প্রকাশিকা

অনলাইন পরীক্ষা নিতে যাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো

শেয়ার করুন

করোনা ভাইরাস পরিস্থিতির জন্য গত বছর ২০১৯ সালের ১৭ই মার্চ বন্ধ ঘোষণা করা হয় দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ। বিগত এক বছর দুই মাস থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় মারাত্বক সেশন জট সৃষ্টি হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে। যদিও প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলো এই করোনা মহামারীর মধ্যেও ঠিকই অনলাইনের মাধ্যমে ক্লাস, পরীক্ষা সবকিছু ঠিক সময় মত শেষ করেছে। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের অবস্থা খুবই শোচনীয়। পূর্ব থেকেই বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে কম বেশি সেশন জট ছিল, তার ওপর বর্তমানে করোনা মহামারীতে বিগত ১ বছর ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সেশন জট আরও ভয়াবহ আকারে বৃদ্ধি পেয়েছে। বিগত ১ বছর বন্ধে বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস হলেও তা নিয়মিত হয় নি। আর বুয়েট ছাড়া আর কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষা সম্পন্ন করে নি। এমতাবস্থায় খুবই বাজে পরিস্থিতিতে পরেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঈদের পর ২৪ মে বিশ্ববিদ্যালয় খুলার কথা থাকলেও ভ্যাকসিন সংকট ও করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে তা পিছিয়ে যাবে। তাই যতই দিন যাচ্ছে সেশন জট মারাত্বকভাবে বৃদ্ধি পাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে। তাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সেশন জট কমানোর জন্য এবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরীক্ষা আয়োজনের ব্যবস্থা নিতে যাচ্ছে। তবে অনলাইন পরীক্ষা নিবে কি না সেটি নির্ভর করবে স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর।

 

ইউজিসি অনেক আগে থেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সেশন জট কমানোর জন্য অনলাইন ক্লাস ও পরীক্ষা আয়োজনের তাগাদা দিয়ে আসছিল। এ বিষয়ে একাধিকবার ইউজিসি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে বৈঠকও করেছিল। কিন্তু নানা কারণে অনলাইন পরীক্ষা নিতে পারছিল না পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। যদিও অনলাইন ক্লাস নেওয়া হয়েছে তবুও সেক্ষেত্রে কোনো নিয়মমাফিক রুটিন মেনে নেওয়া হয় নি। কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অনলাইনে পরীক্ষা গ্রহণের ব্যাপারে একটি সিদ্ধান্তে উপনীত হতে যাচ্ছে। ইতিমধ্যেই ইউজিসি অনলাইন পরীক্ষা আয়োজনের জন্য একটি নির্দেশিকা তৈরি করেছে। আগামী বৃহস্পতিবার (৬ মে) নির্দেশিকা নিয়ে ইউজিসি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মধ্যে বৈঠক হবে।

 

ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, আগামী বৃহস্পতিবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে অনলাইন পরীক্ষা আয়োজন নিয়ে ইউজিসি বৈঠক করবে। এই বৈঠকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেশন জট কমাতে বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে পরীক্ষা আয়োজনের বিষয়ে তৈরিকৃত নির্দেশিকা চূড়ান্ত করা হতে পারে।

ইউজিসির একটি খসড়া নীতিমালা তৈরি করেছে। এটি এখনও চূড়ান্ত করা হয় নি। তবে নির্দেশিকা চূড়ান্ত হলেও অনলাইনে পরীক্ষা নেয়া না নেয়ার বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে সংশ্লিষ্ট পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সিদ্ধান্তের উপর। কারণ পরীক্ষার বিষয়টি ঠিক করবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর স্ব স্ব একাডেমিক কাউন্সিল। একাডেমিক কাউন্সিল চাইলেই পরীক্ষা নিতে পারবে।

Leave a Comment