কবিতাসাহিত্য

কবিতা- উপলব্ধি

উপলব্ধি 

 

ভঙ্গুর হইয়া পথিক আসিলো তোমারো দুয়ারে ;

তুমি নিবেদিত প্রাণ,করিলা দূর তাহার সকলি পেরেশান।

 

এমনি করিয়া মাতিয়া উঠিলা,পথিকের মত নিজেরে ভাবিলা;

সময় গড়িলো তাহার ও হইলো সকলি অবসান!!

 

আজও আশ্রয় আবাস গড়িয়া তুলিয়া নিজেরে দিয়া বলি;

ভাবিয়ো না যে ভুল করিয়াছো হবে তাহার ও জলাঞ্জলি।

 

মন তবু হায় নাহি মানিতে চায়,সইত্য নিষ্ঠুর বড়

হইবে না শেষ তোমারো যন্ত্রণা উপলব্ধি এখনি করিয়ো।

 

যাহারো লাগিয়া ছাড়িলা বোকা নিজের ও স্বর্গবাস

সে পথিক তোমারে নিঃস্ব করিয়া গড়িয়াছে সুখাবাস।।

 

আজি এ দিবস-রজনী উপলব্ধি করিয়া লইয়ো,,

তুমি যাহা দিবা যাহারে করিয়া পূর্ণ; 

তাহাই করিবে তোমা সকলি হতে শুন্য!!!!

 

নাসরিন আখতার 

পদার্থবিজ্ঞান বিভাগ 

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

READ MORE:  পাণ্ডুলিপি - গল্প নং ১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *