দেশের শীর্ষ স্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আগামী ১ জুন থেকে শুরু হচ্ছে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন । ১৫ জুন পর্যন্ত প্রাথমিকভাবে এ আবেদন চলবে। প্রথম ধাপে ২৪ থেকে ২৯ জুন পর্যন্ত প্রাথমিকভাবে নির্বাচিত ভর্তি-ইচ্ছুকেরা এবং দ্বিতীয় ধাপে ১ থেকে ৬ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবে।
এসব সিদ্ধান্ত ভর্তি পরিচালনা কমিটির পঞ্চম বৈঠকে হয়েছে।
আবেদন প্রক্রিয়া
এ বছর দুই দফায় ভর্তি পরীক্ষার আবেদন চলবে। প্রাথমিকভাবে ভর্তি ইচ্ছুকদের প্রথম দফায় ৫৫ টাকা ফি দিয়ে আবেদন করতে হবে। ভর্তি ইচ্ছুক আবেদনকারীদের মধ্য থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে চূড়ান্ত পর্বে আবেদনের জন্য নির্বাচিত হবেন। এরপর ভর্তি পরীক্ষায় চূড়ান্ত পর্বে আবেদনকারীরা অংশগ্রহণ করবেন। প্রাথমিক পর্বে আবেদনকারীদের মধ্য থেকে মোট ১ লাখ ৮ হাজার জনকে ১০ টি ইউনিটের জন্য নির্বাচিত করা হবে। অতঃপর পুনরায় ভর্তি-ইচ্ছুকদের চূড়ান্ত দফার জন্য আবেদন করতে হবে।
আবেদনের যোগ্যতা ও ইউনিটে প্রতি কতজন
বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, প্রাথমিক পর্বে এ ইউনিট-গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ডি ইউনিট- জীববিজ্ঞান অনুষদে আবেদনের যোগ্যতা এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৪.০০। বি ইউনিট- সমাজবিজ্ঞান, সি ইউনিট-কলা ও মানবিক অনুষদে আবেদনের ন্যূনতম যোগ্যতা জিপিএ–৩.৫০। এইভাবে প্রাথমিকভাবে চার ইউনিটের প্রতিটিতে ১৮ হাজার জন করে মোট ৭২ হাজার জন নির্বাচিত হবেন। চূড়ান্ত পর্বে আবেদনের জন্য চার ইউনিটের প্রতিটিতে ফি ১ হাজার ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।) আলাদাভাবে আরও সাড়ে চার হাজার জন সি১ ইউনিট- নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা অনুষদে নির্বাচিত হবেন। এই ইউনিটে আবেদনের ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করা হয়েছে জিপিএ–৩.৫০।
আবার, ই ইউনিট- ব্যবসায় শিক্ষা অনুষদে আবেদনের যোগ্যতা (বিজ্ঞান শাখা থেকে) জিপিএ–৪.০০ এবং জিপিএ -৩.৫০ (মানবিক ও বাণিজ্য শাখা থেকে)। এফ ইউনিট- আইন অনুষদে জিপিএ–৪.০০। চূড়ান্ত আবেদনের জন্য এই দুই ইউনিটে ভর্তি-ইচ্ছুক ৯ হাজার করে মোট ১৮ হাজার জন নির্বাচিত হবেন।
জি ইউনিট-ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে আবেদনের ন্যূনতম যোগ্যতা এইচএসসিতে জিপিএ–৪.০০। এইচ ইউনিট- ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে জিপিএ–৪.০০ এবং আই ইউনিট- বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে জিপিএ–৩.৫০। চূড়ান্ত দফায় সাড়ে ৪ হাজার করে মোট ১৩ হাজার ৫০০ জন এই তিন ইউনিটে আবেদন করতে পারবে।
চূড়ান্ত পর্বে আবেদনের জন্য পাঁচ ইউনিটের প্রতিটিতে ৭০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে
ভর্তি পরীক্ষার তারিখ করোনা মহামারির কারণে নির্ধারণ করা হয়নি। মহামারির অবস্থা পর্যবেক্ষণ করে অনলাইনে আবেদনের প্রক্রিয়া শেষ হলে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হবে। বরাবরের মতোই শিফটভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। তবে । চলতি বছর প্রতিটি শিফটে স্বাস্থ্যবিধি মেনে মোট ৪ হাজার ৫০০ জন করে ভর্তি-ইচ্ছুক অংশ নিতে পারবেন। উল্লেখ্য, ভর্তি পরীক্ষায় গত বছরগুলোতে প্রতি শিফটে ৯ হাজার জন করে অংশ নিতেন।
তবে, সকল সিদ্ধান্তই নির্ভর করবে করোনা পরিস্থিতির উপর।