এক বিরল ঘটনার সাক্ষী হলো আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজ ২৯ এপ্রিল রোজ বৃহঃপতিবারে দেশের শীর্ষস্থানীয় এ শিক্ষাপ্রতিষ্ঠানের উপাচার্য পদে দায়িত্ব পালন করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মহীবুল আজিজ। শুধুমাত্র আজ সকালে কয়েকঘন্টার জন্য বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্ব পালন করবেন তিনি। আবার বিকালে অধ্যাপক ড. শিরীণ আখতার ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে জারি হওয়া এক অফিস আদেশে অধ্যাপক ড. শিরীণ আখতারকে ভিসি হিসেবে পুনরায় নিয়োগ দেওয়া হয়। এ বছরের গত ৯ মার্চ এক বিজ্ঞপ্তিতে উপাচার্য পদে ড. শিরীণ আখতারকে পুনঃনিয়োগ করে এ আদেশ জারি করা হয় । এ অফিস আদেশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব নূর-ই-আলম জারি করেন।
এ আদেশে বলা হয়, “মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শিরীণ আখতারকে নিয়মিত চাকরির বয়সপূর্তিতে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদনের জন্য আগামী ২৯ এপ্রিল ২০২১ তারিখে তার মূল কর্মস্থল বাংলা বিভাগে প্রত্যাবর্তনপূর্বক একই দিন অপরাহ্নে ভাইস চ্যান্সেলর পদে যোগদানের অনুমতি প্রদান করা হলো।”
ওই আদেশে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও বাংলা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মোহাম্মদ মহীবুল আজিজকে ড. শিরীণ আখতারের অনুপস্থিতিতে নিজ দ্বায়িত্বের অতিরিক্ত হিসেবে ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
জানা যায় যে, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের পদটি দুবছর ধরে খালি রয়েছে । নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পুনঃনিয়োগের দিন বিশ্বিবদ্যালয়ের উপ-উপাচার্যই ভারপ্রাপ্ত উপচার্যের দায়িত্ব পালন করেন । কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের পদটি খালি থাকায় কলা ও মানববিদ্যা অনুষদের ডিনকে এ দায়িত্ব দেয় শিক্ষা মন্ত্রণালয়।’
এও জানা যায়, দায়িত্ব পালনকালে অবসরে যাওয়ার ঘটনা ইতিহাসে এই প্রথম। এ জন্যই এমন আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে। যদি ড. শিরীণ আখতার এর নিয়োগপত্রে আগে থেকে বলা হতো অবসরের পরেও তিনি উপাচার্যের দায়িত্ব পালন করবেন তাহলে আজকের একদিনে দুই ভিসির এই আনুষ্ঠানিকতা পালন করার দরকার হতো না। কিন্ত ড.শিরীণ আখতারের প্রথম নিয়োগট হলো, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন। আবার এরই মধ্যে যেহেতু তিনি অবসরে যান তাই এ নতুন আদেশ আসে।
উল্লেখ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮তম ও প্রথম নারী উপাচার্য প্রফেসর ড.শিরীণ আখতার। তিনি উপ-উপাচার্য থেকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পান ২০১৯ সালের ৩০ জুন এবং সে বছরেরই ৩ নভেম্বর তিনি পূর্ণ উপাচার্যের দায়িত্ব পান। আজ তিনি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিলেন।