প্রকাশিকা

এবার একসঙ্গে চ্যাট করা যাবে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ এ!

Share

মেসেজিং বা বার্তা পাঠানোর জন্য সোশ্যাল মেসেজিং অ্যাপগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় অবশ্যই ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম। এই অ্যাপগুলো মাঝেমধ্যেই একাধিক আকর্ষণীয় ফিচার নিয়ে হাজির হয় তাদের ইউজারদের সুবিধার কথা চিন্তা করেম্যাসেজিং আরো সহজ আকর্ষণীয় করতে ফেসবুক এবার একটি চমৎকার পদক্ষেপ নিচ্ছে

 

ইউজাররা এবার একসাথে একই জায়গা থেকেই ব্যবহার করতে পারবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামের ডেস্কটপ মেসেজিংয়ের সঙ্গে ইতোমধ্যে ফেসবুক মেসেঞ্জার অপশন যুক্ত হয়েছে। যেখানে খুব সহজেই দুই মেসেঞ্জারের যে কোনো একটি থেকেই অপরটির সঙ্গে সংযোগ স্থাপন সম্ভব। এবার সেই সংযোগ স্থাপনের উদ্দেশ্য নিয়েই, ফেসবুকের সঙ্গে যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপ।

ইউজারদের একে অপরকে টেক্সট করতে যাতে আরও সুবিধা হয়, সে কারণেই ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জারকে একসঙ্গে আনার কথা ভাবা হয়েছে।

 

হোয়াটসঅ্যাপ এর স্বাধীন পোর্টাল ওয়াবেটাইনফোর তথ্যমতে, একসঙ্গে হওয়ার পর হোয়াটসঅ্যাপের মেসেজ মেসেঞ্জারেই দেখা যাবে। তবে এটি ব্যবহারকারীর ইচ্ছার উপর নির্ভর করবে অর্থাৎ এটি বাধ্যতামূলক কোন বিষয় নয়। দুটি সেবা একই প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা অথবা যেকোন একটি অ্যাপ নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন।

 

ইতালির বিখ্যাত কোডিং বিশেষজ্ঞ আলেসান্দ্রো পালুজ্জি এ পুরো একীভূতকরণ বিষয়টি নিয়ে কাজ করছেন। যেহেতু ফেসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের মধ্যে সরাসরি কোন সংযোগ স্থাপনের রাস্তা নেই , তাই পালুজ্জি বিকল্প একটি রাস্তা বের করেছেন। তিনি এমন একটি অপশন তৈরি করেছেন যেখানে ফেসবুক মেসেঞ্জারের কোডের মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যাট এর অপশন থাকবে। পালুজ্জি জানিয়েছেন, যেসব

একাধিক নতুন বৈশিষ্ট্য ফেসবুক মেসেঞ্জারের সঙ্গে জড়িত সেগুলোকে যাতে হোয়াটঅ্যাপের সঙ্গে সংযুক্ত করা যায় সে জন্য বিস্তর গবেষণা এখন পক্রিয়াধীন। বিষয়ে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

 

যদিও হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারের সংযুক্ত করার পদ্ধতিটা অতি দ্রুততার সঙ্গে চলছে কিন্তু কবে নাগাদ একই প্লাটফর্ম এ এ মেসেজিং সেবা পাওয়া যাবে এ বিষয়ে কোন সুস্পষ্ট দিন তারিখ জানানো হয় নি।

 

তবে যেহেতু বিশেষজ্ঞরা দৃঢ়সংকল্পবদ্ধ যে তারা দ্রুত সময়ে এ সেবা এভেইলেবল করবে তাই আমরা আশা করতেই পারি

মেসেঞ্জারের প্লাটফর্ম এ হোয়াটসঅ্যাপ চ্যাট এর এ সুবিধা অদূর ভবিষ্যতেই পেতে যাচ্ছি এবং আমাদের একে অন্যকে বার্তা পাঠানোর পক্রিয়া আরো সহজতর হচ্ছে।


Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *