাকে ভিজিয়ে দিতাম। আমি যদি সুখ হতাম তাহলে আমার প্রিয় মানুষটাকে সর্বদাই সুখের সাগরে ভাসিয়ে দিতাম। যদি আমি তোমার হতাম তাহলে এই পৃথিবীর সবচেয়ে ভালোবাসা গুলো তোমায় উপহার দিতাম।

 

💝 ভালোবাসার ছন্দ#৬৬💝

আমার এই নিষ্পাপ দুটি চোখ থেকে যখন এক ফোটা জল নিচে পড়ে। সেই জলের ফোঁটা লক্ষ্য করলে দেখতে পারবে যে সেই চোখের জল শুধুমাত্র তোমার কথা বলে। তুমি আমার মনের কথা বোঝোনা তাই তোমাকে আমি বলি, শত আঘাতের পরেও যেন আমি তোমাকে ভালোবেসে আমার বাকিটা জীবন চলি।

 

💝 ভালোবাসার ছন্দ#৬৭💝

তুমি যদি ওই দূর আকাশের কোন পাখি হও তাহলে আমি হব সেই পাখির ডানা। তোমার সাথে কোন অচেনা দেশে হারিয়ে যাবো যেখানে থাকবেনা তোমার সাথে আমার ভালোবাসার কোন মানা। স্বপ্নের সিঁড়ি বেয়ে নিব ভালোবাসা রাশি রাশি যেন আমার বাকিটা জীবন সেই ভালোবাসা দিয়ে তোমার সাথেই বাঁচি। মনি মুক্তা নিয়ে আসব তোমার সেই ডানায় সেই মুক্তার মধ্যেই রেখে দিব আমাদের প্রকৃত ভালোবাসা কোনো এক কোনায়।

 

💝 ভালোবাসার ছন্দ#৬৮💝

আমার জীবনে আমি যতবার ভালোবাসায় পড়েছি, আমার এই জীবনে আমি যতবার অন্য কারো প্রতি মুগ্ধ হয়েছি। সেই মুগ্ধতা অন্য কেউ ছিলনা বরং সেই ভালোবাসায় শুধু তুমি ছিলে। আর আমার ইচ্ছা যে যতদিন আমি বেঁচে থাকব ততদিন তোমার প্রতি এই ভালোবাসা নিয়ে বাঁচবো। ভালবেসে যাব তোমাকে আমার সারাটি জীবন।

 

💝 ভালোবাসার ছন্দ#৬৯💝

ওগো প্রিয়তম যদি এ পৃথিবীতে তুমি আমাকে বুঝতে না পারো তাহলে আমায় বুঝতে পারবে কে। যদি তুমি আমাকে তোমার আপন হতে না পারো তাহলে এই পৃথিবীতে আমাকে আপন ভাববে কে। যদি তুমিও আমাকে কষ্ট দাও তাহলে এই পৃথিবীতে আমাকে সুখ দিবে কে। যদি তুমি আমাকে ভুলে যাও তাহলে এই পৃথিবীতে আমার মত এই মানুষটাকে মনে রাখবে কে।

 

💝 ভালোবাসার ছন্দ#৭০💝

যখন তোমাকে প্রথম দেখেছিলাম তখনই তোমাকে দিয়েছিলাম এই মন। তবে সেই মন ফেরত চাইনি আর। কারণ তুমি যে আমার মনের মানুষ তুমি হলে আমার জীবনের সেরা কন্ঠ দার। আমার সকল সকালের মধ্যে আছো তুমি আমার সকলের বিকালেও আছো তুমি। তুমি যে আমার সকল সারাবেলা আমার মনের মধ্যে শুধু তোমার কথাগুলো করছে খেলাধুলা।

 

💝 ভালোবাসার ছন্দ#৭১💝

হাজারো সুবাসিত ফুলের মালায় সাজিয়ে রেখেছি আমার এই অবুঝ মন। যদি তুমি আমার কাছে আসো তাহলে তোমার সাথে আমি সাজাবো আমাদের সুন্দর একটা জীবন। আমাদের মধ্যে থাকবে চোখ ভরা স্বপ্ন আর আমাদের মধ্যে থাকবে বুক ভরা আশা। যদি তুমি আমার কাছে আসো তাহলে সৃষ্টি করবো পৃথিবীর সেরা এক অকৃত্রিম ভালোবাসা।

 

💝 ভালোবাসার ছন্দ#৭২💝

যদি তুমি ওই দূর আকাশের তারা হতে তাহলে আমি হতাম রাতের চাঁদ তোমায় আমি ভালোবেসে যেতাম হাতে রেখে তোমার ওই হাত সুখ গুলো যদি একটু হৃদয় হত তাহলে আমি হতাম হাসি তোমার মধ্যে থাকা যে হৃদয়ের দুয়ার রয়েছে সেই দুয়ার খুলে দিয়ে আমি চিৎকার করে বলতাম প্রিয়তম তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি।

 

💝ভালোবাসার ছন্দ#৭৩ 💝

পাগল এই মনটা কেন যে পেল নতুন আশা, কেন যে আজ সে পেল নতুন কোন একজনের ভরসা। হয়তো তুমি আমার জীবনে এসেছ বলে দুঃখ-কষ্ট সব কোথায় যেনো দুরে গেলো চলে। আমার জীবনে ছিল যত বাধা তার সবগুলো গেল কেটে। এভাবে তুমি থাকো সারাটি জীবন আমার পাশে, সারাটি জীবন আমিও তোমাকে যাব অবিরাম ভালোবেসে।

READ MORE:  ৫০+ সেরা ভালোবাসার উক্তি | Best Love Quotes

 

💝ভালোবাসার ছন্দ#৭৪ 💝

প্রিয়তম তুমি কি জানো হঠাৎ প্রেমের আনন্দগুলো থাকে মাত্র কিছুক্ষণ, যে কারণে এ ধরনের প্রেম গুলোতে দুঃখ-বেদনা থাকে সারাক্ষণ। তাইতো আমি তোমায় বলি বড্ড তোমায় ভালবাসি, দেব না হতেই অল্পক্ষণ প্রেমের আনন্দ করব তোমায় আমার জীবনের সবচেয়ে প্রিয় সাথী। রাখব তোমায় আমার সারাটি জীবন সাথী হিসেবে তোমায় রাখবো আমার করে সুখ-শান্তিতে মোরা থাকবো ভরে। আমাদের থাকবে ওই ছোট্ট ঘরে যেখানে থাকবে তুমি আর আমি। বুঝবে তুমি বলবে আমায় ভালোবাসে ভালবাসি আমি সেটা জানি।

 

💝ভালোবাসার ছন্দ#৭৫ 💝

আমি হব তোমার মনের আকাশ, আমি হব তোমার মধ্যে থাকা মনের কষ্টের জমে থাকা মেঘ, আমি হব তোমার ওই দু চোখের কান্নার বৃষ্টি, আমি হব তোমার মুখ থেকে বের হওয়া হাসির রোদ, আর কি হব আমি বলো না গো প্রিয় তুমি, আর কি করে বোঝাবো আমি তোমাকে ভালোবাসি বড্ড বেশি ভালোবাসি।

 

💝ভালোবাসার ছন্দ#৭৬ 💝

তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত কে আমি রেখে দিয়েছি আমার হৃদয়ের মধ্যে থাকা স্মৃতির পাতায়। তোমার সেই কথাগুলো এখনও কিন্তু আমার কানে বাজে। একটি বার এসে দেখে যাও আমি ঠিক আগের মতো করেই তোমাকে এখনও ভালবাসি, আর ভালোবেসে যাবো তোমাকে সারাটি জীবন।

 

💝ভালোবাসার ছন্দ#৭৭ 💝

আমি ভালোবাসি ঐ নীল আকাশকে, তবে তুমি যদি হও মাটি, ভালোবাসি আমি সন্ধ্যা ঘন ওই মেঘ গুলোকে, ভালোবাসা হৃদয়ের অচেনা কাউকে যদি তুমি হও সেই অজানা মানুষটি ভালোবাসি। আমি কোকিলের ডাক কে ভালবাসি, আমি পাখির কিচিরমিচির কে ভালোবাসি। যদি তুমি হও সেই ভোরের কোকিল, যদি তুমি হও সেই কিচিরমিচির করা পাখি। ভালোবাসবো আমি তোমাকে কিন্তু এই ভালবাসার জন্য আরো কিছু লাগবে নাকি।

 

💝ভালোবাসার ছন্দ #৭৮💝

তোমার ভেতরে থাকা মনটাই যদি লাগে ভালো, তাহলে তোমার সবকিছুই মনে হবে ভালো। সেই মনটাকে যদি ভালো রাখতে চাও তাহলে আমাকে ভালবেসে যাও। আমি কখনোই তোমাকে দিব না কষ্ট, আমি কখনোই তোমাকে হতে দিবোনা পথভ্রষ্ট। করবো না আমি তোমাকে কখনো আড়ি, আমার সাধ্যমত আমি ভালবেসে যাব যতটুকু আমি পারি।

 

💝ভালোবাসার ছন্দ#৭৯ 💝

আমার এই পবিত্র মন থেকে তোমাকে আমি মনে করি, সে জন্যই তো তোমাকে আমি প্রতিদিন মেসেজ করি। যদিও বা জানি তুমি অনেক থাকো বিজি, রিপ্লাই দেবে না আমার মেসেজ তারপরও আমি মেসেজ করি রোজী। তবুও আমি তোমাকে বলতে চাই ভালোবাসি প্রিয় তোমাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি।

 

💝ভালোবাসার ছন্দ#৮০ 💝

তুমি আমার রঙিন স্বপ্ন,,,
শিল্পীর রং এর ছবি।
তুমি আমার চাঁদের আলো
সকাল বেলার রবি।
তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল
তুমি আমার ভালবাসার শিউলি বকুল ফুল।

💝ভালোবাসার ছন্দ#৮১ 💝

১.রাতের আকাশে তাকালে দেখি লক্ষ তারার মেলা
এক চাঁদকে  ঘিরে যেন তাদের যত খেলা।
বন্ধু অনেক পাওয়া যায় বাড়ালেই হাত
আমার কাছে তুই যে বন্ধু ঐ আকাশের চাঁদ।

💝ভালোবাসার ছন্দ#৮২ 💝

২. গাছের ডালে বইসা কোকিল মাতিয়ে তোলে গানে
তার সাথে হৃদয় আমার ভরে গানে গানে
আজকে এই মন মাতানো মধুর সমীরণে
এ লগনে এসো প্রিয় থাকো আমার মনে।

💝ভালোবাসার ছন্দ#৮৩ 💝

৩. হাত বাড়িয়ে আছি তোমার ভালবাসা নিবো বলে,,,,,
দাও, কত ভালোবাসা দেবে আমায়,,,,
এর বিনিময়ে একটা হৃদয় তোমাকে দেব।
সারা জীবন আমার কাছে আগলে রেখো,,,

💝ভালোবাসার ছন্দ#৮৪ 💝

৪. আহ, ছাড়ো না দেখলে লোকে বলবে টা কি?
কেন তুমি এমন করো?
আচল ধরে হবে টা কি???
পারলে আমার হাতটা ধরো

💝ভালোবাসার ছন্দ#৮৫ 💝

৫. যত ভালবাসা পেয়েছি তোমার কাছ থেকে
দুষ্টু এই হৃদয়টা শুধু চায় আরো বেশি পেতে
তবে কি জানি তোমার মধ্যে কি আছে
কেন যে এ হৃদয় চায় তোমাকে আরো বেশি করে কাছে পেতে,\

💝ভালোবাসার ছন্দ#৮৬ 💝

৬. একটি প্রহর যেন মনে হয় 100 টি বছর,,,,,
যখন পাই না ওগো আমার ময়না পাখির খবর,,,,

💝ভালোবাসার ছন্দ#৮৭ 💝

৭. এই দুনিয়ার কোনো কিছুই আমাকে তোমার কথা ভাবতে বাধা দিতে পারবে না,,,,
আমার অন্তরে তোমারি স্থানটি এই দুনিয়ার কেউ কেড়ে নিতে পারবে না,,,,

আমি যদি বৃষ্টি হতাম,, তোমাকে ভিজিয়ে দিয়ে যেতাম,,,
তোমার সারা অঙ্গ জুড়ে আমায় জড়িয়ে নিতে
কষ্ট তোমায় পাই তবুও ভয় দূরে থাকতে সবসময়।

💝ভালোবাসার ছন্দ#৮৮ 💝

”জানিনা তুমি কে..আর কেনইবা ডাকি তোমায় আমি ,তোমার জন্য নিশি জাগি আর একলাই বসে থাকি,তুমিথ অদেখা সেই স্বপ্ন ,তুমি আমার কল্পনার রাজকুমারী।”

💝ভালোবাসার ছন্দ#৮৯ 💝

অল্প অল্প করে তুমি এ হৃদয়ে এ প্রেম জাগালে,তাইত আমি পাগলের মত ভালো ভালবাসি তোমারে,সারা জীবন তোমার সাথে করথে চাই বসবাস।”…

💝ভালোবাসার ছন্দ#৯০ 💝

”যেখানে যতন করে রেকেছ এই মন,সেখানে রেখগ আমায় সারাটি জীবন,তোমাকে ছাড়া যেখানে তাকি সারাক্কন মনে থাকে ভয়.তোমারি বুকের মাঝে যেন আমার নিরাপধ আশ্রয়”

💝ভালোবাসার ছন্দ#৯১ 💝

”যদি আমি পারতাম, আমি তোমাকে এক মুহুর্তের জন্যও আমার কাছ থেকে দূরে যেতে দেব না!!”

💝ভালোবাসার ছন্দ#৯২ 💝

”তোকে কেন ভালো লাগে জানিনা, তোকে কেন ভালোবাসি তাও জানিনা, শুদু একটা কথাই জানি তোকে যে কত ভালোবাসি সেটা তুই আজও জানিস না.”

💝ভালোবাসার ছন্দ#৯৩ 💝

”আজ কে তুমি কষ্ট পেলে কষ্ট পাবো আমি তোমার মত কাছের মানুষ কোথায় পাবো আমি আজ কে তুমি রাগ দেখালে কষ্ট হবে তাতে কালকে যখন চলে যাব রাগ দেখাবে কাকে?”

💝ভালোবাসার ছন্দ#৯৪ 💝

”ভালোবাসা এমন একটা সম্পর্ক, যা সুখ হয়ে চলে আসে, আর দুঃখ হয়ে চলে যায় ।ভালোবাসার সুখ টা হয় ক্ষণিকের, আর দুঃখ টা হয় সারা জীবনের ।”

💝ভালোবাসার ছন্দ#৯৫ 💝

”তুমি মানে সুখের সাথী, তুমি আমার মনে রাগ,
তুমি আমার দুঃখ সুখের সমান সমান ভাগ,
তুমি মানে হালকা হেসে চোখের কোনের জল,
তোমার কথা মনে পরলে একটা ছোট কল।”

💝ভালোবাসার ছন্দ#৯৬ 💝

”ভালোবাসা মানে হৃদয়ের টান,
ভালোবাসা মানে একটু প্রেমপরায়ন,
একটি বাসা দুটি পাখির, দুইটি তীর একটি নদীর,
একটি আশা দুইটি হৃদয়ের, ভালবাসা হলো মনের।”

💝ভালোবাসার ছন্দ#৯৭ 💝

বেসেছি যখন ভালো তোমায়,
ছাড়বোনা আর কোনদিন
পাশে থেকো যেকোন পরিস্থিতিতে
আমি আছি থাকবো চিরকাল।
আজকের দিনে তোমায় কথা দিলাম।”

💝ভালোবাসার ছন্দ#৯৮ 💝

আই লাভ ইউ বলছি তোমায়
পাশে থেকো শুধু আমার
বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাই
ভালো থেকো সাথী আমার।”

💝ভালোবাসার ছন্দ#৯৯ 💝

তুমি আমার ময়না পাখি,
আমি তোমার টিয়া।
তোমায় আমি রাখবো বুকে,
ভালবাসা দিয়া।

💝ভালোবাসার ছন্দ#১০০ 💝

তুমি বন্ধু রাজি থাকলে
প্রেম করবো তোমার সাথে,
রাগ করলে কিস করবো,
দূরে গেলে মিস করবো,
পাশে থাকলে আদর করবো,
আর ভুলে গেলে
খুব কষ্ট পাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *