প্রকাশিকা

মমতার অসাধারণ বিজয় আবারও

শেয়ার করুন

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপুল ভোটে জয় পেয়েছে তৃণমূল। জয়ী হওয়ার পর গতকাল সন্ধ্যায় নেত্রী মমতা বন্দ্যেপাধ্যায় রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। মমতা বন্দ্যেপাধ্যায়ের জয় আবারও তার জনপ্রিয়তাকে প্রমাণ করল।

 

বিজয়ী হওয়ার পর আজ মমতা তার কালিঘাটের দপ্তরে যান। সেখানে তিনি বক্তব্য রাখেন। তিনি তার জয়ের জন্য অভিনন্দন জানান রাজ্যবাসীকে। মমতা বলেন, জনগণের আশীর্বাদেই তৃণমূল বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। এ জয় শুধু তৃণমূলের বিজয় নয়, এ জয় সমগ্র বাংলার মানুষের বিজয়। এ বিজয়ের ফলে ভারতবর্ষ বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে গেল বলে জানান মমতা। মমতা আরও বলেন, ২২১ আসন জয়ের লক্ষ ছিল তাদের দলের। তারা আসন পেয়েছে ২১৫ টি। তৃণমূল এর এই বিজয়ে তৃণমূল সমর্থকদের মধ্যে বইছে আনন্দের জোয়ার।

 

মমতা গ্রামের বিভিন্ন ক্লাবকে ৫০ হাজার ফুটবল উপহার দিবেন তাদের বিজয় উপলক্ষে। কারণ মমতার মতে এবার অনেক কঠিন খেলা হয়েছে নির্বাচনের মাঠে। তাই তিনি গ্রামের বিভিন্ন ক্লাবকে ফুটবল উপহার স্বরূপ দিবেন। এছাড়া করোনা পরিস্থিতি নিয়ে মমতা বলেন, তিনি কেন্দ্রীয় সরকারের কাছে বিনামূল্যে করোনার ভ্যাকসিন চাইবেন। ভ্যাকসিন বিনামূল্যে প্রদান না করলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন মমতা। এছাড়াও এই নেত্রী আরও বলেন, করোনা ভাইরাসের মহামারীর কারণে বিজয়ের পরও তারা আনন্দ উৎসব করছেন না। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে কলকাতার ব্রিগেডে বর্ণাঢ্য বিজয় উৎসব আয়োজন করবে মমতা।

 

নির্বাচনের সর্বশেষ খবর অনুযায়ী রাজ্যে মোট ২৯২টি আসন রয়েছে। তার মধ্যে তৃণমূল জিতে নিয়েছে ২১৫ টি আসন ইতিমধ্যে। অন্যদিকে বিজেপি বিজয় পেয়েছে মাত্র ৭৫ টি আসনে। মাত্র একটি আসন জিতে লজ্জাজনক ভাবে হেরেছে সংযুক্ত মোর্চা।

 

তৃণমূলের বিজয়ের পর মমতা এখন রাজ্যের উন্নয়নে আরও বেশি বদ্ধপরিকর। সবাইকে নিয়ে একসাথে কাজ করতে আগ্রহী বলে জানান তিনি। তিনি সবাইকে তার সাথে উন্নয়নের মহাযাত্রায় সামিল হওয়ার আহবান জানান। মমতা বলেন যে বাংলার মানুষের আশীর্বাদে তারা জয়ী হয়েছে সেই বাংলার মানুষের জন্য তিনি ও তার দল সবকিছু করতে প্রস্তুত। রাজ্যর উন্নয়নই তার দলের একমাত্র লক্ষ। করোনা পরিস্থিতি মোকাবেলা বর্তমানে তার দলের অন্যতম চ্যালেঞ্জ। বাংলার মানুষের সুখে দুঃখে তিনি সবসময় পাশে থাকবেন এবং নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে বলে জানান মমতা। বাংলার মানুষের উন্নয়নই তৃণমূলের একমাত্র লক্ষ।

Leave a Comment