প্রকাশিকা

৪৩ তম বিসিএস এর বিস্তারিত; পেছানো হবে তারিখ

শেয়ার করুন

আবারো পিছানো হবে ৪৩ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখবাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) তথ্য জানিয়েছে। উক্ত পরীক্ষার জন্য দিন ধার্য করা হয়েছিল ১৫ অক্টোবরআর এই ১৫ অক্টোবরে হিন্দু ধর্মাবলম্বীদের দূর্গা পূজার বিজয় দশমীর দিন পরে গিয়েছেবিসিএস এর তারিখ নির্ধারণের সময় যা সংশ্লিষ্ট কর্মকর্তাদের চোখ এড়িয়ে যায়এখন তা দৃষ্টিগোচর হওয়ায় পরীক্ষা এক সপ্তাহ পেছাতে পারে বলে পিএসসি সূত্রে জানা গিয়েছে । এই তারিখ কমিশনের সভা শেষে পুনর্নির্ধারণ করা হবে।

এই পরীক্ষার জন্য ৩১ মে পর্যন্ত প্রার্থীরা আবেদনের করতে পারবেন।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি মোতাবেক , বিভিন্ন ক্যাডারে বিবিএস এ ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে ৩০০ জন প্রশাসন ক্যাডারে, ১০০ জন পুলিশ ক্যাডারে, ২৫ জন পররাষ্ট্র ক্যাডারে, ৮৪৩ জন শিক্ষা ক্যাডারে, ৩৫ জন অডিটে, ২২ জন তথ্যে, ১৯ জন ট্যাক্সে, ১৪ জন কাস্টমসে ও ১৯ জন সমবায়ে নিয়োগ দেওয়া হবে।

নম্বর বণ্টন

২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় পার্থীকে অংশগ্রহণ করতে হবে। সময় ২ ঘণ্টা। ১ টি প্রশ্নের শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে। একটি ভুল উত্তরের জন্য দশমিক ৫০ (শূন্য দশমিক পাঁচ শূন্য) নম্বর কাটা যাবে।

পরীক্ষার বিষয়

৩৫ বাংলা ভাষা ও সাহিত্য, ৩৫ ইংরেজি ভাষা ও সাহিত্য, ৩০ বাংলাদেশ বিষয়াবলি , ২০ আন্তর্জাতিক বিষয়াবলি, ১০ ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা , ১৫ সাধারণ বিজ্ঞান, ১৫ কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, ১৫ গাণিতিক যুক্তি, ১৫ মানসিক দক্ষতা, ১০ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন নম্বরের ওপর পরীক্ষা হবে।

পরীক্ষা কোথায় হবে?

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হবে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা

এর আগে ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়ে সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) চিঠি দিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

করোনা মহামারীর কারনে বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের চূড়ান্ত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। এতে করে অনেক শিক্ষার্থী ৪৩তম বিসিএসে আবেদন করতে পারবেন নাএরপর স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়গুলোয় স্নাতক পরীক্ষা শুরু হলে সে মোতাবেক ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে পিএসসিকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল ইউজিসি। তারপর আবেদনের সময়সীমা ৩১ জানুয়ারির পরিবর্তে আগামী ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়। পরে আবেদনের সময়সীমা আরও দুই মাস বাড়ানো হয়।

Leave a Comment