প্রকাশিকা

মেসি নৈপুণ্যে ভ্যালেন্সিয়া জয় বার্সার

শেয়ার করুন

শিরোপার দৌঁড়ে সমান তালে টিকে থাকতে ম্যাচ জেতো। আবার শিরোপা লড়াইয়ে পিছিয়ে পরতে পয়েন্ট হারাও। লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে এমন সব সমীকরণ সামনে রেখেই ম্যাচটি খেলতে নেমেছিলো বার্সেলোনা। অবশেষে বার্সেলোনার জন্য প্রথম সমীকরণটিই মিলেছে। ভ্যালেন্সিয়ার তাদেরই ঘরের মাঠে ৩–২ গোলে হারিয়ে হারায়। যার ফলে এখনো শিরোপা দৌড়ে টিকে রইল বার্সা। জোড়া গোল করেন মেসি, অন্য গোলটি করেছে ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজমান।

এখন পর্যন্ত ৩৪ ম্যাচ হয়েছে এর মধ্যে বার্সা- রিয়ালের সমান ৭৪ পয়েন্ট। মুখোমুখি লড়াইয়ে রিয়াল এগিয়ে থাকায় পয়েন্ট তালিকায় তিন নাম্বারে বার্সা। অন্যদিকে সমান ৩৪ ম্যাচ খেলেও ৭৪ পয়েন্ট নিয়ে সবার উপরে আতলেতিকো মাদ্রিদ।

ভ্যালেন্সিয়ার ঘরের মাঠ মেস্তায়ায় শুরুতে পিছিয়ে পরলেও দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে বার্সা। মাত্র ১৪ মিনিটের ঝলকানিতে উড়ে যায় ভ্যালেন্সিয়া। পুরো ম্যাচের মধ্যে ঐ ১৪ মিনিটেই তিন গোল দেয় বার্সা অথচ দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়ে।

টনি লাতো ভ্যালেন্সিয়ার সর্বনাশটা ডেকে আনেন। ৫৫ মিনিটে পেনাল্টি বক্সে হ্যান্ড বল করে বসেন। সাথে সাথে পেনাল্টির বাঁশি। তবে মেসি পেনাল্টি শট থেকে গোল করতে ব্যর্থ হলেও গোলের খাতায় নাম ওঠে তারই। পেনাল্টি শট সিলেসান ফিরিয়ে দিলে ফিরতি বল পেদ্রির পায়ে আসে আর তার জোরালো শট ভ্যালেন্সিয়ার ডিফেন্ডারের শরীরে লেগে মেসির কাছেই আসে। পেনাল্টি মিস করলেও এবার লীগের ২৭ তম গোলটি করতে মিস হয়নি।

এরপর আবারও ৬৩ মিনিটে গোল পায় বার্সা। গোলটি করেন আঁতোয়ান গ্রিজমান। গোলের কারিগর জর্দি আলবা তার দুর্দান্ত ক্রসে ফ্রেঙ্কি ডি ইয়ং এর পায়ে বল যায়। বলটি জালে প্রায় পাঠালেও সিলেসেনের আরেকটি দুর্দান্ত সেভে বলটি ফিরে আসে।ফিরে আসা বলটি সুযোগের সন্ধানে থাকা গ্রিজমানের পায়ে যায় আর গোল।

পরের গোলটির জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ছয় মিনিটের ব্যবধানেই দুর্দান্ত এক ফ্রিকিকে বার্সেলোনা এগিয়ে যায় ৩–১ গোলে।

৫০ মিনিটে প্রথম গোলটি পায় ভ্যালেন্সিয়া। গঞ্জালো গেদেসের শট কর্নারের মাধ্যমে ফিরিয়ে দেন বার্সা গোলরক্ষক মার্ক–আন্দ্রে টের স্টেগেন। কর্নার থেকে আসা বল টের স্টেগেন মিস করলে গ্যাব্রিয়েল পলিস্তার হেড এ গোল করলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া।

কার্লোস সোলেরের পেনাল্টি বক্সের বাইরে থেকে ৮৩ মিনিটে অসাধারণ শট শুধু ব্যবধানই কমাতে পারে ভ্যালেন্সিয়ার।

ম্যাচের শুরুটা ভালোই করে বার্সা। আধিপত্য ধরে রাখে পুরো প্রথমার্ধ। প্রথমার্ধে বেশ কয়েকটা মিস করেছে বিশেষ করে ম্যাচের ৩ মিনিটে এগিয়ে যেতে পারত বার্সা। পেনাল্টি স্পটের দূর থেকে মিস করেন পেদ্রি।

এরপর ১২ মিনিটে মেসির নিখুঁত এক ফ্রিকিকে গোল হওয়া থেকে ফিরিয়ে দেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক ইয়াসপার সিলেসেনের।

সবচেয়ে সহজ একটি সুযোগ মিস করে ৪০ মিনিটে। জর্দি আলবার ক্রসটা পায়ে লাগালেই গোল হতো। সাৃনে থাকা গ্রিজমান, পেদ্রি উভয়ই ব্যর্থ হন।

শুধু বার্সা নয় ভ্যালেন্সিয়াও প্রথমার্ধে গোলের সুযোগ হাত ছাড়া করে। এই জয়ে লা লিগা জমিয়ে তুলেছে বার্সা।

Leave a Comment