দেখতে দেখতে এগিয়ে আসছে ৩০ জুন। লিওনেল মেসির সাথে বার্সেলোনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে সেদিন। তাই এদিনকে ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। সবার মাথায় একটা প্রশ্ন ঘুরছে, মেসি কি বার্সেলোনা ছেড়ে চলে যাবেন, নতুন চুক্তি করবেন না!!! নাকি সবাইকে অবাক করে পাড়ি জমাবেন অন্য কোনো ক্লাবে। যদিও বার্সেলোনাকে বলা হয় মেসির দ্বিতীয় বাড়ি।
এবারের ৩০ জুনটা মেসি-ভক্তদের কাছে একটু অন্য রকম হতে পারে। মেসি-বার্সা বন্ধন হয়তবা শেষ হয়ে যেতে পারে। মেসি বার্সেলোনার যুবদলে নাম লিখিয়েছিলেন মাত্র ১৩ বছর বয়সে। মেসি-বার্সার বন্ধন প্রায় ২১ বছর হতে চলেছে। আসছে জুনে মেসি যদি চুক্তি নবায়ন না করেন তবে শেষ হচ্ছে বার্সা - মেসি পথচলা।
বার্সেলোনা ছাড়ার খবর অনেক আগে থেকেই শোনা যাচ্ছিলো বিশেষ করে ইংলিশ জায়ান্ট ক্লাবগুলো বড় অংকের অফার করাতে আকাশে ভাসতে থাকে হয়তো আর থাকবেন না মেসি। তবে মেসিবাহিনী কোপা দেল রেতে বিলবাওকে হারিয়ে শিরোপা জয়ের পর আশার বাণী শোনান দলটির নতুন সভাপতি হুয়ান লাপোর্তা। তিনি বলেন - বার্সেলোনাতেই থাকছেন মেসি এমনকি মেসির সতীর্থরাও একই ধরনের কথা বলেন।
আঁতোয়ান গ্রিজমান জানান, বার্সেলোনাতেই থাকবেন মেসি। মেসির আর এক সতীর্থ জর্দি আলবারও তেমনি বিশ্বাস করেন। বলেন, বার্সেলোনা তাঁর প্রাণের ক্লাব। সে এখানে ভালোই আছে আর এখানেই থাকবেন বলে আশা করেন। তবে তারা কথার শেষে ‘ কিন্তু ‘ রেখে যান। তারা উভয়ই বলেন,’সামনের গ্রীষ্ম মৌসুমে চুক্তি নবায়ন করবেন কিনা তা আমাদের হাতে নেই। চুক্তির বিষয়টি মেসিই সিদ্ধান্ত নিবে ‘।
অবাক করার মতো বিষয় হলেও সত্য তা হচ্ছে, নতুন চুক্তি নিয়ে মেসি এখনো বার্সেলোনার সাথে আলোচনাই শুরু করেননি। যদি মেসি শেষ পর্যন্ত চুক্তি নবায়ন না করেন তবে ৩০ জুনের পর থেকে মুক্ত খেলোয়াড় হয়ে
যাবেন। যেকোনো ক্লাবেই যেতে পারবেন। তবে মেসির মতো খেলোয়াড়কে পাবার সামর্থ্য আছে কয়টা ক্লাবের!! মেসিকে পাবার তালিকায় রয়েছে পিএসজি, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, ইন্টার মিলানের মতো জায়ান্টদের নাম। ফুটবল বিশ্বে হঠাৎ করেই বোমা ফাটানো খবর দিয়েছে আর্জেন্টিনার একটি টেলিভিশন টিএনটি স্পোর্টস। টেলিভিশনটি জানায়, পিএসজি অভিনব কায়দায় প্রস্তাব দিয়েছে মেসিকে।
অর্থের বিষয়টি পরিষ্কার না করলেও আর্জেন্টিনার টেলিভিশনটি শুধু জানায়, পিএসজি তিন বছরের জন্য চুক্তির প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটির লক্ষণীয় দিকটি হলো, নেইমারের ১০ নম্বর জার্সিটি মেসিকে দেওয়া হবে। তবে প্রস্তাবটি মেসির পক্ষে ‘ফেরানো সম্ভব নয়’ বলে ধারণা করছে টিএনটি স্পোর্টস।
একটা প্রশ্ন অবশ্যই জাগবে বিশ্বজোড়া ফুটবলপ্রেমীদের মনে, ১০ নম্বর জার্সি কি সত্যি দিতে রাজি হবেন? নেইমারের বার্সা ছেড়ে পিএসজিতে নাম লেখানোর পেছনে কারণ হিসেবে বলা হচ্ছিল যে মেসির ছায়া থেকে বের হওয়া। এমনি খবর ছড়িয়েছিলো নেইমার যখন ২০১৭ সালে বার্সেলোনা ছাড়েন। যার জন্য নেইমার বার্সা ছাড়েন এতো সহজেই তাঁর জার্সি ছেড়ে দেবেন মেসিকে!
বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। মেসিকে পিএসজিতে দেখতে চান নেইমারই। গত বছর বার্সেলোনার সাথে যখন মেসির ঝামেলা শুরু হয়েছিল,তখনই শোনা যাচ্ছিলো পিএসজিতে মেসিকে সতীর্থ হিসেবে চান নেইমার। এর পর অনেকবার ইশারায় বুঝিয়েছেন,আবারও একই ক্লাবে মেসির সাথে খেলতে চান। লিওনেল মেসিকে পেতে চান কি না - আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট করে কিছুই বলেননি। তবে আকারে-ইঙ্গিতে তিনি বুঝান যে মেসিকে পাওয়ার আশা ছাড়ছেন না। শেষে বলেন - ‘ফুটবলে কিছুই বলা যায় না।’