প্রকাশিকা

সর্বশেষ

করোনা মোকাবেলায় অবশেষে বাংলাদেশ অনুমোদন দিল রাশিয়ার টিকা ব্যবহারের

Share

 

করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ অবস্থা ধারণ করেছে পাশ্ববর্তী দেশ ভারতে। বাংলাদেশেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে ভারতের লেভেল ৩ এর করোনা ভাইরাসের। আজকে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত জরুরি জনস্বাস্থ্য ক্ষেত্রের ওষুধ, পরীক্ষামূলক ওষুধ, টিকা ও মেডিকেল সরঞ্জামবিষয়ক কমিটি মহামারী করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় দেশে রাশিয়ার টিকা ‘স্পুটনিক-ভি’ ব্যবহারের সরবরাহ ও ব্যবহারের অনুমোদন দিয়েছে।

আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) ওষুধ প্রশাসন অধিদফতরের এক সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। রাশিয়ার টিকা অনুমোদনের এই সিদ্ধান্ত নেয়ার ফলে রাশিয়ার করোনা টিকা আমদানি ও ব্যবহারে এখন থেকে আর কোনো আইনগত বাধা থাকলো না বাংলাদেশে। এদিকে বাংলাদেশ যদি এখন টিকা কিনতে চায় তাহলে রাশিয়া বাংলাদেশকে আগামী মাস থেকেই টিকা দিতে পারবে। সরকারি নথিপত্র থেকে এমনটিই জানা গেছে।

‘’করোনা টিকা তৈরির প্রযুক্তি বাংলাদেশকে দেবে রাশিয়া” -একথা পররাষ্ট্রমন্ত্রী গত ২২শে এপ্রিল জানিয়েছেন। করোনা টিকা তৈরির প্রযুক্তি বিষয়ে বাংলাদেশকে রাশিয়ার সহায়তা নিয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে ইতিমধ্যে। তবে রাশিয়া একটি শর্ত দিয়েছে। শর্তটি হলো বাংলাদেশ এ প্রযুক্তি অন্য কোনো দেশকে সরবরাহ করতে পারবে না। এ শর্তটি বাংলাদেশ মেনে নিয়েছে এবং সম্মতি জানিয়েছে। বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী যে কোনো প্রতিষ্ঠানকে রাশিয়া এই প্রযুক্তি দিবে বলে জানা গেছে। কিন্তু এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময় লাগবে প্রায় ২-৩ মাস।

এদিকে টিকা অনুমোদনের বিষয়ে ওষুধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তাদের জিজ্ঞাসা করা হলে তারা বলছেন, যে কোনো ওষুধ, টিকা বা চিকিৎসাসামগ্রী তখনই বাংলাদেশে অনুমোদন দেয়া হয় যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও সুইজারল্যান্ডে সেসব ওষুধ, টিকা বা চিকিৎসা সামগ্রী ব্যবহারের অনুমোদন দেয়। এই সাতটি দেশ এমনিতেই কোনো ওষুধ, টিকার অনুমোদন দেয় না। যে সব টিকা বা ওষুধ বৈজ্ঞানিকভাবে কার্যকর ও নিরাপদ, সেসব ওষুধ, টিকা বা চিকিৎসা সরঞ্জামের অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা এই সাতটি দেশ দিয়ে থাকে । কিন্তু এখনো রাশিয়ার টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার এবং ঔ সাতটি দেশের অনুমোদন পায়নি। আর একারণেই বাংলাদেশে রাশিয়ার টিকাটির বিশেষ অনুমোদন দরকার ছিল যা আজ দেওয়া হলো। রাশিয়ার তৈরি করোনা ভাইরাসের টিকাটির নাম ‘স্পুটনিক- ভি’। রাশিয়ার এই টিকাটি ভালো কাজ করবে বলে আমরা আশাবাদী।


Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *