ক্যাম্পাস ভিউ

বিইউপি পাবলিক না প্রাইভেট?

বিইউপি ( BUP ), বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। বাংলাদেশের ২৯ তম পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের প্রথম সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয় যা মিলিটারি দ্বারা পরিচালিত। ৫ই জুন ২০০৮ সালের ঢাকার মিরপুর ক্যান্টনমেন্টে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস। বিইউপি এর অধীনে মিলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি(MIST) সহ আরো ৫৬ টি সামরিক প্রতিষ্ঠান তাদের একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে।

 

BUP official Website- https://bup.edu.bd/

 

বিইউপি নিয়ে একটি ভ্রান্ত ধারণা

পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে শিক্ষার্থীরা নাম মাত্র একাডেমিক ফি দিয়ে শিক্ষাবর্ষ গুলো শেষ করে থাকে। সেখানে বিইউপির একাডেমিক ফি অন্য পাবলিক বিশ্ববিদ্যালয় গুলো থেকে একটু বেশি। যার দরুন অনেকে দিধায় ভোগেন বিউপি পাবলিক না প্রাইভেট বিশ্ববিদ্যালয়? মিলিটারি নিয়ন্ত্রনাধীন সুশৃংখল পরিবেশ এবং শিক্ষাক্ষেত্রে পর্যাপ্ত ফ্যাসিলিটিস দেওয়া এই বিশ্ববিদ্যালয়টিও পাবলিক। সেশন জট এবং রাজনীতি মুক্ত অত্যন্ত চমৎকার পরিবেশে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিচালিত হয়। 

বিইউপিতে ৪ বছর মেয়াদি কোর্স গুলোতে কিরূপ খরচ হতে পারে তার একটি নমুনা চিত্র,

  • ICT- ১,৩৭,০০০ টাকা প্রায়
  • Environmental Science- ১,৪১,০০০ টাকা প্রায়
  • English- ১,৪০,০০০ টাকা প্রায়
  •  Economics- ১,৩৩,০০০ টাকা প্রায়
  •  Sociology- ১,৪০,১০০ টাকা প্রায়
  • Public Administration- ১,৪০,১০০ টাকা প্রায়
  • IR- ১,৪৩,০০০ টাকা প্রায়
  • Law- ১,৪৩,০০০ টাকা প্রায়
  • BBA General- ১,৪০,০০০ টাকা প্রায়
  • BBA Management- ১,৪০,০০০ টাকা প্রায়
  • BBA Marketing- ১,৪০,০০০ টাকা প্রায়
  • BBA Finance & Banking- ১,৪০,০০০ টাকা প্রায়
  • BBA Accounting (AIS)- ১,৪০,০০০ টাকা প্রায়
  • Development Studies- ১,৪০,০০০ টাকা প্রায়
  • DHSM- ১,৪২,০০০ টাকা প্রায়

 

অনুষদ এবং বিভাগসমূহ

 

বিশ্ববিদ্যালয়টিতে মোট পাঁচটি অনুষদ এবং ১৭ টি বিভাগ রয়েছে

 

 আর্টস এন্ড সোস্যাল সাইন্স ফ্যাকাল্টিঃ 

 

  • ইকোনমিক্স 
  • ইংলিশ
  • পাবলিক এডমিনিস্ট্রেশন 
  • সোশালজি 
  • ডেভেলপমেন্ট স্টাডিজ
  • ডিজাস্টার এন্ড হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্ট 

 

বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টিঃ 

 

  • ফিন্যান্স এন্ড ব্যাংকিং 
  • একাউন্টিং 
  • ম্যানেজমেন্ট 
  • মার্কেটিং
  • বিবিএ জেনারেল
READ MORE:  Shahjalal University of Science and Technology | শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

 

সাইন্স এন্ড টেকনোলজি ফ্যাকাল্টিঃ 

 

  • আইসিটি
  • এনভায়রনমেন্টাল সাইন্স 

 

সিকিউরিটি এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ফ্যাকাল্টিঃ

 

  • আইন
  • ইন্টারন্যাশনাল রিলেশন্স
  • ম্যাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম

 

 

মেডিকেল স্টাডিজ ফ্যাকাল্টিঃ ( এটি প্রস্তাবিত)

 

  • ফার্মেসী
  • পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স
  • ফুড এন্ড নিউট্রিশন

 

 

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর অধিনে ৫৬ টি প্রতিষ্ঠান পরিচালিত হয়

 

কয়েকটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হলো:

সেনাবাহিনী পরিচালিত ৬ টি মেডিকেল কলেজ

 

  • আর্মি মেডিকেল কলেজ, যশোর
  • আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ
  • আর্মি মেডিকেল কলেজ, বগুড়া
  • আর্মি মেডিকেল কলেজ, কুমিল্লা
  • আর্মি মেডিকেল কলেজ, রংপুর
  • আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম

 

এছাড়া অন্য প্রতিষ্ঠান গুলো,

 

  • ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ
  • ন্যাশনাল ডিফেন্স কলেজ
  • বাংলাদেশ মিলিটারি একাডেমি
  • ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুল
  • মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি
  • বাংলাদেশ নেভাল একাডেমি
  • বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি
  • আর্মি ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন, সাভার
  • আর্মি ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন, সিলেট
  • আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি
  • আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *