২১ শে ফেব্রুয়ারি ফেসবুক স্ট্যাটাস, উক্তি, শুভেচ্ছা বার্তা,
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি দিনে মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ে রক্ত দেয় ভাষা সৈনিকরা। যা বিশ্ব ইতিহাসে বিরল, পৃথিবীর কোন জাতি নিজের ভাষায় কথা বলার জন্য রক্ত দেননি। বাংলা ভাষার প্রতি সম্মান রেখে জাতিসংঘ কর্তৃক প্রতিবছর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় । ২১ শে ফেব্রুয়ারি ফেসবুক স্ট্যাটাস, উক্তি ও উক্তি শুভেচ্ছা বার্তা এবং মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে কিছু ফেসবুক স্টাটাস নিচে দেওয়া হলো-
একে একে দিন বয়ে যায়
বন্দি ইতিহাসের পাতায়
সোনার সে নাম গুলো,
হায় কী ছিল এই ললাটে
ইতিহাসের সেই মলাটে
জমছে দেখ ধূলো!
এখন শুধু একুশ এলে
সব মমতা উঠছে ঠেলে
অন্যদিনে নয়,
আপন ভাষা মাতৃভাষা
জীবন দিয়ে ভালোবাসা
এভাবে কি হয়?
আগুন ঝরা ফাগুন দিনে
মাতৃভাষা আনলো কিনে
প্রাণের বিনিময়ে,
রক্তস্রোত যায় যে বয়ে
রয় ইতিহাস সাক্ষী হয়ে
অপার এক বিস্ময়ে!
এই কাহিনি কল্পনা নয়
রূপকথারই গল্প ও নয়
শুনতে কি চাও আরো?
কৃষ্ণচূড়া রঙিন ডালে
লাল হলো সেই রক্ত লালে
নয় অজানা কারো।
সময় যে আর নেইতো বেশি
হতে হবে বাংলাদেশী
তাই তোমাকে বলি,
দেশকে এসো ভালোবাসি
বাংলাভাষায় কাঁদি-হাসি
স্বপ্ন দেখে চলি…।
মাতৃভাষা রক্ষার জন্য যারা নিজের জীবন বিলিয়ে দিয়ে শহীদ হন তাদেরকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা
নিজের দেশের প্রাণের ভাষা কে রক্ষা করার জন্য যারা শহীদ হন তাদের প্রতি আমাদের অফুরন্ত শুভেচ্ছা
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি -একুশে ফেব্রুয়ারি শুভেচ্ছা
যতদিন বাংলার হবে ততদিন বাঙ্গালীদের মনে রয়ে যাবে ভাষা শহীদদের স্মৃতি ভাষা শহীদদের শুভেচ্ছা
বাঙালিরা বলতে চাই যে ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে আমরা বাংলাভাষাকে ফিরে পেয়েছি এজন্য তাদের প্রতি আমাদের অফুরন্ত শুভেচ্ছা
এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা আমরা তোমাদের ভুলবোনা এজন্য ভাষা শহীদদের প্রতি অফুরন্ত শুভেচ্ছা
যারা ভাষার জন্য প্রাণ দিয়েছিল তাদের প্রতি আমাদের অফুরন্ত ভালবাসা ও শুভেচ্ছা এবং চিরকাল আমাদের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে
রফিক শফিক জব্বার বরকত সহ সকল শহীদদের প্রতি আমাদের অফুরন্ত শুভেচ্ছা
বাংলাদেশের সোনার ছেলে ভাষা শহীদের দল,
জীবন দিয়ে এনে দিলো বাংলা ভাষার ফল,
তাদের দানে আজকে আমরা স্বাধীন ভাবে বাংলা বলি,
সেই সোনার ছেলেদের ত্যাগের কথা কেমন করে ভুলি
রফিক, সালাম, বরকত, আরো হাজার বীর সন্তান,
করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান ,
যাদের রক্তে রাঙ্গানো একুশ ওরা যে অম্লান,
ধন্য আমার মাতৃভাষা ধন্য তাদের প্রাণ