ক্যাম্পাস ভিউ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক আলোয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

ময়মনসিংহের ত্রিশাল, নামটি শুনলে প্রথমে যার কথা মনে আসে তিনি কবি নজরুল। নজরুলের স্মৃতি বিজড়িত এলাকাটি যেন হয়ে উঠেছে সাংস্কৃতিক আবাস্থল। ত্রিশালের নামা পাড়ার বটতলা, এখানেই দরিরামপুর হাইস্কুলে পড়াকালীন কবি বটগাছের নিচে বসে বাঁশি বাজাতেন। কবির স্মৃতি ধরে রাখতে তারই সাথে তার সাংস্কৃতিক ধারাকে আরও বিস্তৃত করতে জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণার লক্ষ্যে ২০০৬ সালে  বাংলাদেশ সরকারের অর্থায়নে ৫৭ একর ভূমির উপর গড়ে উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)।

Official Website

 

আমার স্মৃতি

২০১৯ এর মাঝামাঝির কথা। বন্ধু সালমান ধরেছে তার ক্যাম্পাসে যেতে হবে। আমি বললাম যদি যাই তবে বিকেলেই যাব। বিকেলে অবস্থান নিলাম ময়মনসিংহের টাউনহল মোড়ে। অপেক্ষা, কখন আসবে আমাদের কাঙ্ক্ষিত কবি নজরুলের “প্রলয়শিখা” কাব্যগ্রন্থের নামধারী প্রলয়শিখা বাস। বন্ধুর কাছ থেকে জানতে পারলাম বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বাসের নামই নাকি তাঁর রচিত গ্রন্থের আলোকে দেওয়া। অপেক্ষার পালা শেষে যখন বাস আসলো তখন র‍য়ে সয়ে উঠার মত অবস্থা ছিল না। যে যার মত পারলাম দ্রুত উঠে গেলাম, সিট ধরতে হবে। সিট পেলাম বাসও চলতে থাকলো। ময়মনসিংহ শহরের রাস্তায় তখন প্রচণ্ড যানজট। তারই ভেতর বাস যাচ্ছে আর কিছুক্ষণ পরপর কাম্পাস বাসীরাও উঠে যাচ্ছে। বাস এক সময় পরিপূর্ণ। প্রলয়শিখা আমাদের নিয়ে চলছে ক্যাম্পাসের অভিমুখে। এতক্ষণ যানজটে বিরক্ত হয়ে উঠেছিলাম। কিন্তু ময়মনসিংহ মেডিক্যাল ছাড়ানোর সাথে সাথেই যেন হটাত সব উধাও। আমি তাকিয়ে বাহিরে, জানালা আধো খোলা, আসছে বাতাসের তোর। তারই সাথে আমার পেছনের সিটে গান গাইছে এক ভাই। পরিবেশই যেন তাকে গান গাইতে বাধ্য করেছে।

 ময়মনসিংহ ঢাকা রুটেই ত্রিশালের অবস্থান। চার লেনের এই রাস্তায় প্রলয়শিখা চলছে প্রলয় বেগে। সন্ধ্যায় মাগরিবের আগে যখন প্রলয়শিখা ক্যাম্পাসে পোঁছাল এক গোধূলি আলোয় পুরো ক্যাম্পাসটিকে যেন লালচে লাগছিল। একপাশে মাঠ আর তারই পাশে সুউচ্চ ভবন গুলো যেন দাঁড়িয়ে আছে আভিজাত্য নিয়ে। 

READ MORE:  বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

রাতে দেখেছি তরুণ-তরুণী দলের গানের সমাবেশ। রাতের স্নিগ্ধ শীতলতা আর ভোরের দারুন আবহ যেন বারবার কবি নজরুলকে স্মরণ করিয়ে দিচ্ছিল। ইচ্ছে ছিল উপায় ছিল না, কর্ম ব্যস্ত সদা সজিব ক্যাম্পাসটিকে একবার দেখে যেতে। সবাই যখন ক্যাম্পাসে আসার প্রস্তুতি নিচ্ছে তখন আমি ফিরে যাচ্ছি। আরও কোনদিন যাওয়া হবে কিনা জানিনা। কিন্তু, সাংস্কৃতিক চমৎকার আবহ মনে গেথে দিয়েছে জাককানইবি।

 

বিশ্ববিদ্যালয়ের অবস্থান

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ শহর হতে প্রায় ২২ কিলোমিটার দূরে, ত্রিশাল উপজেলা সদর হতে ৩ কিলোমিটার দূরে নামাপাড়া-বটতলায় অবস্থিত। ঢাকা হতে এর দূরত্ব ১০০ কিলোমিটার। 

আর ও পড়ুনঃ উত্তরবঙ্গের শিক্ষা প্রদীপ – হাবিপ্রবি

অনুষদসমূহ

 

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ

 

  • কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
  • তড়িৎ এবং ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ
  • পরিবেশ বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
  • পরিসংখ্যান বিভাগ

 

ব্যবসায় প্রশাসন অনুষদ

  • ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ
  • হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগ
  • মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ
  • ব্যবস্থাপনা বিভাগ

 

আইন অনুষদ

  • আইন ও বিচার বিভাগ

 

সামাজিক বিজ্ঞান অনুষদ

 

  • অর্থনীতি বিভাগ
  • লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ
  • সমাজবিজ্ঞান বিভাগ
  • ফোকলোর বিভাগ
  • নৃবিজ্ঞান বিভাগ
  • পপুলেশন সায়েন্স বিভাগ
  • স্থানীয় সরকার এবং নগর উন্নয়ন বিভাগ

 

কলা অনুষদ

 

  • বাংলা বিভাগ
  • ইংরেজি বিভাগ
  • থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ
  • ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ
  • দর্শন বিভাগ
  • সঙ্গীত বিভাগ
  • চারুকলা বিভাগ

 

 

আবাসিক হল সমূহ

 

বিদ্যালয়ে দুটি আবাসিক হল রয়েছে। ছাত্রীদের জন্য দোলনচাঁপা হল এবং ছাত্রদের জন্য অগ্নিবীণা হল। বর্তমানে দশতলা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল (ছাত্রীদের জন্য) এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল (ছাত্রদের জন্য) দুটি হল নির্মাণাধীন রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *