কবিতাসাহিত্য

একুশে ফেব্রুয়ারি কবিতা

ও আমার একুশে ফেব্রুয়ারি
তোমায় নিয়ে জড়িয়ে আছে
লক্ষ শহীদের স্মৃতি গুলি,
ও আমার একুশে ফেব্রুয়ারি
তোমার জন্য ঝড়িয়েছে রক্ত
তাদের আমি কেমনে ভুলি।
ও আমার একুশে ফেব্রুয়ারি
তোমার জন্য দিতে হয়েছে
লক্ষ শহীদের প্রান,
ও আমার একুশে ফেব্রুয়ারি
তবুও দেশের বীর সেনারা
দেয়নি হারাতে বাংলা ভাষার সম্মান।
ও আমার একুশে ফেব্রুয়ারি
তোমার চেতনায় আজ মনে করি
লক্ষ শহীদের স্মৃতি চরনে
বাংলা ভাষায় সুর তুলি।
লেখক,
রবিউল ইসলাম জিবলু
READ MORE:  মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী জীবনী | Biography of Muhammad Junaid Babungari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *