প্রকাশিকা

t 20 world cup

ইন্ডিয়া থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরে যেতে পারে সংযুক্ত আরব আমিরাতে

Share

ভারতে এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হবে কি না তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল অনেক আগে থেকে। বিশ্ব ক্রিকেটের অভিভাবক আইসিসি থেকে জানানো হয়েছিল, হয়তো বা বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে । সম্প্রতি ভারতে হঠাৎ করে করোনাভাইরাস মহামারীর প্রকোপ ভয়াবহ রূপ ধারণ করার পর এবার হয়তো বাধ্য হয়েই আইসিসি বিকল্প কোনো পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে। তেমন কিছুর আভাসই আপাতত আইসিসি হতে পাওয়া যাচ্ছে। বিশ্ব টি-টুয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা নিয়ে নতুন ভাবে চিন্তা ভাবনা ও পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যদি ভারতের মাটিতে সম্ভব না হয় তবে সংযুক্ত আরব আমিরাতে বিশ্ব টি-টুয়েন্টি আসরটির জমজমাট আয়োজন করতে চায় বিসিসিআই।

 

ভারতে মাটিতে আগামী অক্টোবর- নভেম্বর মাসে আয়োজন করার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের। কিন্তু হঠাৎ করেই কোরোনা ভাইরাস ( কোভিড-১৯) এর দ্বিতীয় ঢেউয়ে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে দেশটিতে। প্রতিদিন নতুন নতুন রেকর্ড হচ্ছে আক্রান্তের সংখ্যায়। ভারতে প্রায় প্রতিদিনই প্রচুর মৃত্যু সংবাদ শোনা যাচ্ছে। মৃত্যুর হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

 

আর এসব কারণে বেশ চিন্তিত হয়ে পড়েছে বিসিসিআই। এরকম ভয়াবহ পরিস্থিতিতে টি-টিয়েন্টি বিশ্বকাপের মতো এতো বড় টুর্নামেন্ট আয়োজন করা নিয়ে দ্বিতীয় বার ভাবতে হচ্ছে বিসিসিআই এবং আইসিসিকে। সম্প্রতি বিবিসি আয়োজিত পডকাস্টে বোর্ডের গেম ডেভেলপমেন্টের জেনারেল ম্যানেজার ধিরাজ মালহোত্রা বলেন, তারা নতুন করে ভাবছে এবং বিকল্প ব্যবস্থা গ্রহণের পথে অগ্রসর হচ্ছে।

 

পডকাস্ট থেকে জানা যায়, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবার আয়োজন করা হতে পারে অন্য দেশে। সম্ভবত, সংযুক্ত আরব আমিরাত এ আয়োজন করা হবে। তবে বিসিসিআই-ই টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে এটা নিশ্চিত। আসরটি যেখানেই নিয়ে যাওয়া হোক না কেন, তা বিসিসিআইয়ের অধীনেই আয়োজিত হবে।

 

এদিকে ভারতে করোনা মহামারীর মধ্যেই চলছে আইপিএল। ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলের খেলা এই নাজুক পরিস্থিতিতেও চালিয়ে যাচ্ছে বিসিসিআই। তবে এবার দর্শকদের মাঠে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপও তাই ভারত আয়োজনের জন্য আশাবাদী। বেশিরভাগ ভারতে আয়োজন করতে সর্বোচ্চ চেষ্টা করবে বিসিসিআই। বিবিসির পডকাস্টে এমনটিই বলেছে ধিরাজ।

ভারতের মানুষ ক্রিকেট খুবই পছন্দ করে। ভারতে বিশ্বকাপ আয়োজিত হলে বাণিজ্যিক ভাবে আইসিসিও অনেক লাভবান হবে। তাই করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ভারতেই আয়োজন হতে পারে বিশ্বকাপের, অন্যথায় বিশ্বকাপ চলে যেতে পারে সংযুক্ত আরব আমিরাতে।


Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *