কবিতা- মাশুল
মাশুল
চেনা পথে যদি না-ই বা যাওয়া যায়
তবে গন্তব্য কেন এত নিরালায়!!
পাখিটি তার বাসা বাধিয়াছিলো অসীম সে সাগরে;
না জানিতো এ বাস তাহারে,, ভাসিয়ে নিবে অতল গহব্বরে।
রুহের হায়ে জ্বলিয়া-পুড়িয়া যায় প্রবালে বাধে বাসা;
সে মাশুল তাহারে দিতে হইবে যে ,
না থাকিবে কোনো আশা।
বোকার স্বর্গে বাস করিয়া সে মিলাইতে চাইলো ধাঁধা;
তীরে উড়ে উড়ে বোকা বনে গেলো নিজেরে সাজাইলো গাধা।
জীবিত শোকের ভয়াবহ দাম না জানিয়া যে দেয় পাড়ি;
সে পাখির জন্য মাশুল যেন খুনীর হাতের সুপারি।
-নাসরিন আখতার
পদার্থবিজ্ঞান বিভাগ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর।