Make money Online

দিনে ৫০০ টাকা ইনকাম করুন এটি কি সম্ভব?

বর্তমানে অনেক শিক্ষিত বেকার ছেলেরা অনলাইনে টাকা আয় করার জন্য চেষ্টা করছেন। অনেকেই গুগল সার্চ করছেন প্রতিদিন ৫০০ টাকা কিভাবে ইনকাম করা যায় অনলাইন থেকে।

যাইহোক অনেকের ধারণা এখন পূর্বের থেকে কিছুটা হলেও পরিষ্কার হয়েছে make money from home সম্পর্কিত তথ্য সম্পর্কে। এখন অনলাইন থেকে আয় করা যায় এটা নিশ্চিত এবং প্রমাণিত।  

 

তবে বাংলাদেশের অনেক বেকার যুবক জানে না অনলাইন থেকে কিভাবে সহজে আয় করা যায়।

কোন পদ্ধতি অবলম্বন করলে তাড়াতাড়ি অনলাইন থেকে টাকা আয় করতে পারবেন এই বিষয়গুলি অনলাইনে খুঁজে থাকেন।

 

বাংলাদেশ থেকে Daily 500 Taka income Online করার জন্য আপনি কি কি পদ্ধতি অবলম্বন করতে পারেন এই বিষয়গুলি আপনার জানা দরকার। 

তবে আপনাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি যে বাংলাদেশ কিছু টাকা ইনকাম করার অ্যাপস রয়েছে যেগুলোতে প্রতিদিন আপনি 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবেন বলে প্রলোভন দেখানো হয়।

তবে কিছু লোককে পেমেন্ট দেওয়া হয় এবং অনেকে তাদের পেমেন্ট সহকারে আপনাদের আপডেট করে থাকে। অবার অনেকে টাকা পান না বলে আপত্তি করে থাকেন। 

 

মূলত স্থায়ীভাবে অনলাইনে টাকা  আয় করতে হলে আপনাকে অবশ্যই কোন না কোন কাজ শিখতে হবে, যাকে স্কিল বলা হয়ে থাকে।  

অনলাইনে স্থায়ীভাবে ইনকাম করার জন্য স্থায়ী কাজগুলি হচ্ছে ফ্রিল্যান্সিং, ইউটিউবিং, ব্লগিং, এফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি। 

প্রকৃতপক্ষে এই কাজগুলো করতে আপনার কাছে দক্ষতা থাকতে হবে।

তবে শুরুতে আপনার কাছে দক্ষতা নাও থাকতে পারে আপনি সময় ব্যয় করে দক্ষতা অর্জন করে নিবেন। 

 

বন্ধুরা অনলাইনে কাজ করার জন্য কখনোই কোনো শর্টকাট পদ্ধতি অবলম্বন করবেন না। 

আজকে যদি অনলাইনে কোন বিষয়ে আপনি skill অর্জন করেন, আপনার এই অর্জন ভবিষ্যতে আপনার কাজে আসবে এবং আপনি অনলাইন থেকে সহজেই Daily 500 taka income কেন আরো বেশি টাকা আয় করতে পারবেন।

READ MORE:  অনলাইন ইনকাম বিকাশ পেমেন্ট | earn money online Bkash Payment

 

ফ্রিল্যান্সিং করে প্রতিদিন ৫০০ টাকা আয় করা খুবই স্বাভাবিক।

আপনি যদি ফ্রিল্যান্সিং করার লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে কোন কাজ শুরু করেন তবে আপনি ছয় মাসের মধ্যে প্রতিদিন গড়ে পাঁচশো টাকা আয় করতে পারবেন।

আমার দেখা কিছু ফ্রিল্যান্সার যারা মাত্র তিন মাসের মধ্যেই প্রতিদিন গড়ে 500 টাকার বেশি আয় করা শুরু করে দিয়েছেন।

 

ফ্রিল্যান্সিং করে Daily 500 Taka income Online করতে হলে আপনাকে কি কি করতে হবে?

আপনি যদি ফ্রিল্যান্সিং জগতে নতুন হন এবং ফ্রিল্যান্সিং জগতের কোনো কাজের সাথে প্রথম থেকে অভিজ্ঞতা আপনার না থাকে তবে প্রথমে আপনি কি কাজ সম্পর্কে জানেন বা ভালোলাগার বিষয় গুলি দেখুন। 

প্রথমে আপনি কোন ক্ষুদ্র বিষয় নির্বাচন করবেন যে বিষয়ে কম্পিটিশন কম থাকে। প্রিয় পাঠক কম্পিটিশন কম হলে আপনাকে কাজ পেতে সহজ হবে।

তবে চেষ্টা করবেন আপনার কোন বিষয়ে মোটামুটি ভালো দক্ষতা থাকলে তারপরে অনলাইন মার্কেট প্লেস গুলিতে গিগ তৈরি করতে। 

ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস fiveer.com এ আপনাকে নতুন অবস্থায় ৭ টি গিগ তৈরি করার জন্য সুযোগ দিয়ে থাকে।

আপনি সম্পূর্ণ ৭ টি গিগই তৈরি করবেন আপনার পছন্দের বিষয়ের উপর।

 

ধরুন আপনার ওয়ার্ডপ্রেস পছন্দ

ওয়ার্ডপ্রেসের উপর বিভিন্ন ক্যাটাগরিতে আপনি গিগ তৈরি করবেন।

ওয়ার্ডপ্রেসে কি কি গিগ সেল হয় আপনি fiveer.com এ ভিজিট করলেই এই বিষয়ে বুঝতে পারবেন।

 

ফাইবারে ওয়ার্ডপ্রেস বিষয়ে যে কোনো গিগ এর সর্বনিম্ন মূল্য ৫ ডলার থেকে শুরু করে ৫০০০ ডলার পর্যন্ত রয়েছে।

তবে নতুন অবস্থায় ৫ ডলার এর দুটি কাজ করলেই আপনি দিনে ৮০০ টাকার মতো আয় করতে পারবেন।

তাই আমি আপনাকে বলব আপনি কোন ছোট বিষয়ে জেনে বুঝে তারপরে ফাইবারে গিগ খুলুন এবং আপনার ইনকাম শুরু করেন Daily 500 Taka income Online করতে আপনার খুব বেশি সময় লাগার কথা নয়।

READ MORE:  অনলাইনে ইনকাম হালাল? is make money online haram?

এই বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে আপনি ইউটিউব ভিডিও সাহায্যে বিনামূল্যে এগুলো শিখতে পারেন।

আশা করি আপনি বুঝতে পেরেছেন অযথা বিভিন্ন অ্যাপ এ ( online taka income korar apps) কাজ করে নিজের মূল্যবান সময়  নষ্ট না করে অনলাইনে কাজ করতে যে সকল দক্ষতা প্রয়োজন অর্জন করার চেষ্টা করুন।  

প্রয়োজনে ভালো কোন ইনস্টিটিউট জয়েন করুন এবং নিজের মেধা ও শিক্ষাগত যোগ্যতা অনুসারে কাজ শিখুন।

অনলাইনে সবচেয়ে জনপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেস।

আপনি যদি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন ওয়ার্ডপ্রেস ওয়েব সাইট বিল্ডিং সহ অন্যান্য খুঁটিনাটি জিনিসগুলো শিখেন তবেও আপনি Daily 500 taka income থেকে বেশি অনেক বেশি আয় করতে পারবেন।  

Daily 500 Taka income From Blog | ব্লগিং করে ৫০০ টাকা আয়

একটি ব্লগ থেকে প্রতিদিন ৫০০ টাকা আয় করার জন্য কি পরিমান ভিজিটর প্রয়োজন?

 আপনি যদি এমন প্রশ্ন করেন তবে আপনাকে সরাসরি উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।

কেননা একটি ব্লগ থেকে আয়ের অনেক গুলি মাধ্যম রয়েছে, তাই Daily 500 Taka income Online ব্লগ থেকে এখন খুবি সহজ।  

তবে আপনার প্রশ্ন যদি হয় গুগল অ্যাডসেন্স থেকে Online Taka income করতে হলে কি পরিমান ভিজিটর প্রয়োজন হবে।

আপনার এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে। 

তবে আপনি কোন বিষয়ে ব্লগ করছেন এবং সেটি কী বাংলা ব্লগ, নাকি ইংরেজি ব্লগ তার উপর নির্ভর করে আপনার আয়ের পরিমাণ।

বাংলা ব্লগ হলে আপনার ট্রাফিক মূলত বাংলাদেশ থেকেই হবে। এছাড়াও আরও একটি বিষয়ের উপর নির্ভর করছে আপনি যে বিষয়ের উপরে লিখেছেন সেই বিষয়ে সিপিসি কেমন।

আমার ধারনা মতে বাংলাদেশের বাংলা ব্লগ থেকে দিনে ৫০০ টাকা আয় করার জন্য আপনাকে আনুমানিক 2000 থেকে 3000 ভিজিটর প্রয়োজন।

তাই আমি বলবো দুই হাজার থেকে তিন হাজার ভিজিটর একটি বাংলা ব্লগে নিয়ে আসার জন্য কমপক্ষে এক বছর কষ্ট করতে হবে।

READ MORE:  এডসেন্স এডস লিমিট কেন হয়? সহজেই যেভাবে ফিক্স করতে পারবেন | Adsense Ad limit solution

 

তাই আমি আপনাকে সাজেস্ট করে আপনি যদি বাংলা ব্লগিং শুরু করতে চান অবশ্যই এই পরিমাণ সময় আপনি অপেক্ষা করতে পারবেন কিনা Daily 500 taka income করার জন্য।

তবে মনে রাখবেন একবার যদি আপনার ব্লগে আপনি ভালো করে দাঁড় করাতে পারেন পরবর্তীতে আপনি অল্প কাজ করলেও আপনার এই পরিমাণ টাকা আসতে থাকবে।

আপনার ব্লগ লোকেদের কাছে যত বেশি জনপ্রিয় হবে আপনার ভিজিটর বাড়বে এবং আপনার আয়ের উপায়ও বাড়বে।

তাই অনেকেই বর্তমানে ব্লগিং কে পেশা হিসাবে বেঁছে নিচ্ছেন এবং Online Taka income করতে ব্লগিংয়ের দিকে ঝুঁকছেন।

 

YouTube Theke 500 Taka income | ইউটিউব থেকে ৫০০ টাকা আয়

ভিডিও কনটেন্ট তৈরি করা টেক্সট কন্টেণ্ট থেকে কিছুটা কষ্টকর।

কেননা অনেকের ক্যামেরা ফেস করতে সমস্যা হয় এবং ক্যামেরার সামনে কথা বলতেও সমস্যা হয়।  

তবে ব্লগিং এর মত ইউটিউব থেকেও 500 টাকা আয় Daily 500 taka income করতে আপনাকে ঠিক এক বছরের মতো লেগে যেতে পারে।

এখানেও  নির্ভর করছে আপনি কোন বিষয়ের উপরে ইউটিউবিং করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *