প্রকাশিকা

অবশেষে সুপার লীগ নিয়ে মুখ খুললেন বার্সেলোনা সভাপতি

Share

ইউরোপিয়ান সুপার লিগে যোগ দিচ্ছে বার্সেলোনা এমনটাই টুইটের মাধ্যমে জানিয়েছিলেন বার্সেলোনা সভাপতি। ইউরোপের সেরা টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লিগে তারা আর খেলতে চাইছে না যারা কিনা ২০১৫ সালের পর আর চ্যাম্পিয়নস লিগ জিততে পারেনি। তাই তারা আর্থিকভাবে লাভবান হওয়ার কথা মাথায় রেখে নতুন এক লিগে যোগ দিতে চাইছে যেখানে সঙ্গী হিসেবে পাশে পাচ্ছে রিয়াল মাদ্রিদকে।
তারই ধারাবাহিকতায় পুরো ফুটবল দুনিয়া গত তিন দিনে অনেক নাটক দেখেছে। বিদ্রোহী লিগটি নিয়ে অনেক আগে থেকেই কথা চললেও হঠাৎ লিগটি চালু করার জন্য নড়েচড়ে বসায় বিস্ময়,আতঙ্কের সৃষ্টি হয়। যা পরিশেষে সবার মাঝে তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ পায়। চেলসি,লিভারপুল, ম্যানসিটির মতো জায়ান্ট ক্লাবগুলোর সমর্থকদের কড়া প্রতিবাদে ফুলে উঠে যার ফলে প্রকল্প থেকে সরে আসছে। ইংলিশ ক্লাবগুলো সহ আতলেতিকো মাদ্রিদ, এসি মিলান ও ইন্টার মিলান সরে আসলেও জুভেন্টাস এখনো কিছু জানায়নি। তবে এক বিবৃতিতে জানিয়েছে প্রকল্পটি আপাতত স্থগিত করা হচ্ছে। অন্যদিকে রিয়াল সভাপতি নাছোড় বান্দা তিনি উল্টো উয়েফার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলার পাশাপাশি ইউরোপিয়ান সুপার লিগের পক্ষে একাই লড়ে যাচ্ছেন।

এতো কিছু ঘটে যাওয়ার পরও বার্সেলোনা আশ্চর্যজনক ভাবে চুপ ছিলো। অবশেষে সুপার লিগ নিয়ে মুখ খেললেন আজ। তার এই মত শুনে যেকেউ অবাক হতেই পারেন।
গতকাল বার্সেলোনা সভাপতিকে বেশ প্রশংসিত করেছেন উয়েফা সভাপতি আলেক্সান্দর সেফেরিন।তিনি বলেন লাপোর্তা একটি বুদ্ধিদীপ্ত কাজ করেছেন। একটি শর্ত ছুড়ে দিয়েছেন, ক্লাবের সদস্যদের সুপার লিগে যোগ দেওয়ার আগে অনুমিত লাগবে। তাঁর ধারণা,অনিচ্ছা সত্ত্বেও সুপার লিগে যেতে রাজি হলেও বের হয়ে যাওয়ার একটি সহজ রাস্তা খোলা রেখেছেন লাপোর্তা। তিনি আরো জানান, লার্পোতা সুপার লিগে যোগ দেওয়ার পেছনে ক্লাবের আর্থিক দুরবস্থাকেই দায়ি করছেন।
বার্সেলোনা সভাপতি আজ টিভি থ্রির সাথে কথা বলেন। জানান, সুপার লিগে যাওয়ার সিদ্ধান্ত ক্লাবের সদস্য ও সাধারণ সভার উপর ছেড়ে দিলেও তিনি সুপার লিগের সাথেই যাচ্ছেন। টিভি থ্রিকে আরো জানান, আমরা ভেবেচিন্তে সামনে আগাতে চাই। ক্লাবের সদস্য ও সাধারণ সভার উপর সিদ্ধান্ত ভার দিলেও লিগটি বার্সেলোনার জন্য গুরুত্বপূর্ণ। সুপার লিগে যোগ দেওয়ার জন্য অন্যান্য জায়ান্টরা চাপ দিচ্ছে এবং আর্থিক বণ্টনে শ্রদ্ধা রাখবে হবে।
সুপার লিগটির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করার পর বলেন, তিনি উয়েফার সাথে সমঝোতায় বসতে আগ্রহী। এমনকি ক্লাবের খেলার যোগ্যতা বিচারেই লিগটি আকর্ষণীয় হতে হবে। তিনি আবারো জোরেশোরেই জানান তিনি ঘরোয়া লিগের পক্ষে এবং উয়েফার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। তিনি সুপার লিগ নিয়ে উয়েফার সাথে সমঝোতায় আসতে পারবেন বলেও জানান।
অন্যান্য ক্লাবগুলো সুপার লিগ থেকে সরে গেলেও রিয়াল ও বার্সেলোনা লিগটির আয়োজনের পক্ষেই থাকছেন। বার্সেলোনা সভাপতির ভাবনা, ‘এখনো লিগটি আয়োজন সম্ভব। লিগটি বানচালের জন্য অনেক ষড়যন্ত্র চলছে এবং লিগটি থেকে সরে যাওয়ার জন্য ক্লাবগুলোকে চাপও দেয়া হয়েছে ‘।
বার্সেলোনার সুপার লিগে যাওয়ার সিদ্ধান্ত সাবেক প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউই নিয়েছিলেন। এই সিদ্ধান্ত থেকে হইতো সরে আসতে পারেননি লার্পোতা এমনটাই ভেবেছেন উয়েফা সভাপতি সেফেরিনও। অথচ এই লার্পোতাই প্রেসিডেন্ট নির্বাচনে সুপার লিগের ঘোর বিরোধী ছিলেন। কিন্তু এখন তিনিই বলছেন সুপার লিগটা খুবই গুরুত্বপূর্ণ বার্সেলোনার জন্য।
তাই বলা যায়, এটা যে তার নির্বাচনী চাল ছিলো কারো বুঝার বাকি রইল না। ফুটবলের সৌন্দর্যের চেয়ে তার কাছে এখন আর্থিক লাভবান হওয়াটাই জরুরী।


Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *