প্রকাশিকা

মিয়ানমারের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত করল বিদ্রোহী গোষ্ঠী

শেয়ার করুন

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে সহিংসতা বেড়েই চলেছে। অশান্ত হয়ে পড়েছে জনজীবন। জাতিগত বিদ্রোহী এবং জান্তা-বিরোধীদের মধ্যে তুমুল সংঘর্ষ হচ্ছে। আর এই দুইয়ের সংঘর্ষের মধ্যে মারা যাচ্ছে মিয়ানমারের সাধারণ মানুষ।

 

এদিকে আজ বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণে মিয়ানমার সেনাবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার ধ্বংস হয়েছে। কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) এই আক্রমণটি চালিয়েছে। কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি মিয়ানমারের যে কটি বিদ্রোহী গোষ্ঠী রয়েছে তার মধ্যে অন্যতম শক্তিশালী একটি বিদ্রোহী গোষ্ঠী।

 

কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) সোমবার সামরিক বাহিনীর হেলিকপ্টার হামলা করে ভূপাতিত করে। হামলার পর দ্বায় স্বীকার করেছে তারা।

 

তবে কেআইএ বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, তাদের পক্ষ থেকে আগে হামলা করা হয় নি। মিয়ানমার সেনাবাহিনী হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছিল। এরই পাল্টা প্রতিউত্তর স্বরূপ কেআইএ হামলা চালিয়েছে এবং হেলিকপ্টারটি ভূপাতিত করতে সক্ষম হয়।

 

অপরদিকে স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম থেকে জানা গেছে যে, ইয়াংগন যেটি মিয়ানমারের বাণিজ্যনগরী বলে পরিচিত, সেখানে স্থানীয় জান্তাপন্থি একজন প্রশাসনিক কর্মকর্তাকে অজ্ঞাত ব্যক্তি ছুরিকাঘাতে হত্যা করেছে। সবমিলিয়ে মিয়ানমারের বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক।

 

মিয়ানমারের সামরিক বাহিনী গত ১ ফেব্রুয়ারী সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জনগণ নির্বাচন সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেয়। এরপর থেকেই পুরো মিয়ানমার জুড়ে সামরিক প্রশাসনের বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী গুলোর বিক্ষোভ- আন্দোলন চলছে। সেনাবাহিনী সাধারণ জনগণকে কঠোর হস্তে দমন করছে। এ পর্যন্ত ৭৬৬ জন সাধারণ মানুষ পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে।

 

মিয়ানমারের পূর্ব থেকেই অনেক বিচ্ছিন্নতাবাদী দল ছিল। সেই সব বিচ্ছিন্নতাবাদী দলগুলো এখন একজোট হয়ে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। বিভিন্ন শহর ও শহরতলীর তারা গোপন ঘাটি স্থাপন করেছে। প্রায়শই তাদের সাথে সামরিক বাহিনীর সংঘর্ষ হয়।

 

সোমবার স্থানীয় সময় সকাল ১০ টা ২০ মিনিটের দিক মিয়ানমারের কাচিন প্রদেশে মোয়েমাউক শহরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার ও জঙ্গিবিমান প্রবেশ করে গুলিবর্ষণ শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে কেআইএ সদস্যরা পাল্টা গুলিবর্ষণ শুরু করে। একপর্যায়ে তারা সামরিক হেলিকপ্টারটি ধ্বংস করতে সক্ষম হয়।

 

টেলিফোনে রয়টার্সকে এসব তথ্য জানিয়েছেন নও বু যিনি কেআইএ এর যোগাযোগ বিভাগের প্রধান। কিন্তু কি ধরনের অস্ত্র ব্যবহার করে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়েছে সেটা জানাই নি কেআইএ। তারা শুধু ধোয়ার কুন্ডুলি ওঠা ছবি দিয়ে হেলিকপ্টার ভূপাতিত হওয়ার খবরটি নিশ্চিত করেছে।

Leave a Comment